Saturday, April 18, 2020

ষষ্ঠ শ্রেনীঃ বিজ্ঞান ও পরিবেশ


বিজ্ঞান ও পরিবেশ 

আমাদের চারপাশের ঘটনা সমুহ

১।শূন্যস্থান পূরণ করঃ ১

ক) ফুঁ দিলে নিঃশ্বাসের ___________ গ্যাস চুন জলের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করে ।

খ) রাসায়নিক পরিবর্তন সাধারনত ________________ ঘটনা ।

গ)ভৌত পরিবরতনে পদার্থের _________ গঠনের কোন পরিবর্তন হয় না ।

ঘ) গাছ কাটা একটি ______________ ঘটনা ।

ঙ) জোয়ার ভাটা একটি ____________ ঘটনা ।

চ) একটি রাসায়নিক কীটনাশক হল _______________ ।

ছ) ভুমিকম্প ____________ ঘটনা


                                               
৩। এককথায় উত্তর দাওঃ                                                                                                                      ১

ক) সিমেন্ট তৈরিতে কোন খনিজ পদার্থের ব্যবহার কড়া হয় ?

খ) একটি উভমুখী বিক্রিয়ার উদহারন দাও ?

গ) পানীয় জলে জীবাণুনাশ করতে কোন ওষুধ ব্যবহার কড়া হয় ?

ঘ) একটি রাসায়নিক পরিবর্তনের উদহারন দাও ?

ঙ)মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া এটি কোন প্রকৃতির ঘটনা ____ অভিপ্রেত না অনভিপ্রেত?

চ) ভুমিকম্প কোন ধরনের ঘটনা ?

ছ) দুটি রাসায়নিক সারের নাম লিখ ?

জ) দুটি রাসায়নিক কীটনাশকের নাম লিখ ?

ঝ)রাসায়নিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখ ?

ঞ) একটি ভৌত পরিবর্তনের উদহারন দাও ?

৪ ।দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ                                                                                                            ২

ক) একমুখী ঘটনা বলতে কী বোঝ ? উদহারন দাও ।

খ) উভমুখী ঘটনা বলতে কী বোঝ ? উদহারন দাও ।

গ) পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে ? দুটি উদহারন দাও ।

ঘ) অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে ? দুটি উদহারন দাও ।

ঙ) প্রকৃতির কোন ঘটনা গুলি অভিপ্রেত ?

চ) প্রকৃতির কোন ঘটনা গুলি অনভিপ্রেত ?

ছ) প্রকৃতিক ঘটনা কোনগুলি ?

জ) মনুষ্যসৃষ্ট ঘটনা কোনগুলি ?

ঝ) কয়েকটি রাসায়নিক সারের নাম লেখ ?

ঞ) কয়েকটি কীটনাশকের নাম লেখ ?

ট) মন্থর ঘটনার দুটি উদহারন দাও ?

থ) দ্রুত ঘটনা বলতে কী বোঝ ?

দ) ভৌতপরিবর্তন কাকে বলে ? উদহারন দাও ।

ধ) রাসায়নিক পরিবর্তন কাকে বলে ? উদহারন দাও ।

ন) সুনামি ঘটনাটি অপর্যায়বৃত্ত কেন ?

প) শীতকালে ঠোঁট ফাটে কেন ?

৫। তিন চারটি বাক্যে উত্তর দাওঃ                                                                                                         ৩

ক) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লেখ ?

খ) রাসায়নিক কীটনাশক ও সার কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে ?এগুলি মানুষের শরীরের কোন অঙ্গ গুলির ক্ষতি করে ?

গ) শীতের সকালে ঘাসের ওপর জল শিশির রুপে জমে থাকে । এই জলটা আসে কীভাবে ?

ঘ)একটি আপেল কেটে বেশ কিছুক্ষণ রেখে দিলে ওই রাখাঅংশে বাদামি ছোপ ধরে কেন ?

ঙ) একটি পাত্রে কিছুটা পাথুরে চুন রেখে তার মধ্যে সাবধানে কিছুটা জল ঢাললে । কী দেখতে পেলে ?

চ) তাপের প্রভাবে একটি রাসায়নিক পরিবর্তন এবং তাপ উৎপন্ন হয় এমন একটি রাসায়নিক পরিবর্তনের উদহারন দাও ?

ছ) দাবানল কী ? এটি কোন ধরনের ঘটনা ।

জ) শীতকালে গা, হাত ও পায়ের চামড়া ও ঠোঁট ফাটার থেকে রক্ষা করা যায় কী ভাবে তা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ?

ঝ) শীতকালে শিশির পড়ে কেন ?

                                                                         পৃষ্ঠা (২১-৩৮)