Wednesday, June 13, 2018

সপ্তম শ্রেনী। ভৌতবিজ্ঞান সাজেয়সন ২০২০


ভৌতপরিবেশঃ চুম্বক,তড়িৎ ও পরিবেশবান্ধব শক্তি

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ                                                                                মান-১
1.      বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট- Xe/Y/Zn দ্বারা গঠিত
2.      যে খনিজ পদার্থের চুম্বকত্ব আছে, তার নাম হল- (i) হেমাটাইট (ii) ম্যাগনেটাইট (iii) বক্সাইট
3.      নীচের কোটি চৌম্বক পদার্থ নয়? (i) লোহা (ii) নিকেল (iii) কোবাল্ট (iv) কাঠ।
4.      চুম্বক শলাকা কোন দিক বরাবর মুখ করে থাকে? (i) পূর্ব-পশ্চিম (ii) উত্তর-দক্ষিণ (iii) উপর-নীচ (iv) কোনোটিই নয়।
5.      চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবথেকে বেশি?  (i) ঠিক মধ্যে (ii) দুই প্রান্তে (j) উদাসীন অঞ্চলে  (iv) কোনোটিই নয়।
6.      চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য x -- (i) 0.86 (ii) 0.96 (iii) (3)0.56 (iv) 0:36
7.      যেটি ঠিক তা হল? (i) আকর্ষণের পূর্বে আবেশ হয় (ii) আকর্ষণের পরে আবেশ হয়  (iii) আকর্ষণের সময় আবেশ হয় (iv) কোনোটিই নয়
8.      চুম্বক দ্বারা আকৃষ্ট হয়- (তামা/ নিকেল/ সোনা)
9.      তড়িতের সুপরিবাহী একটি পদার্থ হল-(কাঠ/ রবার/ রুপা)
10.  একটি অপ্রচলিত শক্তি হল-(কয়লা/ খনিজ তেল/ সৌরশক্তি)
11.  কোনো চুম্বকে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাতের মান-0-86/0-76/0-68  
12.  ইলেকট্রিক ইস্ত্রিতে থাকেটাংস্টেন তার/নাইক্রোম তার/ তামার তার।
13.  তড়িতের সুপরিবাহী পদার্থ হল-(i) চিনেমাটির কাপ (ii) কাঠ (iii) প্লাস্টিকের স্কেল (iv) লোহার পেরেক   
14.  কোবাল্ট একটি—(চৌম্বক /অচৌম্বক) পদার্থ
15.  বাল্বের ফিলামেন্ট তৈরি হয়—(নিকেল/ তামা/ টাংস্টেন) দ্বারা।  
16.  LED-এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ হওয়ার সময় তড়িৎ শক্তি - শব্দ শক্তি /আলোক শক্তি /রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।
17.  তড়িতের সুপরিবাহী হল—(কাঠের স্কেল /চিনামাটির কাপ/ তামার তার)
২। শূন্যস্থান পূরণ করো:                                                                                       মান ১
1. তারের __________ বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে।

2. সেল-এর প্রতীক _____________।

3. চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য x _______।

4. চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে ___________ হয়।

5. ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ___________ -এর ওপর জড়ানো থাকে।

6. পরিবাহীর মধ্যে ___________ চলাচল করলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়।

7. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়___________ দিয়ে।

8. তড়িৎ অন্তরক পদার্থের একটি উদাহরণ হল ____________।

9. ইলেকট্রিক কলিং বেলে _________ ব্যবহার করা হয়।
উত্তরঃ পাক, × ,০.৮৬, আবেশ, অভ্রের, তড়িৎ, টাংস্টেন, রবার, তড়িৎ চুম্বক। 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির একটি  বাক্যে  উত্তর দাও:                                                  মান ১
1.      সেলের সংখ্যা বাড়লে সার্কিটে কীসের পরিমাণ বাড়ে?
2.      প্রাইমারি সেল’- কোন্ শক্তি থেকে কোন্ শক্তির রূপান্তর হয়?
3.      দুটি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির নাম লেখো
4.      ডিসপোজেবেল সেল কাকে বলে?
5.      চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো
6.      ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে দেহ হয়
7.      জৈব অভঙ্গুর (-বায়োডিগ্রেডেবল) পদার্থ কোন্গুলি?
8.      Light Emitting Diode-এর সংক্ষিপ্ত রূপ কী?
9.      বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কী ?
10.  চুম্বকে কোথায়  উদাসীন অঞ্চল থাকে?
11.  ইলেকট্রিক বালবের ফিলামেন্ট কোন্ ধাতুর তৈরি?
12.  দক্ষিণ গোলার্ধে একটি লৌহদণ্ড পোঁতা থাকলে তার ওপরের প্রান্তে কোন্ মেরুর সৃষ্টি হবে।
13.  একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে?
14.  একাধিক সেল-এর সমবায়ে কী তৈরি হয়?
15.  LED-এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ হওয়ার সময় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
16.  টর্চের সুইচ অন করলে বালবের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে, তাকে কী বলে?
17.  মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোন্ মহাদেশে?
18.  চুম্বকের মেরু বলতে কী বোঝ?
19. চুম্বকের কোন জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম?
20.  চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো
21.  সুইচ বলতে কী বোঝ?
22.  লাউড স্পিকার তৈরি করতে কোন্ চুম্বক ব্যবহার হয়?
23.  চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া বলতে কী বোঝ?
24.  একটি কুপরিবাহী পদার্থের নাম লেখো
25.  তড়িৎচুম্বকের একটি ব্যবহার লেখো
26.  একটি চুম্বকের সাধারণত কটি মেরু থাকে?
27.  তড়িৎ অন্তরক পদার্থের একটি উদাহরণ হল
28.  ম্যাগনেটাইট কী?  
29.পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝ উদাহরণসহ লেখো
30.দুটি পরিবেশ বান্ধব শক্তি উৎসের নাম লেখো


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও:                                                               মান ২

1. তড়িৎ   চুম্বকের  দুটি ব্যবহার লেখো।

2. বায়ুপ্রবাহের শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো।

3. সেল ও ব্যাটারির মধ্যে প্রভেদ কী?

4. চৌম্বক পদার্থ কাকে বলে? একটি চৌম্বক পদার্থের নাম লেখো।

5. চুবক কোথায় কোথায় ব্যবহার হয় লেখো।

6. LED-এর পুরোনাম কী? LED-এ কোন্ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

7. ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো।

8. তড়িৎ চুম্বক কাকে বলে?

9. তড়িৎচুম্বকের মেরুশক্তি কীভাবে বাড়ানো যায়?

10. মেরুজ্যোতি কী?

11. চৌম্বক আবেশ কাকে বলে?

12. দক্ষিণ সন্ধানী মেরু’ ও ‘উত্তর সন্ধানী মেরু’ বলতে কী বোঝ?

13. চুম্বকের সমমেরু পরস্পরকে কী করে?

14. ইলেকট্রিক কলিং বেলে কোন্ ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

15. চৌম্বক অক্ষ কাকে বলে?

16. চৌম্বক ক্ষেত্র কাকে বলে?

17. জৈব গ্যাস কাকে বলে?

18. তড়িৎচুম্বকে শক্তি বাড়ানোর দুটি উপায় লেখো।

19. দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম উল্লেখ করে প্রত্যেকটির একটি করে ব্যবহার লেখো।

20. যে-কোনো তিনটি পরিবেশ বান্ধব শক্তি সম্বন্ধে লেখো ।


৫। নিম্নলিখিত প্রশ্নগুলির পাঁচ ছয়টি  বাক্যে  উত্তর দাও:                                         মান ৩/৫
1.  ‘আকর্ষণের পূর্বে আবেশ হয়’-ব্যাখ্যা করো।

2. জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বকক্ষেত্রের ভূমিকার দুটি উদাহরণ দাও।

3. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের কয়েকটি প্রয়োগ লেখো।

4. ‘সূর্যই সমস্ত শক্তির উৎস’—ব্যাখ্যা করো ।

5. চুম্বকের চারটি বিশেষ ধর্মের উল্লেখ করো।

6. চুম্বকের বিভিন্ন ধর্মগুলি উল্লেখ করো।

7. তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়—একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।

8. LED কী? একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করো তড়িৎপ্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়?

9. চুম্বকের ধর্ম লেখো। ফিউজ তার ব্যবহারের উদ্দেশ্য কী?

10. অপ্রচলিত শক্তির দুটি উদাহরণ দাও। LED কথার্টির পুরো নাম লেখো। LED ব্যবহৃত হওয়ার সময় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

৬। চিত্র অঙ্কনধর্মী প্রশ্নঃ                                                                                       মান ৩/৫
1.   একটি দণ্ডচুম্বক এঁকে তার উত্তরমেরু, দক্ষিণমেরু, উদাসীন অঞ্চল ও চৌম্বক অক্ষ চিহ্নিত করো।

2. সুইচ অফ আছে তা কি প্রতীক (ছবি) দ্বারা প্রকাশ করা হয়?

3. তারের পাক সংখ্যা বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে—একটি পরীক্ষার সাহায্যে চিত্রসহযোগে এটি ব্যাখ্যা করো।
সমাপ্ত । । 

Copy Right  @ Hossain Academy 
4.

Friday, June 8, 2018

Class VII History Chapter Wise Questions

  

Iইতিহাসের  ধারনা

নীচের প্রশ্নগুলির এক কথায়  উত্তর দাওঃ                                                             1
ক) ইতিহাস বলতে কী বোঝ ?
খ) ইতিহাসের জনক কাকে বলা হয় ?
গ) মেগাস্থানিসের লেখা গ্রন্থটির নাম কি ?
ঘ) কে ইন্ডিয়া নামটা প্রথম ব্যবহার করেছিলেন  ?
ঘ) শিলালেখ কী ?
ঙ) দুটি ঐতিহাসিক উপাদানের উদাহরণ দাও ?
চ) প্রত্নবিজ্ঞানী কাদের বলে ?
ছ) ইন্ডিয়া নামটি কে কবে প্রথম ব্যবহার করেছিল ?
জ) হিন্দুস্তান নামটির উল্লেখ কোথায় পাওয়া যায় ?
ঝ) ইতিহাসের সময় কী ভাবে মাপা হয় ?

২। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ                                                                             2/3
) ইতিহাসের সংজ্ঞা দাও ?
) ইতিহাসে যুগ বিভাজন বলতে কী বোঝ ?
) প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলি লেখ ?
) ইতিহাস কীভাবে জানা যায় ?
) ইতিহাসের উপাদানগুলির উল্লেখ কর ?
) প্রত্নতত্ত্ব কাকে বলে ?
) ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব কী ?

৩।পাঁচছটি বাক্যে উত্তর দাওঃ                                                                                5
) ইতিহাস পড়া দরকার কেন ?
খ) প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কী বোঝ ?
গ) ইতিহাস রচনায় বিভিন্ন লেখের গুরুত্ব লেখ ?


2ND CHAPTER



ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারাঃ খ্রিস্টীয় নবম শতক থেকে দ্বাদশ শতক

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ                                                                                   1
১. পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল ?
২. কে পাল বংশের প্রতিষ্ঠা করে?
৩. কোন পাল রাজা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন?
৪. কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম কী ছিল ?
৫. সেন রাজাদের আদি বাসস্থান কোথাই ছিল ?
৬. রাজা লক্ষণ শেঠের রাজধানী কোথাই ছিল ?
৭. কোন পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করেন ?
. চোলদের রাজধানী কী ছিল ?
. কোন শাসক গঙ্গাইকনডোচোল উপাধি গ্রহণ করেন ?
১০. কোন শাসক কোন শাসক চালুক্য শক্তিকে পরাজিত করেন ?
১১. বেদুইন কাদের বলা হত ?

২। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ                                                                                       2
ক) খিলাফত বলতে কী বোঝ ?
খ) চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন ? এর রাজধানী কোথায় ছিল ?
গ) হজরত মহম্মদ কোথায় এবং কখন জন্ম গ্রহণ করেন ?
ঘ) ত্রিশক্তি সংগ্রামে কোন কোন শক্তি অংশগ্রহণ করেছিলেন ?
ঙ) মাৎস্যন্যায় কী ?

৩। টীকা লেখঃ                                                                                                         3
ত্রিশক্তি সংগ্রাম, কৈবর্ত বিদ্রোহ, হিজরত, ধর্মপাল ,প্রথম রাজরাজ

৪। চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ                                                                                  3
১. পাল ও সেন যুগের  শাসনের তুলনা কর ?
২. চোল রাজাদের সমুদ্রিক কার্যকলাপের বিবরন দাও ?
৩. শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল ?
৪. সুলতান মাহমুদ ভারত থেকে লুঠ করা সম্পদ কোন কাজে লাগিয়ে ছিলেন ?
৫. সেন রাজাদের আদি নিবাস কোথাই ছিল? তারা কীভাবে বাংলায় শাসন কায়েম করেছিল?

৫। রচনাধর্মী প্রশ্নঃ                                                                                                     5
১. শশাঙ্কের কৃতিত্ব লেখ ?
২. ত্রিশক্তি সংগ্রাম কী? এটি কাদের মধ্যে এবং কেন সংঘটিত হয়েছিলো?

LAST UPDATED ON MARCH, 2018