বিজ্ঞান ও পরিবেশ
প্রথম পর্যায়ক্রমিক
মূল্যায়ন
1. Tick The correct Answer: Mark 1
1.
বেশি জল ধরে রাখতে পারে- (বেলে / দোআঁশ / এটেল) মাটি।
2.
মাটির একটি ক্ষতিকারক উপাদান হল- (গাছের
পাতা / পলিথিন / কাগজ।
3.
(হাওড়া / কোচৰ্বিহার/ বর্ধমান ) - জেলায় রসিক বিল
অবস্থিত।
4.
(গোরু / ছাগল/ কুকুর)- প্রথম মানুষের পোষ মেনেছিল।
5.
BCG টিকা দেওয়া হয়— (কলেরা /
যক্ষমা / হেপাটাইটিস) রোগের
জন্য ।
6.
মানুষের কোমর থেকে হাঁটু পর্যন্ত অবস্থিত
অস্থির নাম- (ফিমার / কশেরুকা / হিউমেরাস)।
7.
বক্সর বাঘবন (কোচবিহার /দার্জিলিং /
জলপাইগুড়ি) জেলায় অবস্থিত।
8.
DOT চিকিৎসা করানো হয— (কলেরা/
যক্ষা / ম্যালেরিয়া) রোগ প্রতিকারের জন্য।
9.
গাঙ্গেয় সমভূমির- (পর্ব/ উত্তর/ দক্ষিণ)
দিকের অংশই হল সুন্দরবন।
10.
পশ্চিমবঙ্গোর সবচেয়ে উচু পর্বত শৃঙ্গ হল-
(সিংগালিলা / সান্দাকফু / কাঞ্চনজঙ্ঘা)।
11.
মালদার বিখ্যাত আম হল- (ফজলি / হিমসাগর
/চৌসা)।
12.
পাম্প করে শিরা ধমনির মধ্য দিয়ে রক্ত
পাঠায় বুকের ভিতরের সেই অঙ্গটির নাম হল—ফুসফুস / হৃৎপিণ্ড/ফুসফুস।
13.
বেলে মাটিতে বালির ভাগ– (কম
বেশি / মাঝারি)।
14.
স্টেথোস্কোপ আবিষ্কার করেন (রেনে লিনেক/ গ্যালিলিয়ো
/ জগদীশচন্দ্র বসু)।
15.
যক্ষা হলে - (বিসিজি / পোলিযো/ ডিপথেরিয়ার) টিকা দেওয়া
হয়।
16. রোদ লাগালে
তৈরি হয়- (ভিটামিন-A / ভিটামিন-C / ভিটামিন-D।
17.
গণ্ডারের খড়গ আসলে জমাটবদ্ধ- (চুল/ পালক/ লোম)।
18.
অস্থি মজবুত করার জন্য দরকার হয়-
(ক্যালশিয়াম/ ম্যাগনেশিয়াম / পটাশিয়াম )।
19.
আমাদের দেহের - (চোখ/ কান/ নাক
) অংশে হাড় নেই।
20.
সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ (সুন্দরী / চন্দন
/ শাল)।
21.
দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম-
(হলদি / দামোদর/ রূপনারায়ণ )।
22.
একশৃঙ্গা গণ্ডার আছে পশ্চিমবঙ্গের
(সুন্দরবনে/ জলদাপাড়ায়/ বক্সা-জয়ন্তী পাহাড়ে )।
23.
কুলিক পাখিরালয় অবস্থিত- রায়গঞ্জে/
বালিগঞ্জে/ অযোধ্যা পাহাড়ে )।
24.
মহানন্দা নদীর জন্ম- (দার্জিলিং /
জলপাইগুডি/ কোচবিহার) জেলায়।
25.
পলাশ. পিয়াল প্রভৃতি দেখা যায়-
(মালভূমি অঞ্চলে/ সুন্দরবন অঞ্চলে /পার্বত্য অঞ্চলে।
26.
BCG টিকা- (পোলিযো রোগে / যক্ষা রোগে / কলেরা রোগের
জন্য দেওয়া হয়।
27. জল শোষণ
করার ক্ষমতা বেশি. কিন্তু ধারণ করার ক্ষমতা কম– (এঁটেল মাটির / দোআঁশ মাটির / বেলে মাটির)।
28.
টিবিয়া-ফিবুলা যে হাড়ের নাম- (কনুই থেকে
কবজির / কাধ থেকে কনুই / হাঁটু থেকে গোড়ালি)।
29. হৃৎপিণ্ডের
অবস্থান দুটি ফুসফুসের মাঝখানে বুকের (একটু-বাঁদিকে / ডানদিকে / মাঝখানে)।
30.
কোনো স্থানের উচ্চতা মাপতে হয়- (সমুদ্রের
তলদেশ থেকে/ সমুদ্রের জলের তল থেকে/ ভূপৃষ্ঠের স্থলভাগ থেকে)।
31.
টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত- (বাঁকুড়া / পুরুলিয়া
/ কৃষ্ণনগর)।
32.
তিস্তা তোর্সা - (তরাই অঞ্চলের / মালভূমি অঞ্চলের
/ সুন্দরবন অঞ্চলের) নদী।
33.
হুকের মতো নখ দেখতে পাওয়া যায- (হাঁসের /
মুরগির / পেঁচার )।
34.
বেথুয়াডহরি অবস্থিত- (মুর্শিদাবাদে /
নদিয়ায় / উত্তর ২৪ পরগনায়)।
35.
শান্তিনিকেতন অবস্থিত- (বোলপুরে / শান্তিপুরে/
বারুইপুরে)।
36.
(দুই / তিন/ চার) পদ্ধভিতে শোধন করতে হবে।
37. (চামড়া
/ নখ/ হাত) পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার।
২। সত্য অথবা মিখ্যা লেখাঃ Mark 1
1 গণ্ডারের খড়গ আসলে চুল।
2. হাড়ের জোড়কে বলে ফিমার।
3 সুন্দরবনে মাটির নীচের জল নোনতা।
4. পাহাড়ের দেশে ঝরনা নেই।
5. গায়ে রোদ লাগলে ভিটামিন ডি
কী তৈরি হয়।
৩।
শুন্যস্থান পূরণ কর: Mark 1
1.
_______________ থাকার জন্য চামড়ার রং কালো
হয়।
2.
গণ্ডারের খড়গ আসলে ___________________।
3.
হাত ও পায়ের নখ ফেটে যাওযা আসলে
_________________ এর লক্ষণ।
4.
________________ নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়।
5.
নাম তার ______________বহুদূর জল।
6.
_____________ পরে প্রজাপতি হয়।
7.
যে মাটিতে কাদা ও বালি প্রায় সমান থাকে. তাকে
_____________ মাটি বলে।
8.
_______________ মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের
বিভিন্ন অংশে প্রবাহিত হয়।
9.
অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যানসার_________________ আটকায়।
10. বৃষ্টি শুরুর
প্রথম দিকে চলে খানিকটা _______________ থাকে।
11.
___________________ নষ্ট. টিউবওয়েলের
কষ্ট।
12. কেঁচো হল
মাটির___________________উপাদান।
13. ত্বকে রােদ
লাগলে___________________তৈরি হয়।
14. ______________মাটির
জলধারণ করার ক্ষমতা সবচেয়ে বেশি।
15. মানবদেহে
রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হল _________________।
16.
_______________ মাটিতে বালি আর কাদা প্রায়
সমান সমান থাকে।
17. রুইমাছের ______________
টি পাখনা থাকে।
18. রসিক বিল
পশ্চিমবঙ্গের ____________ জেলায় অবস্থিত।
19. সভ্য মানুষের
নানান কাজকর্মকে একসঙ্গে বলে ______________ ।
20. যেসব নদী
সবসময় বয়ে যায়. যাতে সারাবছর জল থাকে তাদের _______________ নদী
বলে।
21.
মানুষের শরীরের বর্ম হল _______________।
22.
মহানন্দার উৎপত্তিস্থল হল দার্জিলিং জেলার ______________।
23. সুন্দরবন
অঞ্জলে _____________ পশু বিখ্যাত।
24. একটি
মেরুদণ্ডী প্রাণীর নাম _______________।
25.
_______________প্রাণীর মুখের পেশির জোর খুব
বেশি।
26.
স্বকে রোদ লাগলে ভিটামিন __________________।
27.
একটি খুরওয়ালা প্রাণীর নাম হল
_____________________।
28.
কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে ____________________।
29.
মেলানিন ত্বকের অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে
__________ রোগের সম্ভাবনা কমায়।
30. অস্থি মজবুত
করার জন্য
___________________ দরকার।
31.
ছোটো ছোটো ধানের চারাকে __________________ বলে।
32. যক্ষারোগ
প্রতিরোধে _ _ টিকা দেওয়া হয়।
33.
হাড়ের জোড়কে _______________ বলে।
34. 'সর্পগন্ধা
হল________________গাছ।
35.
লেন্সকে বাংলায় বলে ____________________।
36.
ভাগীরখী ও পমার মাঝে ___________________।
37. অস্থি মজবুত
করার জন্য দরকার ________________।
38.
___________________ গান্ধিবুড়ি বলা হয়।
39. ত্বকে রোদ
লাগালে তৈরি হয় ___________________।
40. পশ্চিমবঙ্গের
সবচেয়ে উচু পর্বতশৃঙ্গ__________________।
41. বেশি ঘাম হলে
রোগীকে খাওয়ানো উচিত __________________।
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায়
উত্তর দাও: Mark 1
1.
মেরুদণ্ডের হাড়কে কী বলা হয়?
2.
সাহেব বাঁধ কোথায় অবস্থিত?
3.
আমাদের প্রধান খাদ্য কী?
4.
বাতাসের সাহায্যে শরীরে কী প্রবেশ করে?
5.
ও.আর. এস. (ORS) কী? .
6.
সূর্যের আলোয় কী ভিটামিন তৈরি হয়?
7.
হাড়ের জোড়কে কী বলে?
8.
যক্ষ্মা রোগেরটিকার নাম কী?
9.
কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি ?
10.
রুই মাছের পাখনার সংখ্যা কত?
11.
একটি সারের নাম লেখো।
12. হৃদস্পন্দন
মাপার যন্ত্রের নাম কী?
13.
অস্থিসন্ধিগুলি কী দ্বারা যুক্ত থাকে?
14.
DOT-এর পুরোনাম কী ?
15.
বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
16.
ভারতের দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো।
17. স্বামী
বিবেকানন্দের জন্মদিবস কোন তারিখে পালিত হয় ?
18.
আমাদের দেশে প্রায় কত বছর আগে সিমেন্ট তৈরি
হয়?
19.
ধান চাষ কোন মাটিতে খুব ভালো হয় ?
20.
আমাদের দেহের বর্ম কোনটি ?
21.
তিনশো বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হত?
22.
হাচার সময় মুখে রুমাল চাপা দিতে হয় কেন?
23.
কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হাড়টির নাম
কী?
24.
বাঁওড় কী?
25.
একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
26.
মানবদেহে কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি
আছে তার নাম কী?
27.
মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো।
28.
ভাগীরথী নদী এবং পদ্মা নদীর মাঝের অংশ কী নামে
পরিচিত?
29.
পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম
কী?
30.
স্টেথোস্কোপের সাহায্যে কী করা হয়?
31.
কোন স্থানের উচ্চতা কোথা থেকে নির্ণয় করতে
হয়?
32.
লিগামেন্ট কাকে বলে?
33.
মানবদেহের সবচেয়ে বড়ো অস্থির নাম লেখো।
34.
রক্তের একটি কাজ লেখো।
35.
প্রাকৃতিক উপায়ে জলশোধন করে এমন পদার্থের নাম
লেখো।
36.
হাড় নেই এরকম একটি প্রাণীর নাম লেখো।
37.
বাতাসে ওড়ে এরকম একটি জীবাণুর নাম লেখো।
38.
হাওডার ঝিলের নাম কী?
39. চামড়ার নীচে
কী আছে?
40.
কীসের অভাবে চুল সাদা হয়ে যায়?
41.
আমাদের ত্বকের কটি স্তর আছে ?
42.
যক্ষার আধুনিক চিকিৎসা কী?
43.
একটি জলবাহিত রোগের নাম লেখো।
44. কোন মাটি জল
ধরে রাখতে পারে না?
45.
পাহাড়ি অঞ্চলের মাটিতে কী চাষ হয়?
46. কোথাকার
মাটির নীচের জল নোনতা?
47. আমাদের সারা
শরীরে কে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়?
48. মাছের ঘা
সারাতে হলে কী দেওযা হয়?
49.
কোন অঞ্চলে ধানচাষ হয়ে থাকে?
50.
আমাদের শরীরের বর্ম কী?
51.
আঁশ থাকে না এমন একটি মাছের নাম লেখো।
52.
শুয়োপোকা রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?
53. গন্ধগোকুল কী?
54.
পূর্ব ভারতের অরণ্যের প্রবেশদ্বার কোন শহরকে
বলা হয়?
55.
আমাদের সংবিধান কবে থেকে চালু হ্য়?
56.
গোড়ালির কাছে চামড়া বেশি পুরু কেন?
57. কড়া রোগ
সারাতে কী চিকিৎসা করাতে হয়?
58.
যক্ষা রোগ সারাতে কী টীকা দেওযা হয়?
59.
রায়গঞ্জে অবস্থিত একটি পাখিরালয়ের নাম লেখো।
60.
মানুষের কোন অঙ্গ রক্ত পাশ করে সারা শরীরে
ছড়িয়ে দেয়?
61. পুকুরের জল শোধনকরতে
কী ওষুধ ব্যবহার করা হয়?
62.
কোন প্রাণী থেকে যক্ষা নামক রোগজীবাণু এসেছে?
63.
একটি
রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
64.
দুধে লেবুর রস দিলে কী হয়?
65.
লেন্স' ইংরেজি কথা. বাংলায় একে কী বলা হয়?
66.
একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
৫। দু-এক কথায় উত্তর লেখো: Mark 1
1.
কী করলে পেশি জোরালো হয়?
2.
মাটি কীভাবে সৃষ্টি হয়?
3.
ত্বকের কাজ লেখো।
4.
রক্তের কাজ লেখো।
5.
তোমার মা রান্না করতে গিয়ে আগুনে হাত অন্ত্র
পুড়িয়ে ফেলেছেন। তখন তুমি তোমার মাকে প্রাথমিকভাবে কী করতে বলবে?
6.
ভূমিক্ষয় রোধ করব কীভাবে?
7.
কোন কোন উপায়ে অপরিশুদ্ধ পুকুরের জল শোধনকরব?
8.
কুনুই থেকে কবজি ও হাটু থেকে গোড়ালি পর্যন্ত
হাডগুলির নাম লেখা।
9.
নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ
দাও।
10.
ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই
জাতীয় দুই প্রকার উদ্ভিদের নাম লেখো।
11.
চামড়া দিয়ে তৈরি জিনিসের ব্যবহার কেন কমানো
উচিত?
12.
একটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। আরও একটি
প্রাণীর নাম লেখো যেটি সেই তৃণভোজী
প্রাণীটিকে থায়।
13.
বর্তমানে শকুনদের সংখ্যা কেন কমে যাচ্ছে?
14.
এমন প্রাণী যেটি মাঝে মাঝে খোলস ছাড়ে পলিথিন
ও প্লাস্টিক কীভাবে মাটির ক্ষতি করে?
15.
কী কী ভাবে জলাশযের জল শোধনকরা হয়?
16.
একটি গাছের ছবি আঁকো তার পাতা ও গুডি চিহ্নিত
কর।
17.
তরাই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো।
18.
বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন?
19.
নখ বড়ো হলে মানুষের কী অসুবিধা হতে পারে?
20.
বাড়িতে তৈরি (ORS) কীভাবে তৈরি করবে?
21.
সুন্দরবন আঞ্চলের মাটি নোনতা হয় কেন?
22.
কলকাতার জমির ঢাল পূর্বদিকে কেন?
23.
জীবজগৎ কী নিয়ে গঠিত হয়েছে?
24.
চারটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো।
25.
একটি চেনা পাখির আচরণ বর্ণনা কর।
26.
পাহাড়ে পাথরের ভিতর মাটি আসে কোথা থেকে?
27.
শুরুতে বৃষ্টির জলে বেশি পরিমাণে লঘু অ্যাসিড
থাকে কেন?
28.
সুন্দরবন অঞ্চলে কী কী গাছ দেখা যায়?
29.
আমাদের চামড়ার নীচে কী কী থাকে?
30.
কোন জীবের কটি হাড় আছে তা কী করে জানা যায়?
31.
কনুই থেকে কবজি পর্যন্ত একটা অস্থির নাম লেখো।
32.
জীব বৈচিত্র্য বলতে কী বোঝো?
33.
অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উদাহরণ
দাও।
34.
দার্জিলিংযের চা কেন বিখ্যাত?
35.
বাঁওড কাকে বলে ?
36.
কাকাতুয়ার ঝুঁটি ও গণ্ডারের খড়গ আসলে কী?
37.
ঘরোয়া পদ্ধতিতে ORS কীভাবে
তৈরি করা হয়?
38.
রক্তাল্পতা রোগেরলক্ষণগুলি লেখো।
39.
ত্বককে বর্ম বলা হয় কেন ?
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
No comments:
Post a Comment