স্বরচিত গল্পঃ
দুর্বলরাও সবল হতে পারে
একদা একটা ভুমিকম্পে একটা গ্রাম
এমন সাংঘাতিক ভাবে কেঁপে উঠল যে প্রানভয়ে গ্রামবাসীরা তাদের গ্রাম ছেড়ে অন্যত্র
চলে যেতে লাগল। বহু ক্ষয়ক্ষতি হল। মানুষজন থেকে শুরু করে পশুপাখি, গাছপালা ,
ঘরবাড়ি কোন কিছুই এই ভয়াল ভুমিকম্পের কবল থেকে রেহাই পেল না। একে একে গ্রামটা
শূন্য হয়ে গেল।
তখন গ্রামে আর মানুষ রইল না। কয়েকদিন
পর দেখা গেল কতগুলো ইঁদুরের ছানা ওই বাড়ির ধ্বংসস্তূপের আশে পাশে বাস করতে শুরু
করেছে। যেহেতু লোক জন বলতে কেও ছিল না তাই তাদের কোন বিপদও ছিল না। তারা খুব সুখে
শান্তিতে বাস করছিল।
কিন্তু বিপদ এল তখন যখন একদল বুনো
হাতি গ্রামটির পাশ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। হাতিগুলোর পায়ের তলায় চাপা পরে অনেক
ইঁদুরের প্রান বেরিয়ে গেল। প্রিয়জনদের চোখের সামনে মরতে দেখে তাদের খুব দুঃখ হল।
অবশেষে এই সমস্যা পড়ে, ভবিষ্যতে যাতে তাদের প্রিয়জনদের প্রান না যায় তাই তারা একটা
সভার আয়জন করল।
এই সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হল
ইঁদুরের দলের প্রধানকে। তিনি সকলের সামনে একটা প্রস্তাব রাখলেন যে তিনি হাতিদের
প্রধানের কাছে গিয়ে তাদের অসুবিধার কথা জানাবেন। হাতিদের দল যাতে তাদের জাত্রা
পথের বদল ঘটায়। যেন তার ফের গ্রামের পথ দিয়ে না যায়। এই প্রস্তাবে সকলে রাজি হলে
ইঁদুর প্রধান হাতিদের প্রধানের সঙ্গে সাক্ষাত করার জন্যে বেরিয়ে পড়ল।
কয়েক প্রহর পরে ইঁদুর প্রধান হাতিদের প্রধানের
কাছে উপস্থিত হল। তার সমস্যার কথা তাকে জানালে হাতি তার কথা শোনাতো দূর তাকে ছোট
বলে উপহাস করতে লাগল। কিন্তু হাতিটা তার প্রতি দয়া দেখিয়ে বলল।হ্যাঁ,তারা তাদের যাত্রা
পথ বদলে নেওয়ার আশ্বাস নেবে।
ইঁদুর প্রধান তাদের গ্রামে ফিরে এসে
সকলকে সুসংবাদটা দিল। খবরটা শুনে সকলে খুব খুশি হল। তারা সকলে আনন্দে মেতে উঠল।
এই ঘটনার কয়েকদিন পর শিকারীদের জালে
একটা বাচ্চা হাতি আটকা পড়ল। ইঁদুরের প্রধানের কাছে খবরটা পৌছা মাত্র। সে তার দল বল
সহ বাচ্চাদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ল।পথে তাদের দেখা হল হাতিদের দলের প্রধানের
সঙ্গে। ইঁদুর প্রধান তাকে আশ্বাস দিয়ে বলল, তার চিন্তার কোন কারন নেই তারা বাচ্চা
হাতিটইকে শিকারীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। এই বলে তারা রওনা হল।
কয়েক প্রহর কেটে গেল, হাতি প্রধান
এদিকে চিন্তায় অস্থির হয়ে পড়লেন। এদিকে ইঁদুরের দল হাতির ছানাটিকে জালে কাতরারে
দেখে, তাদের তীক্ষ্ণ দাঁত জাল কাটতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যে তারা জালটীকে
কেটে হাতিটাকে মুক্ত করল।
এক শিকারী কাণ্ডটা ঘটতে দেখে, তার
গাড়ি থেকে বন্দুক টাকে আনতে গেল, অমনি ঝোপে লুকিয়ে থাকা হাতি গুলো তাদের তাড়া করল।
প্রানভয়ে শিকারীরা সব কিছু ফেলে টেলে সব পালিয়ে বাঁচল।
হাতির প্রধানের কাছে খবর গেল। তখন তিনি
খুব খুশি হলেন এবং ইঁদুর প্রধানকে ধন্যবাদ জানালেন এবং বললেন দুর্বলরাও সবল হতে
পারে।
তোমারা এই ঘটনারই প্রমান দিলে। এর পর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
No comments:
Post a Comment