Tuesday, August 7, 2018

CLASS VI SCIENCE 10TH

    বর্জ্য পদার্থ

১। এক কথায় উত্তর দাওঃ

I. বর্জ্য পদার্থ কাকে বলে?

II. চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখ?

III. প্লাস্টিক কী জাতীয় বর্জ্য পদার্থ?

IV. একটি জৈবঅভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখ?

V. একটি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখ?

VI. বাজার থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লেখ?

VII. বাড়ি তৈরি করার সময় উদ্ভূত দুটি বর্জ্য পদার্থের নাম লেখ?

VIII. কারখানা থেকে তৈরি দুটি বর্জ্যের নাম লেখ?

IX. ব্যাবসা থেকে তৈরি দুটি বর্জ্যের নাম লেখ?



২। দু তিনটি বাক্যে উত্তর দাওঃ

I. জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে?উদহারন দাও।

II. জৈবঅভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে?উদহারন দাও।

III. 4R বলতে কী বোঝ?

IV. বর্জ্য পদার্থের তিনটি উৎস লেখও?

V. স্বাস্থ্যকেন্দ্রে থেকে পাওয়া এমন কয়েকটি বর্জ্যের নাম লেখ?

VI. বর্জ্যের পুনব্যবহার বলতে কী বোঝ?

VII. দুটি কঠিন বর্জ্য পদার্থের নাম লেখ?



৩। তিন চারটি বাক্যে উত্তর দাওঃ

I. বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য লেখ?

II. বাড়ির আবর্জনা কী কী কাজে ব্যবহার করা যায়?

III. বর্জ্য পদার্থের দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখ?

No comments:

Post a Comment