ইতিহাস সাজেয়সন ২০১৮
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(ক) অতিসংক্ষেপে উত্তর দাও : মান- ২/৩
1. ‘বারো ভূঁইয়া’ কারা? জাহাঙ্গিরের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল?
2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? কে পরাজিত হন?
3. ‘দাক্ষিণাত্য ক্ষত’ কী ?
4. আকবরের রাজসভার সংক্ষিপ্ত পরিচয় দাও।
5. সুলহ-ই-কুল কী?
6. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে এই যুত্ব হয়েছিল? এই যুদ্ধে কে জয়লাভ করে?
7. হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন?
8. মোঘলরা কেন নিজেদের বাদশাহ বলত?
9. মালিক কাফুর কে ছিলেন?
10. মোঘল যুগে ‘সার্বভৌম শাসক’ বলতে কী বোঝানা হয়েছে?
11. ‘পাট্টা ও কবুলিয়ত’ কী?
12. সুলতানি যুগে কৃষকরা নগদ টাকা জোগাড় করার জন্য কী করতে বাধ্য থাকত?
13. খানুয়ার যুদ্ধ’ (১৫২৭ খ্রিস্টাব্দ) সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো ।
14. আকবরের দিন-ই-ইলাহিকী জন্য বিখ্যাত?
15. ‘বাদশাহ' কথার অর্থ কী?
16. পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
17. হুমায়ুন কেন আফগানদের কাছে হেরে গিয়েছিলেন?
18. দিল্লির সুলতানির উত্তরাধিকার নিয়ে সমস্যা দেখা দিত কেন?
19. সুলতানি আমলের পুরনো দিল্লি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছিল কেন?
20. কেন এবং কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল?
21. মধ্যযুগে ভারতীয় শাসকরা ঘোড়া আমদানিতে উৎসাহ দিত কেন?
22. মধ্যযুগের সুলতানরা খলিফার অনুমোদন চাইতেন কেন?
23. মহলুদ-বিন-তুঘলকের কোন পরিকল্পনা ব্যর্থ হয় ?
24. রাজিয়া তার মুদ্রায় নিজেকে ‘সুলতান’ বলে দাবি করতেন কেন?
25. ‘জিজিয়া ও জাকাত’ কী?
26. ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা কী?
27. দিল্লি সুলতানির ইতিহাসে রাজিয়ার শাসনকাল উল্লেখযোগ্য কেন?
28. কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক? কারা ছিল তার বিরোধী?
29. ‘বন্দেগান-ই-চিহলগান’ বলতে কী বোঝ?
30. রাজিয়া কে ছিলেন? তিনি কবে মারা যান?
31. বিজয়নগর সাম্রাজ্যের চারটি রাজবংশের নাম লেখো।
32. দ্বিতীয় তরাইনের যুদ্ধের কারণ কী?
33. তুর্কান-ই-চিহলগানি কী?
34. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন কী কী ব্যবস্থা গ্রহণ করেন?
35. বাহমনি রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন?
36. বিজয়নগর রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন?
37. সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল?
38. সুলতানি শাসনে উলেমাদের কার্যকলাপ আলোচনা করো ।
39. শাহজাহানের রাজত্বকাল কেন বিখ্যাত ছিল?
40. পর্যটক পেজের বিবরণে বিজয়নগর রাজ্য কীভাবে বর্ণিত?
41. আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্পর্কে আলোচনা করো ।
(খ) টীকা লেখোঃ
প্রথম পানিপথের যুদ্ধ, রাজস্ব ব্যবস্থা, জাবতি, মনসবদারি প্রথা,
গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : মান-৫
1. মনসবদার ও জায়গির ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো ।
2. আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো ।
3. শেহশাহের শাসন সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
4. মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কীরূপ ছিল?
5. দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক কেমন ছিল তা লেখো ।
6. ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনে কী প্রভাব ফেলেছিল?
7. নূরজাহান কেন ইতিহাসে স্মরণীয় ? আকবরের মৃত্যু কবে হয়? কোন্ মুঘল শাসকের আমলে কান্দাহার হাতছাড়া হয়? বিজাপুর ও গোলকুণ্ডা কোথায় অবস্থিত?
8. মহম্মদ-বিন-তুঘলককে ‘পাগলা রাজা’ বলার তিনটি কারণ উল্লেখ করো ।
9. মহম্মদ-বিন-তুঘলকের তিনটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ।
10. মধ্যযুগের ভারতের শহরগুলির পরিচয় দাও।।
11. ফিরোজ শাহ তুঘলকের জনহিতকর কার্যাবলির বর্ণনা দাও।
সমাপ্ত।।
No comments:
Post a Comment