GEOGRAPHY
SECOND CHAPTER
পৃথিবী কী গোল?
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ (উত্তরসহ) ১
ক) পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ------ ৬৪০০/৬৩০০/৬৫০০ কিমি ।
খ) পৃথিবীর পরিধি হল _________ ৪০০০০/ ৮০০০/ ১২৭৫৬ কিমি ।
গ) পৃথিবীর নিরক্ষয় ব্যাস ও মেরু ব্যাসের অন্তর হল _____ ৪২/ ৭৬/৬৭ কিমি ।
ঘ) পৃথিবীর উপরে যত উঠা যায় তত দিগন্তরেখার পরিধী ___বাড়তে/কমতে/একই থাকে ।
ঙ) পৃথিবীর সর্বনিম্ন স্থানটি হল ___________ মারিয়ানা খাত/ কাস্পিয়ান সাগর/ বঙ্গোপসাগর। ২. শূন্যস্থান পূরণ কর ১
ক) প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী আকৃতি হল চ্যাপটা ।
খ) খ্রিস্টের জন্মের দুশ বছর আগে গ্রীক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন পৃথিবীর আকৃতি গোলাকার
গ) পৃথিবী মাঝ বরাবর ৪২ কিমি স্ফীত ।
ঘ) পৃথিবীর সবথেকে উঁচু ও সবথেকে নিচু স্থানের মধ্যে পার্থক্য হল ২০ কিমি ।
৩. এককথায় উত্তর দাওঃ (উত্তরসহ) ১
ক) দিগন্ত রেখা কাকে বলে ?
উঃ দূরে কোন স্থানের দিকে লক্ষ্য করলে মনে হয়, যেন আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে। যে রেখা বরাবর আকাশটা মিশে গেছে বলে মনে হয়, তাকে দিগন্ত রেখা বলে।
খ) পৃথিবীর সর্বচ্চো স্থান কোনটি ?
উঃ পৃথিবীর সর্বচ্চো স্থান হিমালয়য়ের মাঊণ্ট এভারেস্ট(৮,৮৪৮ মি)।
গ) কোন পোর্তুগিজ নাবিক পৃথিবী প্রদক্ষিণ করে প্রমান করেন যে পৃথিবী গোলাকার ?
উঃ পোর্তুগিজ নাবিক ম্যাগেলান পৃথিবী প্রদক্ষিণ করে প্রমান করলেন যে পৃথিবী গোলাকার।
ঘ) পৃথিবীর সর্বনিম্ন স্থানটির গভীরতা কত ?
উঃ পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এর গভীরতা সমুদ্রতল থেকে ১০,৯১৫ মিটার।
ঙ) পৃথিবীর সর্বচ্চো স্থানটির উচ্চতা কত ?
উঃ পৃথিবীর সবচ্চো স্থানটির উচ্চতা সমুদ্রতল থেকে ৮,৮৪৮ মিটার ।
৪. দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ ২
ক) ভূপৃষ্ঠ কে চ্যাপ্টা বা সমতল মনে হয় কেন ?
খ) পৃথিবীর আকৃতি যে গোলাকার তার সাপেক্ষে দুটি প্রমান দাও ?
গ) জিওড কী ?
ঘ) আমরা কেন বুঝতে পারি না যে পৃথিবী গোলাকার ?
ঙ) গোলাকার পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা পড়ে যায় না কেন ?
চ) কোন জিনিসের ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বেশী হয় কেন ?
৫. টীকা লেখ ২
জিওড ,চন্দ্রগ্রহণ
৬. চিত্র অঙ্কন কর ৩
পৃথিবীর আকৃতি (জিওড)
পাঠ্য বইয়ের প্রশ্নপত্র (১৫ – ১৮)
No comments:
Post a Comment