Tuesday, August 7, 2018

CLASS VI SCIENCE 5TH

                                                           বল ও শক্তির প্রাথমিক ধারনা

১। নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ

1. স্পর্শ না করেও বলের উপর ক্রিয়া করে এমন একটি বলের উদহারন দাও?

2. অভিকর্ষ কাকে বলে?

3. ওজনের একক লেখ?

4. শক্তি কাকে বলে?

5. আমাদের শরীরের প্রয়জনীয় শক্তি কোথা থেকে পায়?

6. উৎপাদক কাকে বলে?

7. পুষ্টির ট্রফিক লেভেল কাকে বলে?

8. যান্ত্রিক শক্তি কাকে বলে?

9. সকল শক্তির মুল উৎস কী?

২। নীচের প্রশ্নগুলির দুটি বাক্যে উত্তর দাওঃ

1. স্থির বস্তু কাকে বলে? উদহারন দাও।

2. গতিশীল বস্তু কাকে বলে? উদহারন দাও।

3. বল কাকে বলে? বলের এস আই একক কী?

4. খাদ্য শৃঙ্খল কাকে বলে?

5. খাদ্যজাল কাকে বলে?

6. খাদ্য পিরামিড কাকে বলে?

7. ঠেলা বলের প্রয়োগ হয়েছে এরকম দুটি ঘটনার উদহারন দাও?

8. বলের দুটি প্রভাব লেখ?

9. টানা বলের প্রয়োগ হয়েছে এরকম দুটি ঘটনার উদহারন দাও?

10. গতিশক্তি কাকে বলে?উদহারন দাও।

11. স্তিথিশক্তি কাকে বলে? উদহারন দাও।

12. শক্তি কয় প্রকার ও কী কী?

13. শক্তির রূপান্তর বলতে কী বোঝ?

14. খাদক কাকে বলে?ইহা কয় প্রকার ও কী কী?

15. প্রথম সারির খাদক কাকে বলে? উদহারন দাও।

16. দ্বিতীয় শ্রেনীর খাদক কাকে বলে উদহারন দাও?উদহারন দাও।

17. সর্বভুক কাকে বলে?দুটি সর্বভুক প্রানীর উদহারন দাও।

18. শক্তির উৎস কয় প্রকার ও কী কী?

19. অনবীকরনযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝ?উদহারন দাও।

20. নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝ?উদহারন দাও।

21. ঘর্ষণ বলতে কী বোঝ?উদাহরণ দাও।

22. ঘর্ষণ কোন বিষয়ের উপর নির্ভর করে?

23. ঘর্ষণের দুটি প্রভাব লেখ?

৩। নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর দাওঃ

1. দশ শতাংশ সুত্র বলতে কী বোঝ?

2. খাদ্যের রাসয়নিক শক্তি বলতে কী বোঝ?

3. ৯০ শতাংশ কী কাজে লাগে?

৪। নীচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তরঃ

1. খাদ্যশৃঙ্খলের মাধ্যমে কীভাবে এক জীব থেকে অন্য জীবে শক্তির স্থানান্তর হয়?

2. সকল শক্তির মূল উৎস সূর্য --- ব্যাখ্যা কর।

৫। চিত্র অঙ্কন করঃ

খাদ্যশৃঙ্খল, খাদ্যজালক, খাদ্য পিরামিড

No comments:

Post a Comment