Tuesday, August 7, 2018

CLASS VI SCIENCE 7TH

   সাধারণ যন্ত্রসমূহ

১। এক কথায় উত্তর দাওঃ

1. একটি সরল যন্ত্রের উদহারন দাও?

2. নত তলের সুবিধা কখন বেশী হয়?

3. দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদহারন দাও?

4. একটি জটিল যন্ত্রের উদহারন দাও?

5. প্রথম শ্রেণীর লিভারের একটি উদহারন দাও?

6. লিভার কাকে বলে?

7. নততল কী?

8. ঘূর্ণন অক্ষ কী?

9. তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদহারন দাও?

২। দু তিনটি বাক্যে উত্তর দাওঃ

1. সরল যন্ত্র কাকে বলে? উদহারন দাও?

2. জটিল যন্ত্র কাকে বলে? উদহারন দাও?

3. লিভার কয় প্রকারের ও কী কী?

4. কপিকল কী? এটি কী কাজে ব্যবহার করা হয়?

5. পেরেক থেকে স্ক্রু সুবিধা বেশি কেন?

৩। তিন চারটি বাক্যে উত্তর দাওঃ

1. কিভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়?

2. নততল ব্যবহারের সুবিধা লেখ?

৪। চিত্র অঙ্কন করঃ

1. প্রথম শ্রেণীর লিভারের

2. দ্বিতীয় শ্রেণীর লিভারের

3. তৃতীয় শ্রেণীর লিভারের

3 comments: