চতুর্থ ও পঞ্চম অধ্যায়
১। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন্ ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়?
(ক) বিবৃতি: মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ব করত।
ব্যাখ্যা ১ : তৈমুর ভারতে মোঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ২ : তৈমুর ছিলেন একজন সাফাবি শাসক।
ব্যাখ্যা ৩ : তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন।
(খ) বিবৃতি: মহেশ দাসের নাম হয়েছিল বীরবল।
ব্যাখ্যা ১ : তার গায়ে খুব জোর ছিল।
ব্যাখ্যা ২ : তিনি খুব বুদ্ধিমান ছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি মোঘল দের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন।
(গ) বিবৃতি: দিল্লি শহরের ‘কিলা মুবারক লালকেল্লা’ নামে বিখ্যাত।
ব্যাখ্যা ১ : ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী।
ব্যাখ্যা ২ : লাল রঙের বেলে পাথরে তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা ৩ : এর দেওয়ালে লাল রং করা হয়েছিল।
২। সঠিক
উত্তরতি বেছে নিয়ে লেখঃ মান-
১
1. ‘বাদশাহ’ শব্দটি এসেছে — —- (ফারসি ইংরেজি জার্মান শব্দ) থেকে।
2. চৌসার যুদ্ধ হয়েছিল – (১৪৭৬/১৫২৩/১৫৩৯) খ্রিস্টাব্দে।
3. জাহাঙ্গিরের আমলে শিখ গুর– (জয়সিংহ/অর্জুন/হিমুকে) প্রাণদণ্ড দেওয়া হয়।
4. হিউয়েন সাঙ শিক্ষালাভ করেন - নালন্দা মহাবিহারে/বিক্রমশিলা মহাবিহারে/সোমপুরি মহাবিহারে/ওদন্তপুরি মহাবিহারে।
5. পবনদূত কাব্য রচনা করেন—শরণ/গাোবর্ধন/বধায়ীদেব।
6. ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন—আলাউদ্দিন খলজি/ ইলতুৎমিস/গিয়াসউদ্দিন
বলবন/ তুঘলক।
7. আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন—ইবন বতুতা/আবুল ফজল/হিউয়েন সাং)।
8. কোটলা’ মানে— (কুটির /প্রাসাদ/ দুর্গ)
9. বীরবল ছিলেন—(আকবরের /বাবরের /মহম্মদ-বিন-তুঘলকের) দরবারে।
10. ঘর্ঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন—(রানাসঙ্গ/ইব্রাহিম লোদি/ নসরৎ শাহ)।
11. আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন—-(টোডরমল/মালিক অম্বর/বৈরাম খান)।
12. বিলগ্রামের যুদ্ধ হয়েছিল—(১৫৩৯/১৫৪০/১৫৪১) খ্রিস্টাব্দে।
13. ইলতুৎমিস ছিলেন কুতুবউদ্দিনের – (পুত্র/ভাতা/জামাতা)
14. দিল্লির মসনদে যে নারী প্রথম বসেছিলেন তিনি হলেন -(লক্ষ্মীবাঈ /রাজিয়া /জাহানারা)।
15. ইলতুৎমিসের সন্তানদের মধ্যে যোগ্যতম ছিলেন ——– (নাসিরউদ্দিন/গিয়াসউদ্দিন/রাজিয়া)।
16. সুলতানি যুগে অর্থনৈতিক সংস্কার করেছিলেন __(আলাউদ্দিন খলজি/কুতুবউদ্দিন আইবক/ফিরোজ শাহ)।
17. (খিজির খান /ইব্রাহিম লোদি /সিকন্দর লোদি/ বহলোল লোদি) —সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন।
18. মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন-(আলাউদ্দিন হোসেন সাহ/ কৃষ্ণদেব রায়/দেব রায়)।
19.
ইলতুৎমিস খলিফার থেকে অনুমোদন পান—(১২২৯/১২২৮/ ১২৩০) খ্রিস্টাব্দে।
20. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন—রামপাল/দিব্য/মহীপাল /সন্ধ্যাকর নন্দী।
২। শূন্যস্থান পূরণ করো : মান-১
1. বৈরাম খানের সাহায্যে আকবর________ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন!
2. শাহজাহানের জীবনের শেষ দিকে তার ছেলেদের মধ্যে নিয়ে লড়াই বেঁধে গিয়েছিল ___________।
3. মালিক কাফুর হিলেন __________ এর সেনাপতি।
4. ঘোড়ার ডাকের ব্যবস্থাকে ______ বলা হত ।
5.
______
খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়।
6.
‘সিরি’ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন ____________।
7. ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযাোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন ____________।
8. বানিহাটির যুদ্ধ হয়েছিল ___________ খ্রিস্টাব্দে।
9. ____________ মুঘল সম্রাট হিন্দুদের ওপর থেকে তীৰ্থকর ও জিজিয়া কর তুলে নেন।
10. ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল ____________ খ্রিস্টাব্দে।
11. আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল _____________।
12. হুলিয়া’ ব্যবস্থা চালু রেখেছিলেন ___________।
13. ইবনবতুতার লেখা ভ্রমণ বিরণীর নাম ___________।
14.
বিলগ্রামের যুদ্ধ হয়েছিল __________ খ্রিস্টাব্দে।
15. সামন্ত নেতাদের দাপটে গ্রামগুলির ___________ ব্যবস্থাও নষ্ট হয়।
16. দিল্লিকে কেন্দ্র করে আইবক __________ শাসন প্রতিষ্ঠা করেন।
17. আলাউদ্দিন খলজির সময়ে সৈনিকদের থাকবার জন্য ____________ নামে নতুন শহর তৈরি হয়।
18.
তিব্বতের রাজা ____________-এর অনুরোধে দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বৌদ্ধধর্ম প্রচার করেন।
19. সেন রাজাদের মধ্যে ছিলেন বৈব, তার পূর্বসূরীরা ছিল _________।
20. অষ্টম ও নবম শতকে বরেন্দ্রভূমির দুই বিখ্যাত শিল্পী ছিলেন __________ ও ___________।
21. অষ্টম শতকে ইন্দোনেশিয়ার ____________ এ পৃথিবীর সবচেয়ে বড়ো ধর্মের কেন্দ্র গড়ে ওঠে।
22.
মহম্মদ ঘোরির দুই অনুচর__________ গজনিতে ও মুলতানের শাসক হন।
23. দিল্লি সুলতানির শেষ ভাগে দুটি স্বাধীন সুলতানি বাংলায় ___________ ও দাক্ষিণাত্যে রাজ্য গড়ে ওঠে।
24.
_________
ও __________ নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় রাইচুর দোয়াব'।
25. হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন _________ খ্রিস্টাব্দে।
26. চোল আমলে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল ___________।
27.
________বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন।
28. খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়।
29. ‘খুতবা’ কথাটির আসল মানে হল _________।
30.
আমুক্তমাল্যদ গ্রন্থ ___________ ভাষায় লেখা।
31. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন _______________।
৩। বিসদৃশ শব্দটির তলায় দাগ দাও : মান-
১
1.
ইলতুৎমিস, রাজিয়া, ইবনবতুতা, বলবন।
2. খরাজ, খাম, জিজিয়া, আমির।
3. মেওয়ার, কাবুল, গুজরাট, বাংলা।
4. বারবোসা, পেজ, নুনিজ, মামুদ গাওয়ান।
5. নাড়ু, চোল, উর, নগরম।।
6.
লুইপাদ, অশ্বঘোষ, সহরপাদ, কাহ্নপাদ।
7. ইলতুৎমিস, রাজিয়া, ইবন বতুতা, বলবন।
8.
আহমেদ নগর, বিজাপুর, গোলকুণ্ডা, পঞ্জাব, বিদর।
9. জয়দেব, ধীমান, বীটপাল, সন্ধ্যাকর নন্দী, চক্রপাণি দত্ত।
10. গুলবার্গ, দৌলতাবাদ, বিদর, বিজয়নগর।
11. খরাজ, খাম, জিজিয়া, আমির।
12. ইলতুৎমিস্, রাজিয়া, ইবনবতুতা, বলবন।
13. প্রতাপাদিত্য, চাদরায়, ইশাখান, রাজা রামমোহন রায়।
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : মান-১
1. শ্রীচৈতন্য কোন্ শাসকের আমলে আবির্ভূত হন?
2. বাংলায় কে ভক্তি আন্দোলন প্রচার করেন?
3. হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন?
4. কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল?
5. শেরশাহ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য কী ব্যবস্থা চালু করেছিলেন?
6. ভারতের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন?
7. ‘কোটলা’ শব্দের অর্থ কী?
8. আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?
9. রামচরিত গ্রন্থের রচয়িতা কে?
10. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
11. খানুয়ার যুদ্ধ কোন্ বছর হয়?
12. মালিক অম্বর কে ছিলেন?
13. মালিক কাফুর কে ছিলেন?
14. সিরি শহর কে নির্মাণ করেছিলেন?
15. কত খ্রিস্টাব্দে তৈমুর লঙ উত্তর ভারত আক্রমণ করেছিলেন?
16. দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?
17.
চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
18. ঘোড়ার ডাকের ব্যবস্থাকে কী বলা হত?
19. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
20. শেষ কোন্ যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ দিল্লির সিংহাসন অধিকার করেন ?
21. বীরবলের আসল নাম কী ছিল?
22. কত খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল?
23. ইংল্যান্ড এ রাজা প্রথম জেমসের দূত টমাস রো কোন্ মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন?
24. শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
25. ‘১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে’ আকবর কাকে পরাজিত করেছিলেন?
26. রামচরিত কাব্য রচনা করেন কে?
27. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
28. খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
29. দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
30. পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
31. মালিক কাফুর কে ছিলেন?
32. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
33. ‘চৈতন্য ভাগবত’ কার লেখা?
34. বিলগ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়?
35. ঔরঙ্গজেব কবে মারা যান?
36. টোডরমল কে?
37.
টমাস রো কার রাজসভায় এসেছিলেন?
38. বিজয়নগর কোন্ নদীর তীরে অবস্থিত ছিল?
39. “আমুক্তমাল্যদ' গ্রন্থটি কোন্ ভাষায় রচিত?
40. কে, কবে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন?
41. মামুদ গাওয়ান-এর মৃত্যু কবে হয়?
42. বাহমনি রাজ্যের দ্বিতীয় রাজধানীটির নাম লেখো।
43. বিজয়নগরে আগত দুজন বিদেশি পর্যটকের নাম লেখো।
44. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
45. কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে কী বলা হত?
46. বল্লাল সেনের লেখা একটি গ্রন্থের নাম লেখো ।
47. মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান?
48. ইলতুৎমিসের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন?
49. দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
50. ইবনবতুতা কার রাজত্বকালে এদেশে আসেন?
51. সুলতানদের কে পরামর্শ দিতেন?
52. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
53. সিন্ধুপ্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন?
54. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
55. কুতুবউদ্দিন আইবক কে ছিলেন?
56. ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কী?
57. নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন?
58. আরবরা কার নেতৃত্বে সিন্ধুদেশ অভিযান করেছিল ?
59. ইবন বতুতার ভ্রমণ বিবরণীর নাম কী ?
60. খলিফার কাছ থেকে ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে অনুমোদন পান?
61. ‘তুঘলকাবাদ’ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
62. ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা কে চালু করেন?
63. গিয়াসউদ্দিন তুঘলক যে শহরটি বানিয়েছিলেন তার নাম লেখো।
64. আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কী ছিল?
65. ‘দানসাগর’-এর লেখক কে?
66. ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
67. ‘গীতগোবিন্দম’ কাব্যটি কার লেখা?
68. বাহমনি রাজ্যের দ্বিতীয় রাজধানীটির নাম লেখো।
69. ‘সুলতান’ শব্দের অর্থ কী?
70. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?
71. কে, কবে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন?
72. খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকের বিহার রাজ্যে কোন্ বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল?
সমাপ্ত ।
ইতিহাস সাজেয়সন
২০১৮
দ্বিতীয়
পর্যায়ক্রমিক মূল্যায়ন
(ক) অতিসংক্ষেপে উত্তর দাও : মান- ২/৩
1. ‘বারো ভূঁইয়া’ কারা? জাহাঙ্গিরের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিল?
2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? কে পরাজিত হন?
3. ‘দাক্ষিণাত্য ক্ষত’ কী ?
4. আকবরের রাজসভার সংক্ষিপ্ত পরিচয় দাও।
5. সুলহ-ই-কুল কী?
6. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে এই যুত্ব হয়েছিল? এই যুদ্ধে কে জয়লাভ করে?
7.
হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন?
8. মোঘলরা কেন নিজেদের বাদশাহ বলত?
9. মালিক কাফুর কে ছিলেন?
10. মোঘল যুগে ‘সার্বভৌম শাসক’ বলতে কী বোঝানা হয়েছে?
11. ‘পাট্টা ও কবুলিয়ত’ কী?
12. সুলতানি যুগে কৃষকরা নগদ টাকা জোগাড় করার জন্য কী করতে বাধ্য থাকত?
13. খানুয়ার যুদ্ধ’ (১৫২৭ খ্রিস্টাব্দ) সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো ।
14. আকবরের দিন-ই-ইলাহিকী জন্য বিখ্যাত?
15. ‘বাদশাহ' কথার অর্থ কী?
16. পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
17. হুমায়ুন কেন আফগানদের কাছে হেরে গিয়েছিলেন?
18. দিল্লির সুলতানির উত্তরাধিকার নিয়ে সমস্যা দেখা দিত কেন?
19. সুলতানি আমলের পুরনো দিল্লি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছিল কেন?
20. কেন এবং কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল?
21. মধ্যযুগে ভারতীয় শাসকরা ঘোড়া আমদানিতে উৎসাহ দিত কেন?
22. মধ্যযুগের সুলতানরা খলিফার অনুমোদন চাইতেন কেন?
23. মহলুদ-বিন-তুঘলকের কোন পরিকল্পনা ব্যর্থ হয় ?
24. রাজিয়া তার মুদ্রায় নিজেকে ‘সুলতান’ বলে দাবি করতেন কেন?
25. ‘জিজিয়া ও জাকাত’ কী?
26. ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথা কী?
27.
দিল্লি সুলতানির ইতিহাসে রাজিয়ার শাসনকাল উল্লেখযোগ্য কেন?
28. কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক? কারা ছিল তার বিরোধী?
29. ‘বন্দেগান-ই-চিহলগান’ বলতে কী বোঝ?
30. রাজিয়া কে ছিলেন? তিনি কবে মারা যান?
31. বিজয়নগর সাম্রাজ্যের চারটি রাজবংশের নাম লেখো।
32. দ্বিতীয় তরাইনের যুদ্ধের কারণ কী?
33. তুর্কান-ই-চিহলগানি কী?
34. রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন কী কী ব্যবস্থা গ্রহণ করেন?
35. বাহমনি রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন?
36. বিজয়নগর রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন?
37. সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল?
38. সুলতানি শাসনে উলেমাদের কার্যকলাপ আলোচনা করো ।
39. শাহজাহানের রাজত্বকাল কেন বিখ্যাত ছিল?
40. পর্যটক পেজের বিবরণে বিজয়নগর রাজ্য কীভাবে বর্ণিত?
41. আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্পর্কে আলোচনা করো ।
(খ)
টীকা লেখোঃ
প্রথম পানিপথের যুদ্ধ, রাজস্ব ব্যবস্থা, জাবতি, মনসবদারি প্রথা,
গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : মান-৫
1. মনসবদার ও জায়গির ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো ।
2. আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো ।
3. শেহশাহের শাসন সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও।
4. মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কীরূপ ছিল?
5. দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক কেমন ছিল তা লেখো ।
6. ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনে কী প্রভাব ফেলেছিল?
7. নূরজাহান কেন ইতিহাসে স্মরণীয় ? আকবরের মৃত্যু কবে হয়? কোন্ মুঘল শাসকের আমলে কান্দাহার হাতছাড়া হয়? বিজাপুর ও গোলকুণ্ডা কোথায় অবস্থিত?
8. মহম্মদ-বিন-তুঘলককে ‘পাগলা রাজা’ বলার তিনটি কারণ উল্লেখ করো ।
9. মহম্মদ-বিন-তুঘলকের তিনটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ।
10. মধ্যযুগের ভারতের শহরগুলির পরিচয় দাও।।
11. ফিরোজ শাহ তুঘলকের জনহিতকর কার্যাবলির বর্ণনা দাও।
সমাপ্ত।।
No comments:
Post a Comment