পত্র রচনা
তোমার দেখা কোনো বইমেলার
বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো।
গ্রামঃ ঘুসকিরা
পোঃ রামচন্দ্রপুর
থানাঃ মুরারই
জেলাঃ বীরভূম
.../১০/২০১৮
প্রিয়
বন্ধু/বান্ধবী.........,
পত্রের শুরুতেই জানাই শুভেচ্ছা ও
ভালোবাসা। আশা করছি বাড়িতে সবাইকে নিয়ে ভালোই আছো। কয়েকদিন আগে তোমার একটি চিঠি
পেয়েছি। চিঠিতে তুমি এ বছরের বই মেলা সম্পর্কে জানতে চেয়েছ। প্রতি বছর রামপুরহাট
কলেজের পাশের একটা মাঠে একটা বই মেলার আয়োজন করা হয়। এই বছরের মেলাতে ক্রেতা ও
দর্শকের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বইও বিক্রি হয়েছে
আগের তুলনায় কয়েকগুণ বেশি। অগণিত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলার সুবিশাল
অঙ্গন। পরিণত হয় লেখক প্রকাশক পাঠকের মিলনমেলায়। মেলায় এবার নতুন পুরাতন প্রকাশিত
বইয়ের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং বিক্রিও বেশি। জ্ঞানীগুণী ছোটবড় সব লেখকেরই
উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ বই বিক্রি করতে পেরে
মেলায় অংশগ্রহণকারী প্রকাশকগণ বেশ খুশি।
বই ছাড়াও এই মেলা
উপলক্ষে যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছিল। তবে এবারের আয়োজন
ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। সে যাই হোক মানুষের জ্ঞানপিপাসা যতই বাড়বে বইমেলার
মাহাত্ম ততই বাড়বে। বিকাশ ঘটবে এ দেশের শিল্প, সাহিত্য ও
সংস্কৃতির।
পরের বছর তোকে এই মেলা
দেখতে আসার আমন্ত্রন রইল।তুই তোমার পিতা মাতাকে আমার প্রনাম জানাস ও ছোটোদের আমার
ভালোবাসা দিস।
স্ট্যাম্প
|
নামঃ __________________________
পিতাঃ _________________________
গ্রাম+পঃ+থানাঃ ___________________
জেলাঃ __________________________
|
ইতি......
তোর প্রিয় বন্ধু/বান্ধবী
_________________