Saturday, February 16, 2019

CL VIII BENG ESSAY WRITING বইমেলার বর্ণনা


পত্র রচনা


তোমার দেখা কোনো বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো। 


গ্রামঃ ঘুসকিরা
পোঃ রামচন্দ্রপুর
থানাঃ মুরারই
জেলাঃ বীরভূম
.../১০/২০১৮
প্রিয় বন্ধু/বান্ধবী........., 
      পত্রের শুরুতেই জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি বাড়িতে সবাইকে নিয়ে ভালোই আছো। কয়েকদিন আগে তোমার একটি চিঠি পেয়েছি। চিঠিতে তুমি এ বছরের বই মেলা সম্পর্কে জানতে চেয়েছ। প্রতি বছর রামপুরহাট কলেজের পাশের একটা মাঠে একটা বই মেলার আয়োজন করা হয়। এই বছরের মেলাতে ক্রেতা ও দর্শকের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বইও বিক্রি হয়েছে আগের তুলনায় কয়েকগুণ বেশি। অগণিত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলার সুবিশাল অঙ্গন। পরিণত হয় লেখক প্রকাশক পাঠকের মিলনমেলায়। মেলায় এবার নতুন পুরাতন প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং বিক্রিও বেশি। জ্ঞানীগুণী ছোটবড় সব লেখকেরই উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ বই বিক্রি করতে পেরে মেলায় অংশগ্রহণকারী প্রকাশকগণ বেশ খুশি।
               বই ছাড়াও এই মেলা উপলক্ষে যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছিল। তবে এবারের  আয়োজন ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। সে যাই হোক মানুষের জ্ঞানপিপাসা যতই বাড়বে বইমেলার মাহাত্ম ততই বাড়বে। বিকাশ ঘটবে এ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির।    
           পরের বছর তোকে এই মেলা দেখতে আসার আমন্ত্রন রইল।তুই তোমার পিতা মাতাকে আমার প্রনাম জানাস ও ছোটোদের আমার ভালোবাসা দিস। 

স্ট্যাম্প


নামঃ __________________________
পিতাঃ _________________________
গ্রাম+পঃ+থানাঃ ___________________
জেলাঃ __________________________
 
                                            ইতি......
তোর প্রিয় বন্ধু/বান্ধবী
_________________




CL VIII BENG ESSAY WRITING দৈনন্দিন জীবনে বিজ্ঞান



দৈনন্দিন জীবনে বিজ্ঞান

ভূমিকা:- বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষের জীবনধারাকে আমূল পাল্টে দিয়েছে। মানুষের ব্যবহারিক জীবনে এসেছে যুগান্তকারী পরিবর্তন। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য মানুষ আর মন্দিরে গিয়ে মাথা ঠোকে না বা অপদেবতার হাত থেকে মুক্তির জন্য ওঝার কাছে ছোটে না। অন্ধকার থেকে আলোয় ফিরিয়েছে বিজ্ঞান। বিজ্ঞানীদের অনলস সাধনায় আজ আমরা সভ্যতার শীর্ষে উন্নীত হতে পেরেছি।
  
দৈনন্দিন জীবনে বিজ্ঞান:- আধুনিক জীবনের চরম উৎকর্ষের এবং অফুরন্ত ঐশ্বর্যের মূলে রয়েছে বিজ্ঞান ।সকালের ঘুম ভাঙ্গে এলার্ম ঘড়ির শব্দে, বিছানা ছাড়ার পর যে টুথব্রাশ ও পেষ্ট নিই সেটাও বিজ্ঞানের অবদান । রান্নাঘরের গ্যাস ওভেন, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনের প্রতিটি সাজ সরঞ্জাম সবই বিজ্ঞানের অবদান এছাড়া বিনোদনের সামগ্রী রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, টেলিফোন  থেকে শুরু করে টেপরেকর্ডার, ক্যালকুলেটর, সবই বিজ্ঞান দিয়েছে। নানা রকমের আধুনিক যানবাহনের আবিষ্কারের ফলে আমাদের জীবন যাত্রায় এসেছে গতি। দ্রুতগামী বাস, মোটর, ট্রেন, এরোপ্লেন, সবই বিজ্ঞানের অবদান। আজকের কর্মব্যস্ত মানুষ বিজ্ঞান ছাড়া একপাও এগোতে পারে না।

প্রযুক্তিবিজ্ঞান ও মানব জীবনের অগ্রগতি:- প্রযুক্তিবিজ্ঞানের সাহায্যে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে। আজকের ভারত খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চিকিৎসায় এসেছে অভূতপূর্ব সাফল্য। দুরারোগ্য কঠিন ব্যাধির চিকিৎসা করে নিরাময় করা হচ্ছে নিত্য নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে। প্রযুক্তিবিজ্ঞানের আবিষ্কার আমাদের রোজকার জীবনযাত্রায় এনেছে অভূতপূর্ব সাফল্য। আধুনিক প্রযুক্তিতে তৈরী মোবাইলের সাহায্যে পথ চলতে চলতেও প্রয়োজনীয় অনেক কাজ করে ফেলা যাচ্ছে । প্রচন্ড গরমেও এসি ঘরে বসে অনেক কঠিন কাজ করে ফেলা সম্ভব হচ্ছে।  মোট কথা বিজ্ঞান আমাদের জীবনে যেমন আরাম এনে দিয়েছে তেমনি জীবনের চলার পথকেও অনেক সহজ ও গতিময় করেছে ।

বিজ্ঞানের অপকারিতা:- বর্তমান জগতের মানুষ বিজ্ঞান নির্ভর। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করতে করতে মানুষ নিজেও অনেক যান্ত্রিক হয়ে পড়েছে। নিজের স্বাভাবিকত্ব হারিয়ে ফেলেছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি মানুষের জীবনে যেমন আয়াস ও বিলাসিতা এনে দিয়েছে তেমনি অপর দিকে চাহিদাও বাড়িয়ে দিয়েছে। কিন্তু দরিদ্র মানুষের তো সব চাহিদা পূরণ হয় না। তাই অনেকেই অসুখী ও অসহিষ্ণু হয়ে উঠেছে।কৃত্রিম হয়ে পড়েছে মানুষের জীবন।

উপসংহার:-  বিজ্ঞান আমাদের পরম বন্ধুর মতো ।একে বাদ দিয়ে মানব সভ্যতা অচল।প্রযুক্তিবিজ্ঞানকে আরো বেশি করে কাজে লাগিয়ে তার সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।তবেই একটা দেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে। এই জ্ঞানই পারে সমস্ত কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে দূরে সরিয়ে দিতে।
__________________


CL VII ENG WRITING SKILL Autobiography of a River



Autobiography of a River
          I am a river. My name is Ganges. I was born from Gomukh. It is in the lap of the Himalayas. I was born thousands of years ago. I am very restless from my birth. By current is very strong in my upper course. Here I leap from one rock to another. I have been flowing through the hills, valleys and planes from the date of my birth.
          Naturally there are different speeds in the course of my journey. In the middle it becomes slower and in the plains it is very slow. Here I am very wide. Here I pass through the paddy fields, forests and thickly populated inhabitations. People of different creed and culture have built their cities and towns on the bank of me. Many towns of pilgrimage have also been built on my bank. I am an object of worship to the Hindus. They bath in my sacred water and use it in different occasions. Even the sanctity offer to the altars by sprinkling my water. I am myself a deity to thousands of people of the country.
         Boats, Steamers and Ships ply along on my surfaced. My water is used for drinking and other purpose. In spite of that they do not take care of me. They throw polluted articles. During the rainy seasons my surface rises and I overflew the banks causing flood. People suffer much. But I cannot actually be responsible for this. I am the perennial life line of India. I have sustained the Indian civilizations. Naturally precautions should be taken to purify my water. For this reason Ganga Action Plan was also initiated in 1984. But all the attempts were in vain.
________________________ 

CL VII ENG WRITING SKILL Autobiography of a Tree


Autobiography of a Tree
               I am an old Banyan tree. I was born long ago. I have a faint recollection of my infancy. I am not be sure of anything about my birth. It is said that a certain bird while eating a bunch of banyan cones, dropped some seeds on the ground where I stand now. I was born of one of those seeds. I remained cold and low throughout winter and one fine morning, in spring, I opened my eyes and smiled upon the sun. Gradually, I grew into a plant, a young plant to sustain life upon earth in a fully fledged manner and contributing whatever I can for the society and the environment.
                I have gathered varied experience in my long life. On a fine summer day, I felt a little puzzled when I saw myself being worshiped by some village women; but I do not know what holiness they found in me. I am now a stout and strong Banyan tree deeply rooted to the ground. I have also seen many happy sights like wedding processions, pilgrims going to distant places, processions of young people celebrating their victory in tournaments etc. On the last day of Bengali year, a village fair is held in the place around me and the people of the neighborhood come to join it.
                 Several generations of men of this place and its adjoining areas have come in direct contact with me. I have seen them come and go, but I am still living. Generations of monkeys, countless generations of birds have lived upon my branches. People, birds and other animals are still with me, fairs and meals are still held around me. I may have another hundred years’ life unless I am struck by a deadly thunder or uprooted by the violent storms or cut by man. But in any case I wish to die with mental satisfaction that during my long tenure of life .
________________________ 

CL VIII SCI বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি



বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

1.       অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়?
2.       হরমোন কাকে বলে?

২। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাওঃ

1.       বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
2.       মিশ্রগ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
3.       অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
4.       হরমোনের কাজ লেখ?
5.       মানব দেহের প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম লেখ।
6.       গ্রাহক কাকে বলে?
7.       টেস্টোস্টেরন হরমোনের কাজ লেখ।
8.       থাইরক্সিনের কাজ লেখ?
9.       থাইরয়েড গ্রন্থি কী? ইহা থেকে কোন হরমোন ক্ষরিত হয়।
10.    ইস্ট্রোজেনের কাজ লেখ।
11.    বয়ঃসন্ধি বলতে কী বোঝ? 
12.    অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন?

৩। নীচের প্রশ্নগুলির তিনটি  বাক্যে উত্তর দাওঃ

1.       মানবদেহে হরমোনের ভূমিকা লেখ।
2.       ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় কেন?
3.       অ্যাড্রিনালিন হরমোনের কম ক্ষরণের ফলে আমাদের কী কী অসুবিধা হতে পারে?
4.       শুক্রাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এর কাজ লেখ।
5.       ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এর কাজ লেখ।
6.       সোমাটোট্রফিক হরমোন কাকে বলে?এর কাজ লেখ।
7.       টি এস এইচ হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজ লেখ?
8.       ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজ লেখ?
9.       জীবনকুশলতা বলতে কী বোঝ?
10.    জীবনকুশলতা চর্চার বিভিন্ন দিক গুলি লেখ?
11.    অ্যাড্রিনালিন হরমোনের কাজ লেখ।

৪। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
1.       বয়ঃসন্ধিতে আচারনগত কী কী সমস্যা দেখা যায়?
______________
 
 


CL VIII SCI পদার্থের গঠন


পদার্থের গঠন

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

1)      অ্যাটমোস বলতে কী বোঝ?
2)      এমন একজন ভারতীয় দার্শনিকের নাম লেখ যিনি পরামানুর কথা বলেছিলেন?
3)      ডালটন কত সালে তার পরামানুবাদ প্রকাশ করেন?

২। নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর দাওঃ  

1)      অনু বলতে কী বোঝ?
2)      পরামানু বলতে কী বোঝ?
3)      পরামানু কী কী কনা দিয়ে গঠিত?
4)      কে ও কবে ইলেকট্রন আবিষ্কার করেন?
5)      কে ও কবে প্রোটন আবিষ্কার করেন?
6)      কে ও কবে নিউট্রন আবিষ্কার করেন?
7)      পরামানু ক্রমাঙ্ক বলতে কী বোঝ?
8)      ভরসংখ্যা বলতে কী বোঝ?

3। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 

1)      ডালটনের পরামানুবাদের স্বীকার্য গুলি লেখ?
2)      রাদারফোর্ডের পরামানুবাদের মডেলটি লেখ?

____________________
 

CL VIII SCI মানুষের খাদ্য ও খাদ্য উপাদান


মানুষের খাদ্য ও খাদ্য উপাদান

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

1.       দুটি তণ্ডুল জাতীয় ফসলের উদহারন দাও?
2.       দুটি তন্তু জাতীয় ফসলের উদহারন দাও?
3.       দুটি কন্দ জাতীয় ফসলের উদহারন দাও?
4.       দুটি বাগিচা জাতীয় ফসলের উদহারন দাও?
5.       তৈলবীজ পাওয়া যায় এমন দুটি ফসল?
6.       চিনি পাওয়া যায় এমন দুটি ফসল?
7.       ঔষধ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?
8.       মশলা পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?
9.       দুটি আলংকারিক উদ্ভিদের নাম লেখ?
10.   উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে?
11.   কয়েকটি আগাছার নাম লেখ?
12.   স্টেম বোরার কী?
13.   উইল্ট কী?
14.   BHC এর পুরো নাম কী?
15.   DDT এর পুরো নাম কী?

নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর দাওঃ 
  
1.       কৃষিবিজ্ঞান কাকে বলে?
2.       কৃষিবিজ্ঞানের পরিধি লেখ?
3.       শস্য বা ফসল কাকে বলে?
4.       উদ্যানবিজ্ঞান বলতে কী বোঝ?
5.       ঋতুর উপর নির্ভর করে ফসল কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
6.       খারিফ ফসল কাকে বলে? উদহারন দাও।
7.       রবি ফসল কাকে বলে? উদহারন দাও।
8.       কৃষিকাজ বলতে কী বোঝ?
9.       কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন?
10.   পাওয়ার টিলার কী? এটি কী কাজে ব্যবহৃত হয়?
11.   লেভেলার কী? এর কাজ লেখ?
12.   কোন যন্ত্রের সাহায্যে বীজ বপন করা হয়? এর সুবিধা লেখ?
13.   উদ্ভিদের পুষ্টি উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
14.   সার বলতে কী বোঝ? ইহা কয় প্রকার ও কী কী?
15.   ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে কী বোঝ? উদহারন দাও।
16.   মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে কী বোঝ? উদহারন দাও।
17.   এন.পি.কে এর পুরো নাম লিখ?
18.   জৈবসার কাকে বলে? উদহারন দাও।
19.   অজৈবসার কাকে বলে? উদহারন দাও।
20.   শস্যাবর্তন বলতে কী বোঝ?
21.   জলসেচ কাকে বলে?
22.   জলসেচের দুটি চিরাচরিত পদ্ধিতির নাম লেখ?
23.   জলসেচের দুটি আধুনিক পদ্ধিতির নাম লেখ?
24.   দুটি আগছানাসকের নাম লেখ?
25.   আগাছা কাকে বলে?
26.   ড্রীপ পদ্ধতি কী?
27.   ফোয়ারা পদ্ধতি কী?

নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর দাওঃ   

1.       জৈবসার কেন অজৈব সারের থেকে ভালো?
2.       কৃষিকাজের ধাপগুলি লেখ?
3.       জৈবসার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখ?
4.       জলসেচের রাহাত পদ্ধতি সম্পর্কে যা যান লেখ?

নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 
  
1.       কীট দমনের জন্য রাসায়নিক পদ্ধতি ব্যবহারের অসুবিধা লেখ?

______________________ 

CL VIII HIS ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র


     ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র

১।নীচের প্রশ্নগুলির  একটি বাক্যে উত্তর দাওঃ                                                  1

1.    মহল শব্দের অর্থ কী?
2.    কত খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়?

২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ                                              2

1.    কে ও কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
2.    সূর্যাস্ত আইন কী?
3.    চিরস্থায়ী বন্দোবস্তের দুজন উৎসাহী ব্যাক্তীর নাম লেখ?
4.    সম্পদের বহির্গমন বলতে কী বোঝ?
5.    কে ও কবে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন?

৩।নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর দাওঃ                                          3

1.    অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝ?
2.    কৃষির বানিজ্যকিকরনের বলতে কী বোঝ?
3.    মহলওয়ারি  ব্যবস্থা বলতে কী বোঝ?
4.    অবসিল্পায়ন বলতে কী বোঝ? এর কারন গুলি লেখ?
5.    দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝ?

৪।টীকা লেখঃ                                                                                         3

চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ব্যবস্থা, মহাজনি ব্যবস্থা  

৫।নীচের প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাওঃ                                           5

1.    বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখ?
2.    ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব লেখ? 
3.    কৃষির বানিজ্যকিকরনের ফলে ভারতীয় সমাজে কী রুপ প্রভাব দেখা গিয়েছিল?
4.    ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা লেখ?  

------------------------------------

CL VIII HIS জাতীয়তাবাদের প্রথম বিকাশ



জাতীয়তাবাদের প্রথম বিকাশ
 
১। নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর দাওঃ                                              1

1.       জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
2.       জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ব্রিটিশ আমলার মুখ্য ভূমিকা ছিল?
3.       প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি?
4.       জমিদারী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
5.       থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
6.       ভারত সভা কে ও কবে প্রতিষ্ঠা করেন?
7.       ভারতসভার প্রথম জাতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেন?
8.     A Nation in Making’- গ্রন্থটি কার লেখা?
9.     একজন নরম্পন্থী নেতার নাম লেখ?
10.  একজন চরম্পন্থী নেতার নাম লেখ?
11.  বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র কী ছিল?
12.    বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণার সময় বড়লাট কে ছিলন?
13.    বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়?
14.   বঙ্গভঙ্গ কবে রদ হয়?
15.  কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত?

২। নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ                                             2

1.       কবে ও কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল?
2.       সভা ও সমিতির যুগ বলতে কী বোঝ?
3.       কে ও কবে হিন্দু মেলার প্রবর্তন করেন?
4.       কে ও কবে স্বত্ব আইন জারি করেন?
5.       হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝ?
6.       কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি পার্থক্য লেখ? 
7.       বিশ শতকের প্রথমদিকে বাংলায় বিভিন্ন গুপ্তসমিতি গড়ে উঠেছিল কেন?
8.       ১৯০৭ সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ কর?
9.       প্রথম জাতীয় সম্মেলন কবে ও কোথায় আয়োজিত হয় 
10.   লাল-বাল-পাল নামে কারা পরিচিত ছিল?
11.   কে ও কবে প্রতাপাদিত্য উতসবের প্রচলন করেন?
12.   কে ও কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
13.    কবে ও কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়?
14.    ক্ষুদিরাম বসু কী ভাবে মারা যান?

৩। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি  বাক্যে উত্তর দাওঃ                                         3

1.       ইলবার্ট বিল বিতর্ক কী?
2.       কে ও কবে মুদ্রণ আইন জারি করেন? এর প্রভাব লেখ?
3.       অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল?
4.       জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ কর ।
5.       জাতীয় কংগ্রেসে চরমপন্থী ভাবধারা গড়ে ওঠার পেছনে কারন কী ছিল?
6.       বঙ্গভঙ্গের আন্দোলনের কারন কী ছিল?
 
৪। টীকা লেখঃ                                                                                        3

জাতীয় শিক্ষা, মর্লে-মিন্টো সংস্কার আইন, স্বদেশি ও বয়কট, 
 
নীচের প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাওঃ                                        5

1)      জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার দুই দশকে নরম্পন্থীদের  লক্ষ্য ও কর্মসূচি লেখ?
2)      বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি সৃষ্টির কারণগুলি লেখ?
 
 -------------------------------------