Friday, February 15, 2019

CL VIII GEO ওশিয়ানিয়া

Geography Chapter-wise Questions Sets

ওশিয়ানিয়া

১।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ                                                                         1
  1. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
  2. ওশিয়ানিয়া মহাদেশটি কতগুলি দ্বীপ নিয়ে গঠিত?
  3. ওশিয়ানিয়া মহাদেশটির জনসংখ্যা কত?
  4. ওশিয়ানিয়া মহাদেশটিতে বসবাস করে এমন দুটি প্রানীর নাম লেখ?
  5. ওশিয়ানিয়া মহাদেশটিতে দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখ?
  6. ওশিয়ানিয়া মহাদেশটিতে কখন শীতকাল ও গ্রীষ্মকাল?
  7. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
  8. ওশিয়ানিয়া মহাদেশটির আয়তন কত?
  9. ওশিয়ানিয়া মহাদেশটির সর্বচ্চো শৃঙ্গের নাম লেখ?
  10. ওশিয়ানিয়া মহাদেশটির প্রধান প্রধান দুটি শহরের নাম লেখ?
  11. প্লায়া কী?
  12. অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের দুটি মরুভূমির নাম লেখ?
  13. নিউজিল্যান্ডের দুটি আগ্নেয়গিরির নাম লেখ?
  14. নিউজিল্যান্ডের সর্বচ্চ শৃঙ্গের নাম লেখ?
  15. নিউজিল্যান্ডের দুটি নদনদীর নাম লেখ?
  16. নিউজিল্যান্ডের দুটি সমভূমির নাম লেখ?
  17. নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম লেখ?
  18. নিউজিল্যান্ডের দুটি আগ্নেয়গিরির নাম লেখ?
  19. উচ্চতার বিচারে পৃথিবীর সর্বচ্চো স্থান কোনটি?
  20. নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী কোনটি?
  21. অস্ট্রেলিয়ার দুটি লবনাক্ত জলের হ্রদের নাম লেখ?
  22. নিউজিল্যান্ডের দীর্ঘতম হ্রদের নাম কী?
  23. ডাউনস বলতে কী বোঝ?
  24. গোমাংস ও পশম উৎপাদনে অস্ট্রেলিয়ার স্থান কত?
  25. জ্যাকস কাকে বলে?
  26. মারেডার্লিং আব্বাহিকার কোন শহরকে রুপর শহর বলা হয়?

২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ                                              2
  1. ওশিয়ানিয়া মহাদেশটির আঞ্চলিক বিভাগ কয়টি ও কী কী?
  2. আয়ার রক কী?
  3. আর্টেজীয় কূপ কাকে বলে?
  4. ভারতের কোথায় কোথায় প্রবাল দ্বীপ আছে?
  5. কী কী দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড দ্বীপটি গড়ে উঠেছে?
  6. অস্ট্রেলিয়ার মহাদেশকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে ও কী কী?
  7. পার্কল্যান্ড সাভানা বলতে কী বোঝ?
  8. মারেডার্লিং আব্বাহিকা  বলতে কী বোঝ?
  9. মারেডার্লিং আব্বাহিকার দুটি শিল্পের নাম লেখ?
  10. মারেডার্লিং আব্বাহিকার দুটি উল্লেখযোগ্য শহরের নাম লেখ?
  11. মারেডার্লিং আব্বাহিকার দুটি খনিজ সম্পদের নাম লেখ?
  12. মারেডার্লিং আব্বাহিকার কোথায় পশুপালন করা হয়?
  13. মারেডার্লিং আব্বাহিকার দুটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখ?

৩।নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ                                           3
  1. ওশিয়ানিয়া মহাদেশটির আঞ্চলিক বিভাগ সম্পর্কে লেখ?
  2. ওশিয়ানিয়া মহাদেশটির চতুর্সীমার বিবরণ দাও।
  3. মারেডার্লিং আব্বাহিকার ভূপ্রকৃতি সম্পর্কে লেখ?
  4. মারেডার্লিং আব্বাহিকার সীমা ও আয়তন লেখ?
  5. মারেডার্লিং আব্বাহিকার নদ নদী সম্পর্কে লেখ?

নীচের প্রশ্নগুলির সাত আটটি  বাক্যে উত্তর দাওঃ                                          5
  1. ভুপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে অস্ট্রেলিয়াকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?যে কেন একটি ভাগের বিবরণ দাও।
  2. অস্ট্রেলিয়ার নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
  3. অস্ট্রেলিয়ার মহাদেশের জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও?
  4. অস্ট্রেলিয়ার মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  5. মারেডার্লিং আব্বাহিকার কৃষি ও পশুপালনে উন্নতির কারণ লেখ?
  6. মারেডার্লিং আব্বাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে সংক্ষেপে লেখ?
______________________ 

No comments:

Post a Comment