বহিঃক্ষরা ও
অন্তঃক্ষরা গ্রন্থি
১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ
1. অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়?
2. হরমোন কাকে বলে?
২। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর
দাওঃ
1. বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
2. মিশ্রগ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
3. অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? উদহারন দাও।
4. হরমোনের কাজ লেখ?
5. মানব দেহের প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম লেখ।
6. গ্রাহক কাকে বলে?
7. টেস্টোস্টেরন হরমোনের কাজ লেখ।
8. থাইরক্সিনের কাজ লেখ?
9. থাইরয়েড গ্রন্থি কী? ইহা থেকে কোন হরমোন ক্ষরিত হয়।
10. ইস্ট্রোজেনের কাজ লেখ।
11. বয়ঃসন্ধি বলতে কী বোঝ?
12. অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন?
৩। নীচের প্রশ্নগুলির তিনটি বাক্যে উত্তর দাওঃ
1. মানবদেহে হরমোনের ভূমিকা লেখ।
2. ইনসুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় কেন?
3. অ্যাড্রিনালিন হরমোনের কম ক্ষরণের ফলে আমাদের কী কী অসুবিধা
হতে পারে?
4. শুক্রাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এর কাজ লেখ।
5. ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? এর কাজ লেখ।
6. সোমাটোট্রফিক হরমোন কাকে বলে?এর কাজ লেখ।
7. টি এস এইচ হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজ লেখ?
8. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এর কাজ লেখ?
9. জীবনকুশলতা বলতে কী বোঝ?
10. জীবনকুশলতা চর্চার বিভিন্ন দিক গুলি লেখ?
11. অ্যাড্রিনালিন হরমোনের কাজ লেখ।
৪। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর
দাওঃ
1. বয়ঃসন্ধিতে আচারনগত কী কী সমস্যা দেখা যায়?
______________
No comments:
Post a Comment