[HISTORY CHAPTER-WISE QUESTION SETS]
ঔপনিবেশিক
অর্থনীতির চরিত্র
১।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ
1. মহল শব্দের অর্থ কী?
2. কত খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়?
২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ
1. কে ও কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
2. সূর্যাস্ত আইন কী?
3. চিরস্থায়ী বন্দোবস্তের দুজন উৎসাহী ব্যাক্তীর নাম লেখ?
4. সম্পদের বহির্গমন বলতে কী বোঝ?
5. কে ও কবে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন?
৩।নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর
দাওঃ
1. অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝ?
2. কৃষির বানিজ্যকিকরনের বলতে কী বোঝ?
3. মহলওয়ারি ব্যবস্থা
বলতে কী বোঝ?
4. অবসিল্পায়ন বলতে কী বোঝ? এর কারন গুলি লেখ?
5. দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝ?
৪।টীকা লেখঃ
চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ব্যবস্থা, মহাজনি ব্যবস্থা
৫।নীচের প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর
দাওঃ
1. বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখ?
2. ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব লেখ?
3. কৃষির বানিজ্যকিকরনের ফলে ভারতীয় সমাজে কী রুপ প্রভাব দেখা
গিয়েছিল?
4. ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও
টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা লেখ?
জাতীয়তাবাদের
প্রথম বিকাশ
১। নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর
দাওঃ
1. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
2. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন ব্রিটিশ আমলার
মুখ্য ভূমিকা ছিল?
3. প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি?
4. জমিদারী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
5. থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
6. ভারত সভা কে ও কবে প্রতিষ্ঠা করেন?
7. ভারতসভার প্রথম জাতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেন?
8. ‘A Nation in Making’- গ্রন্থটি কার লেখা?
9. একজন নরম্পন্থী
নেতার নাম লেখ?
10.
একজন
চরম্পন্থী নেতার নাম লেখ?
11.
বাংলায়
বিপ্লবী আন্দোলনের মুখপাত্র কী ছিল?
12.
বাংলায়
বঙ্গভঙ্গ ঘোষণার সময় বড়লাট কে ছিলন?
13.
বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়?
14.
বঙ্গভঙ্গ কবে রদ হয়?
15.
কোন
বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত?
২। নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর
দাওঃ
1. কবে ও কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল?
2. সভা ও সমিতির যুগ বলতে কী বোঝ?
3. কে ও কবে হিন্দু মেলার প্রবর্তন করেন?
4. কে ও কবে স্বত্ব আইন জারি করেন?
5. হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝ?
6. কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি পার্থক্য
লেখ?
7. বিশ শতকের প্রথমদিকে বাংলায় বিভিন্ন গুপ্তসমিতি গড়ে উঠেছিল
কেন?
8. ১৯০৭ সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ কর?
9. প্রথম জাতীয় সম্মেলন কবে ও কোথায় আয়োজিত হয়
10. লাল-বাল-পাল নামে কারা পরিচিত ছিল?
11. কে ও কবে প্রতাপাদিত্য উতসবের প্রচলন করেন?
12. কে ও কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
13. কবে ও কার নেতৃত্বে
ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়?
14. ক্ষুদিরাম বসু কী
ভাবে মারা যান?
৩। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
1. ইলবার্ট বিল বিতর্ক কী?
2. কে ও কবে মুদ্রণ আইন জারি করেন? এর প্রভাব লেখ?
3. অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল?
4. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার
সমালোচনামূলক বিশ্লেষণ কর ।
5. জাতীয় কংগ্রেসে চরমপন্থী ভাবধারা গড়ে ওঠার পেছনে কারন কী
ছিল?
6. বঙ্গভঙ্গের আন্দোলনের কারন কী ছিল?
৪। টীকা লেখঃ
জাতীয় শিক্ষা, মর্লে-মিন্টো সংস্কার আইন,
স্বদেশি ও বয়কট,
৫। নীচের
প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাওঃ
1) জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার দুই দশকে নরম্পন্থীদের লক্ষ্য ও কর্মসূচি লেখ?
2) বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি সৃষ্টির কারণগুলি
লেখ?
No comments:
Post a Comment