Saturday, February 16, 2019

CL VIII SCI মানুষের খাদ্য ও খাদ্য উপাদান


মানুষের খাদ্য ও খাদ্য উপাদান

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

1.       দুটি তণ্ডুল জাতীয় ফসলের উদহারন দাও?
2.       দুটি তন্তু জাতীয় ফসলের উদহারন দাও?
3.       দুটি কন্দ জাতীয় ফসলের উদহারন দাও?
4.       দুটি বাগিচা জাতীয় ফসলের উদহারন দাও?
5.       তৈলবীজ পাওয়া যায় এমন দুটি ফসল?
6.       চিনি পাওয়া যায় এমন দুটি ফসল?
7.       ঔষধ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?
8.       মশলা পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ?
9.       দুটি আলংকারিক উদ্ভিদের নাম লেখ?
10.   উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে?
11.   কয়েকটি আগাছার নাম লেখ?
12.   স্টেম বোরার কী?
13.   উইল্ট কী?
14.   BHC এর পুরো নাম কী?
15.   DDT এর পুরো নাম কী?

নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর দাওঃ 
  
1.       কৃষিবিজ্ঞান কাকে বলে?
2.       কৃষিবিজ্ঞানের পরিধি লেখ?
3.       শস্য বা ফসল কাকে বলে?
4.       উদ্যানবিজ্ঞান বলতে কী বোঝ?
5.       ঋতুর উপর নির্ভর করে ফসল কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
6.       খারিফ ফসল কাকে বলে? উদহারন দাও।
7.       রবি ফসল কাকে বলে? উদহারন দাও।
8.       কৃষিকাজ বলতে কী বোঝ?
9.       কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন?
10.   পাওয়ার টিলার কী? এটি কী কাজে ব্যবহৃত হয়?
11.   লেভেলার কী? এর কাজ লেখ?
12.   কোন যন্ত্রের সাহায্যে বীজ বপন করা হয়? এর সুবিধা লেখ?
13.   উদ্ভিদের পুষ্টি উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
14.   সার বলতে কী বোঝ? ইহা কয় প্রকার ও কী কী?
15.   ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে কী বোঝ? উদহারন দাও।
16.   মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে কী বোঝ? উদহারন দাও।
17.   এন.পি.কে এর পুরো নাম লিখ?
18.   জৈবসার কাকে বলে? উদহারন দাও।
19.   অজৈবসার কাকে বলে? উদহারন দাও।
20.   শস্যাবর্তন বলতে কী বোঝ?
21.   জলসেচ কাকে বলে?
22.   জলসেচের দুটি চিরাচরিত পদ্ধিতির নাম লেখ?
23.   জলসেচের দুটি আধুনিক পদ্ধিতির নাম লেখ?
24.   দুটি আগছানাসকের নাম লেখ?
25.   আগাছা কাকে বলে?
26.   ড্রীপ পদ্ধতি কী?
27.   ফোয়ারা পদ্ধতি কী?

নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর দাওঃ   

1.       জৈবসার কেন অজৈব সারের থেকে ভালো?
2.       কৃষিকাজের ধাপগুলি লেখ?
3.       জৈবসার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখ?
4.       জলসেচের রাহাত পদ্ধতি সম্পর্কে যা যান লেখ?

নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 
  
1.       কীট দমনের জন্য রাসায়নিক পদ্ধতি ব্যবহারের অসুবিধা লেখ?

______________________ 

No comments:

Post a Comment