Saturday, February 16, 2019

CL VIII SCI পদার্থের গঠন


পদার্থের গঠন

১। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ

1)      অ্যাটমোস বলতে কী বোঝ?
2)      এমন একজন ভারতীয় দার্শনিকের নাম লেখ যিনি পরামানুর কথা বলেছিলেন?
3)      ডালটন কত সালে তার পরামানুবাদ প্রকাশ করেন?

২। নীচের প্রশ্নগুলির এক দুটি বাক্যে উত্তর দাওঃ  

1)      অনু বলতে কী বোঝ?
2)      পরামানু বলতে কী বোঝ?
3)      পরামানু কী কী কনা দিয়ে গঠিত?
4)      কে ও কবে ইলেকট্রন আবিষ্কার করেন?
5)      কে ও কবে প্রোটন আবিষ্কার করেন?
6)      কে ও কবে নিউট্রন আবিষ্কার করেন?
7)      পরামানু ক্রমাঙ্ক বলতে কী বোঝ?
8)      ভরসংখ্যা বলতে কী বোঝ?

3। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 

1)      ডালটনের পরামানুবাদের স্বীকার্য গুলি লেখ?
2)      রাদারফোর্ডের পরামানুবাদের মডেলটি লেখ?

____________________
 

No comments:

Post a Comment