Saturday, February 16, 2019

CL VIII GEO দক্ষিণ আমেরিকা




Geography Chapter-wise Questions Sets

দক্ষিণ আমেরিকা

১।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ                                                    1
  1. আয়তনের বিচারে দক্ষিণ আমেরিকা মহাদেশের পৃথিবীতে স্থান কত?
  2. দক্ষিণ আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন?
  3. দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন কত?
  4. কোন খালটি দক্ষিণ আমেরিকা মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে?
  5. দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদী কোনটি?
  6. দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি?
  7. দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি বিখ্যাত শহর কোনটি?
  8. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?
  9. আন্দিজ পর্বতের সর্বচ্চ শৃঙ্গের নাম লেখ?
  10. পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি?
  11. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখ?
  12. পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরা প্রবন অঞ্চল কোনটি?
  13. ল্যানস সমভূমি বলতে কী বোঝ?
  14. পম্পাস সমভূমি বলতে কী বোঝ?
  15. সেলভা সমভূমি বলতে কী বোঝ?
  16. গ্রানচাকো সমভূমি বলতে কী বোঝ?
  17. করডোভা কোন শিল্পের জন্য বিখ্যাত?
  18. এস্টেন্সিয়া বলতে কী বোঝ?
  19. মাংস রপ্তানীতে পৃথিবীতে কোন স্থানটি প্রথম স্থান অধিকার করে আছে?
  20. কোন অঞ্চলটিকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়?

২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ                                              2

  1. পম্পাস তৃণভূমি বলতে কী বোঝ?
  2. ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলতে কী বোঝ?
  3. রিও ডি লা প্লাটা বলতে কী বোঝ?
  4. সেলভা অরন্য বলতে কী বোঝ? 
  5. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কন্তি?এটি কোন উচ্চভুমিতে সৃষ্টি হয়েছে?
  6. লাতিন আমেরিকা বলতে কী বোঝ?

৩।নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ                                           3

  1. আমাজন নদীর অববাহিকায় কোন বদ্বীপের সৃষ্টি হয় নি কেন?
  2. আমাজনকে পৃথিবীর দীর্ঘতম নদী বলা হয় কেন?
  3. পম্পাস তৃণভূমির কৃষিকাজ সম্পর্কে লেখ?
  4. পম্পাস তৃণভূমির অবস্থান ও সীমার বিবরণ দাও।
  5. পম্পাস তৃণভূমির জলবায়ু সম্পর্কে লেখ?
  6. দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীর বৈশিষ্ট্যগুলি লেখ?

৪।টীকা লেখঃ                                                                                        3
সেলভা অরণ্য, 

৫।নীচের প্রশ্নগুলির সাত আটটি  বাক্যে উত্তর দাওঃ                                        5
  1. ভু প্রাকৃতিক গঠনের বৈচিত্র্য আনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়?যে কেন একটি ভাগের বিবরণ দাও।
  2. দক্ষিণ আমেরিকা মহাদেশের নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
  3. দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্রের কারণগুলি লেখ?
  4. দক্ষিণ আমারিকা মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখ?
  5. দক্ষিণ আমারিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখ? 

No comments:

Post a Comment