ইতিহাস
নগর, বনিক ও বানিজ্য
I. শহর শব্দটি কোথা থেকে এসেছে?
II. দিল্লির আদিনাম কী ছিল?
III. কোন ঐতিহাসিকের রচনায় দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বিবরণ পাওয়া যায়?
IV. সুফি সাধকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কী ছিলেন?
V. “হনুজ দিল্লি দূর অস্ত” -- এটি কার উক্তি?
VI. কুতুবুদ্দিন আইবকের আমলে কোন শহরটিকে ঘিরে দিল্লী গড়ে উঠেছিল?
VII. কে ও কোথায় কিলেোঘড়ি প্রাসাদ তৈরি করেন?
VIII. কার আমলে শহর-ই-নও তৈরি হয়?
IX. কুতুব দিল্লী বা পুরনো দিল্লী বলতে কী বোঝ?
X. আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির কয়টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে?
XI. মুসলমান সভ্যতার একটি বড়ো কেন্দ্র কী ছিল?
XII. কোন শহরটি সুফি সাধকদের পীঠস্থান হিসাবে গড়ে ওঠে?
XIII. আকবর কোথায় ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করে?
XIV. কোন যুগে প্রথমে ভারতে কাগজ তৈরি হয়?
XV. সুলতানি আমলে প্রধান মুদ্রা কী ছিল?
XVI. আসরফি বা মোহর কী?
XVII. বিজয়নগরের মুদ্রার নাম কী ছিল?
XVIII. ভাস্কডাগামার পর কোন পর্তুগীজ নাবিক ভারতে আসেন?
XIX. কত সালে ব্রিটিশ ইস্ট ইন্দিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
XX. বাংলার কোথায় পর্তুগীজরা তাদের ঘাটি তৈরি করেছিল?
XXI. ভারতে দুটি ফরাসী উপনিবেশের নাম লেখ?
XXII. জাহাঙ্গীর-এর দরবারে কাকে ইংল্যান্ডের রাজা জেমস দূত হিসাবে পাঠান?
২।নীচের প্রশ্নগুলির দু তিনটি উত্তর দাওঃ
I. দিল্লির প্রতি রাজারাজ ও বণিকদের আকৃষ্ট হওয়ার কারণ কী?
II. কে ও কবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করে?
III. মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের পর্যায় দুটি লেখ?
IV. কোটলা শব্দের অর্থ কী?কোন নদীর পাড় বরাবর এই শহর গড়ে উঠেছিল?
V. দিল্লির নাম হজরত-ই-দিল্লি হয়েছিল কেন?
VI. মুঘলরা কোন কোন দুর্গ দখল করে নিয়েছিল?
VII. দিল্লী শহরের দুটি মূল স্থাপত্য কীর্তির নাম লেখ?
VIII. হাভেলি ও কোঠি কী?
IX. দেশের ভিতরে কীভাবে বাণিজ্য চলত?
X. তঙ্কা ও জিতল কী?
XI. কোথা থেকে ভারতে ঘোড়া আমদানী করা হত?
XII. মুঘল আমলের একটি বিখ্যাত বন্দরের নাম লেখ?
XIII. স্থলপথে বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল?
XIV. ব্রকেদ ও রেশম কোথা থেকে আমদানী করা হত?
XV. সরাফ কাদের বলা হত?
XVI. হুন্ডি বলতে কী বোঝ?
XVII. বণিক সম্রাট কাকে বলে?
XVIII. কবে ও কোথায় ভাস্কদাগামা ভারতে এসে পৌঁছান?
XIX. ভারত থেকে বিদেশে রপ্তানী করা হত এমন দুটি দ্রব্যের নাম লেখ?
XX. কারা ওলন্দাজ নামে পরিচিত?
XXI. ইউরোপীয়দের প্রধান ঘাঁটি ছিল কোনটি?
৩।নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
I. মধ্যযুগে ভারতে কী কী ভাবে শহর গড়ে উঠেছিল?
II. কেন ও কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলা হয়েছিল?
III. ইউরোপীয় কোম্পানির কুঠি গুলি কেমন ছিল?
IV. মুঘল শাসকরা কীভাবে ব্যবসা বানিজ্যে উৎসাহ দিতেন?
V. কেন সুলতানদের সময়কার দিল্লীর আস্তে আস্তে ক্ষয় হয়েছিল?
VI. ভারতের সামুদ্রিক বাণিজ্যের বিবরণ দাও?
৪। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
I. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লী কেন একটি গুরুত্ত্বপূর্ণ শহর হিসাবে গড়ে উঠেছিল?
II. শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল?
III. দিল্লী সুলতানদের আমলে ব্যবসা ও বাণিজ্যের বিস্তারের কারণগুলি লেখ?
IV. মধ্যযুগে ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরণগুলি কেমন ছিল?
জিতল ও তঙ্কা কি
ReplyDelete