বিজ্ঞান ও পরিবেশ
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ ১
ক) আমরা সোনার গহনার কাজের জন্য সমাজের কোন পেশার লোকের উপর নির্ভরশীল ----(ক) রাজমিস্ত্রি (খ) কামার (গ) কুমোর (ঘ) স্যাকরা ।
খ) আমরা রুটি তৈরির জন্য আটা ব্যবহার করি । এই আটা যার কাছ থেকে পাওয়া যায় সেটি হল --- (ক)চাল
(খ) ডাল (গ) গম (ঘ) সরিষা ।
গ) সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ----- (ক) মরফিন (খ) কুইনাইন (গ) আফিম ।
ঘ) কাঠের জিনিস পালিশ করতে লাগে ----- (ক) গঁদ (খ) রজন (গ) রবার ।
ঙ) স্ট্রেপটোমাইসিন হল একধরনের ----- (ক) ব্যকটেরিয়া (খ) ভাইরাস (গ) শৈবাল ।
চ) সজনের ভোজ্য অংশ হল ------ (ক) কাণ্ড (খ) ফল (গ) মূল ।
ছ) মানুষের মাথায় বসবাসকারী একটি পরজীবী হল ------ (ক) উকুন (খ) ফিতাকৃমি (গ) এঁটুলি ।
ঝ) সাগরকুসুম ও ক্লাউন মাছের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হয় ? ----- (ক) পরজীবী (খ) মৃতজীবী
(গ) মিথোজীবী (ঘ) পরাশ্রয়ী ।
ঞ) নীচের কোন গাছটি থেকে বাণিজ্যিক রবার তৈরি হয় ? -------- (ক) মাঙ্গিফেরা ইন্ডিকা (খ) ওরাইজা সট্যাইভা (গ) পিসাম স্যাটিভাম (ঘ) হিভিয়া ব্রাসিলিএন্সিস ।
ট) যথার্থ শিক্ষাদানের মাধ্যমে মানসিক বিকাশ যারা সাহায্য করেন তাদের বলে ------ (ক) কামার (খ) কৃষক (গ) ডাক্তার (ঘ) শিক্ষক ।
ঠ) যে প্রাণীটির দেহে উল পাওয়া যায় সেটি হল ------ (ক) গরু (খ) ভেড়া (গ) ছাগল (ঘ) হাতি ।
ড) দই তৈরিতে যে জীবাণুটি দরকার সেটি হল ------- (ক) ইস্ট (খ) পেনিসিলিয়াম (গ) লাক্টব্যাসিলাস ।
ড) এদের মধ্যে মাংসাশী প্রাণীটি হল ------- (ক) হরিণ (খ) বনবিড়াল (গ) কাঠবেড়ালী ।
ঢ) সরাসরি উদ্ভিদ কে খাদ্য হিসাবে গ্রহণ করে ------ (ক) টিকটিকি (খ) গোরু (গ) ব্যাং ।
ণ) কাপড় তৈরি হয় --- (ক) সুত দিয়ে (খ) তন্তু দিয়ে ।
ত) লাক্টব্যসিলাস হল ------ (ক) অনুজীবী (খ) ভাইরাস (গ) ব্যকটেরিয়া ।
থ) সিল্ক পাওয়া যায় ------ (ক) প্রজাপতি (খ) রেশম মথ (গ) মাছি থেকে ।
দ) আমরা চালতার যে অংসটি খাই টা হল --- (ক) বৃতি (খ) মূল (গ) পাপড়ি ।
ধ) গাছ খাবার তৈরির সময় ----(ক) অক্সিজেন (খ) কার্বন ডাই অক্সাইড (গ) নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে ।
২। শূন্যস্থান পূরণ করঃ ১
ক) যকৃতের তেলে থাকে _____________________ ।
খ) উকুন হল ______________ প্রাণী ।
গ) সুতোর চেয়ে শুরু অংশ হল ____________।
ঘ) ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয় ____________ থেকে ।
ঙ)পাউরুটী তৈরিতে ___________ নামক ছত্রাক লাগে ।
চ) ব্যক্টেরিয়া নাশক ঔষধ হল _______________ ।
ছ) দইয়ে _____________ অ্যাসিড থাকে ।
জ) একটি এককোষী ছত্রাক হল __________ ।
ঝ) একটি আণ্টীবায়োটীক হল _______________ ।
ঞ) ভিটামিন ডি পাওয়া যায় __________________।
ট) বাতাসের নাইট্রোজেনকে মাটীতে আবদ্ধ করার জন্য চাষের জমিতে ______________ এর চাষ করা হয় ।
ঠ) ফলের ঊজ্জল রঙ মিশটি শাঁস উদ্ভিদের ______________ সাহায্য করে ।
ড) দুধ থেকে দই তৈরিতে সাহায্যকারী ব্যক্টেরিয়াটি হল _______________ ।
ধ) গাজর উদ্ভিদের ____________ অংশটি আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি ।
ন) কুনাইন পাওয়া যায় ___________ গাছের ছাল থেকে ।
ত) প্রকৃতিতে একধরনের সম্পর্ক দেখা যায় , যেখানে দুই বা টার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে , সেটাই হল __________________ ।
থ) _____________ প্রাকৃতিক কর্ষক বলা হয় ।
৩। এককথায় উত্তর দাওঃ ১
ক) ধান গাছের ক্ষতি করে এমন একটি পতঙ্গের নাম লিখ ?
খ) মিথোজীবিতা কাকে বলে ?
গ) দুটি ভিটামিনের নাম বল ?
ঘ) খাদক কাকে বলে ?
ঙ) হানিডীঊ কী ?
চ) পরাগ মিলন কাকে বলে ?
ছ) ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায় ? এর কাজ লেখ ।
জ) ওষুধ তৈরিতে একটি ব্যক্টেরিয়ার নাম হল ?
ঝ) বাদুড় কীভাবে ফল ও বীজের বংশ্য বিস্তারে সাহায্য করে ?
ঞ) সন্ন্যাসী কাঁকড়া ও কোন প্রাণীর মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায় ?
ট) পেন্সিলর দাগ মোছার জন্য রবার পায় কোন উদ্ভিদ থেকে ?
ড) রজন কোন কাজে লাগে ?
ঢ) অ্যাজলা আসলে কী ?
ণ) যে সব অঞ্চলে ভূমিকম্প বেশি হয় সেখানে কী দিয়ে বাড়ি তৈরি হয় ?
ত) যক্ষ্মার জীবাণু কোথায় বাসা করে ?
থ) একটি পরজীবী প্রাণীর নাম লেখ ?
ধ) আমাদের দাঁত ও হাড় মজবুত রাখে কোন ভিটামিন ?
ন) মৌমাছি ও প্রজাপতি এদের গায়ে কি লেগে থাকে ?
ক) অ্যাজলা গুরুত্ব লেখ ?
খ) আমরা বাড়ি ঘর তৈরির জন্য কীভাবে গাছের উপর নির্ভরশীল ?
গ) পরজিবিতা কাকে বলে ? একটি পরজীবী প্রাণী ও একটি উদ্ভিদের নাম লেখ ?
ঘ) পরাগ মিলনে সাহায্যকারী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখ ?
ঙ) প্রাকৃতিক তন্তু কাকে বলে ? একটি উদাহরণ দাও ।
চ) ক্লাউন মাছ ও সাগর কুসুমএর মধ্যে সম্পর্কটিকে কী বলে ?
ছ) লাল পিঁপড়ে ও বাবুই কীভাবে বাসা তৈরি করে ?
জ) উকুন ও ফিতাকৃমি এদের বাসস্থান ও একটি অপকার লেখ ?
ঝ) লাল পিঁপড়ে ও বাবুই কীভাবে বাসা বনে ?
ঞ) তিনটি ঔষধি গাছের নাম ও তাদের ব্যবহার লেখ ?
ট) খাবারের জন্য মানুষ কীভাবে গাছের উপর নির্ভরশীল ?
ঠ) মিথোজীবিতা কাকে বলে ? উদাহরণ দাও ।
ড) ম্যলেরিয়া রোগের ঔষধের নাম কী ? এটি কোথা থেকে পাওয়া যাই ।
--------------------------------
থডৈছঝডছলড
ReplyDeleteঝড্