ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা
১।নীচের প্রশ্নগুলির একটি উত্তর দাওঃ
1. কে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
2. কত সালে কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়?
3. কে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন?
4. কবে ফোট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়?
5. সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রাথ্রীদের কোন কলেজে প্রসিক্ষন দেওয়া হত?
6. “A GRAMMAR OF BEENGALI LANGUAGE” গ্রন্থটির লেখক কে?
7. কবে পুরোপুরি ভাবে দারোগা ব্যাবস্থার বিলোপ ঘটানো হয়?
8. ভারত শাসন আইন কবে পাশ হয়?
9. কবে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়?
10. ১৮৮০ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনী কতজন সিপাহী ছিল?
11. কবে জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন তৈরি হয়?
২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ
1. মেকলের প্রতিবেদন বলতে কী বোঝ?
2. কে কত খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
3. কে ও কবে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে?
4. কে ও কবে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন?
5. ব্রিটিশ প্রেসিডেন্সী ব্যবস্থা বলতে কী বোঝ?
6. কে ও কবে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন?
7. মাদ্রাজ প্রেসিডেন্সীকে সেন্ট জর্জ প্রেসিডেন্সী বলা হয় কেন?
8. কোন কোন অঞ্চল নিয়ে মুম্বাই প্রেসিডেন্সী গঠিত হয়েছিল?
9. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশায় দেওয়ানি অধিকার পায়?
10. ব্রিটিশ ভারতে তিনটি প্রেসিডেন্সী নাম লেখ?
11. কে ও কবে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
৩।নীচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাওঃ
1. আইনের শাসন ও আইনের চোখের সমতা বলতে কী বোঝ?
2. লর্ড উইলিয়াম বেন্টিং-এর সংস্কারগুলি লেখ?
3. কোম্পানি শাসনে জরীপ কাজের ক্ষেত্রে এর ভূমিকা লেখ?
৪।টীকা লেখঃ উডের ডেসপ্যাচ, ইজারাদারী ব্যবস্থা, রেগুলেটিং অ্যাক্ট ও ভারত শাসন আইন
৫।রচনাধর্মী প্রশ্নঃ
1. লর্ড হেস্টিংস ও লর্ড কর্ণ ওয়ালিসের বিচার বিভাগীয় সংস্কার গুলি লেখ?
2. ব্রিটিশ কোম্পানির প্রশাসনে আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করেছিল?
_________________________
No comments:
Post a Comment