Sunday, July 22, 2018

CL VI History First Chapter: ITIHASER DHARONA


HISTORY

ইতিহাসের ধারণা


১।সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ

ক) এদের মধ্যে কোনটির ব্যবহার আগে শিখেছে (হামানদিস্তা/ শিলনোড়া/ মিক্সার মেশিন) ।

খ) ভারত হল একটি (মহাদেশ/ উপমহাদেশ/ রাজ্য) ।

গ) ভারত নামটির উৎপত্তি হয়েছে (ভরত/ অশোক/ শশাঙ্ক) রাজার নাম থেকে ।

ঘ) ইতিহাস মানে হল (অতীতকে জানা ও বর্তমানকে বোঝা/ অতীতকে জানা/ বর্তমানকে বোঝা) ।

ঙ) মাটির নিচে চাপা পড়া উপাদানগুলি খুঁজে বার করেন (ঐতিহাসিক/ প্রত্নত্বাত্তিক/ তাত্বিক) ।

চ) যিশুখ্রিস্টের জন্মের পূর্বে প্রচলিত গনানা পদ্ধতি ছিল ( খ্রিস্টাব্দ/ খ্রিস্ট পূর্বাব্দ/ গুপ্তাব্দ) ।

ছ) সংস্কৃতির জন্য মানুষ যে কোন (সমাজে/ সভ্যতায়/ পরিবেশে) মানিয়ে নিতে পেরেছে ।

জ) শক ও কুশানদের ইতিহাস জানা গেছে (মুদ্রা/ সাহিত্য/ লিপি ) থেকে ।

২। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করঃ







অশোক

শিলালেখ


কনিস্ক

প্রত্নত্বাতিক উপাদান


রামচরিত মানস

এলাহাবাদ প্রশস্তি


মুদ্রা

শকাব্দ


সমুদ্রগুপ্ত

সন্ধ্যাকর নন্দী




৩. এককথায় উত্তর দাওঃ

ক) শিলালেখ বলতে কী বোঝ ?

খ) লিপি বলতে কী বোঝ ?

গ) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

ঘ) হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে ?

ঙ) সন্ধাকর নন্দীর লেখা গ্রন্থটির নাম কী ?

চ) ১৫০০ খ্রিষ্ট পূর্বাব্দ থেকে ৬০০ খ্রিষ্ট পূর্বাব্দ ভারতের ইতিহাস জানতে মুল উপাদান কী ?

ছ) প্রত্নতাত্বিকরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির কী মূর্তি পেয়েছেন ?

জ) প্রত্নক্ষেত্র বলতে কী বোঝ ?

ঝ) ভারত শব্দের একটি অর্থ কী ?

ঞ) শস্য দানা গুঁড়ো করার জন্য কী ব্যবহার করা হত ?



৪. দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) প্রত্নবিজ্ঞানী কাকে বলে?

খ) নৃবিজ্ঞানী কাকে বলে?

গ) প্রায়-ইতিহাস বলতে কী বোঝো?

ঘ) প্রাক-ইতিহাস বলতে কী বোঝো?

ঙ) গুপ্তাব্দ বলতে কী বোঝ? কে এর প্রচলন করেন?

চ) কনিস্কাব্দ বলতে কী বোঝ? কে এর প্রচলন করেন?

ছ) হর্ষাব্দ বলতে কী বোঝো? কে এর প্রচলন করেন?

জ) ইতিহাসে যুগ বলতে কী বোঝ?

ঝ) প্রত্নতাত্বিক উপাদান বলতে কী বোঝ?

ঞ) ভারত মহাদেশকে উপমহাদেশ বলা হয় কেন ?

ট) নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝ ?

ঠ) ইতিহসের গল্প কীভাবে শুরু হয় ?

ড) বিন্ধ্য পরবতমালা ভারত কে কয় ভাগে ভাগ করে রেখেছে ?



৫. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ

ক) প্রাচীন কালের ইতিহাস রচনার কাজ কঠিন কেন?

খ) ভূগোলের সঙ্গে ইতিহসের সম্পর্ক কী ?

গ) নিজে প্রশ্ন তৈরি করে নিজে উত্তর লেখ ? (সামর্থ্য )*



৬. রচনাধর্মী প্রশ্ন ( অনধিক সাত আটটি বাক্যে উত্তর দাও)

ক) ঐতিহাসিক উপাদান বলতে কী বোঝো? সেগুলি কীভাবে আমাদেরকে ইতিহাস জানতে সাহায্য করেছে ?

লিপির দুটি গুরুত্ব লেখ ?













ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ

১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ

ক) দাবানল বলতে বোঝায় ---- বনে আগুন লাগা/ ঘরে আগুন লাগা/ আগুনের আবিষ্কার ।

খ) সংস্কৃতির জন্যই যে কোন---- সমাজে/ সভ্যতায়/ পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে ।

গ. হুন্সগি উপত্যকা অবস্থিত--- কর্ণাটকে/ রাজস্থানে/ মহারাষ্ট্রে ।

ঘ) আদিম মানুষ প্রথমে ____ কাঁচামাল ও ফলমূল/ রান্নাকরা খাবার/ পোড়া মাংস খেত ।

ঙ)আদিম মানুষের মধ্যে ___ হোমো হ্যাবিলাস/ হোমো স্যাপিএন্স/ হোমো এরেকটাস প্রজাতির মানুষ প্রথম আগুন জ্বালাতে শেখে ।

চ) আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ___ ভোঁতা পাথর/ হাল্কা ছুঁচালো পাথর/ পাথরের কুঠার ।

ছ) ভিমবেটকা গুহা অবস্থিত ____ মধ্যপ্রদেশ/ উত্তরপ্রদেশ/ কর্ণাটকে ।

জ) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ___ ধাতু/ চাকা/ আগুন ।

ঝ) সংস্কৃতির জন্যই মানুষ যে কোন _____ সমাজে/ পরিবেশে/ সভ্যতায় মানিয়ে নিতে পেরেছে ।

২। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করঃ







ভীমবেটকা

মাঝের পাথরের যুগ


হুন্সগি

কাশ্মীর


কৃষিকাজ

মধ্যপ্রদেশ


পশুপালন

দিদওয়ালা


বনের আগুন

নতুন পাথরের যুগ


রাজস্থান

পশুপালন


সয়ান উপত্যকা

কর্ণাটক




৩. এককথায় উত্তর দাওঃ

ক) এপ কাদের বলা হত ?

খ) আলতামিরা গুহা কোথাই অবস্থিত ?

গ) মানুষ আগে কী রকম দেখতে ছিল ?

ঘ) আদিম কথাটির অর্থ কী ?

ঙ) হিমাচল প্রদেশের কোথায় পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে ?

চ) নর্মদা উপত্যকায় কোথায় পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে ?

ছ) রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে ?

জ) ভীমবেটকা কোথায় অবস্থিত ?

ঝ) পাথরের যুগকে কয়ভাগে ভাগ করা যায় কী কী ?

ঞ) নতুন পাথরের জুগে মানুষ প্রথম কোন কাজ করতে শেখে ?

ট) আদিম মানুষ শীতের হাত থেকে বাঁচার জন্য কী পরিধান করত ?

ড) দুদিকে ধারয়লা ছুরি কোথায় পাওয়া গেছে ?

ঢ) ভারতীয় উপমহাদেশে কোন যুগে প্রথম স্থায়ী বসতি গড়ে উঠতে দেখা গিয়েছিল ?

ন) লুসি কে ? এটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

প) বাগোড় কোথায় অবস্থিত ?

ফ) ট্যারো ট্যারো কী ?

ব) নব্য প্রস্তর যুগ কখন শুরু হয় ?

ভ) মস্তিষ্কের আকার অনুযায়ী মানুষকে কয় ভাগে ভাগ করা যায়?

ম) হুন্সগি কোথায় অবস্থিত ?



৪. তিন চারটি বাক্যে উত্তর দাওঃ ২/৩

ক) হোমো সেপিয়েন্স মানব গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখ ?

খ) আদিম মানুষ যাযাবর ছিল কেন ?

গ) নতুন পাথরের যুগে মানুষ কী কী শিখেছিল ?

ঘ) আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী সুবিধা হয়েছিল ?

ঙ) দাবানল কী ?

চ) প্রাচীন ও আধুনিক যুগের মধ্যে দুটি পার্থক্য লেখ ?





৬. রচনাধর্মী প্রশ্ন ( অনধিক সাত আটটি বাক্যে উত্তর দাও) ৫

ক)পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মানুষের জীবান যাত্রার পার্থক্য উল্লেখ কর ?

খ) এপ থেকে কী ভাবে মানুষের সৃষ্টি হল ?

গ) আদিম মানুষ কেন জোট বেঁধে ছিল ?এর ফলে তাদের কী সুবিধা হয়েছিল ?

গ) নতুন পাথরের যুগ সম্পর্কে লেখ ?

















ভারতীয় উপমহাদেশে ইতিহাসের ধারা



প্রথম পর্যায়ঃ আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ – ১৫০০ অব্দ

১. পাথর কী ভাবে আমাদের ইতিহাস জানতে সাহায্য করে ?

২. মানুষ কী ভাবে স্থায়ী বসতি গড়ে তুলল ?

৩. কীভাবে মানুষের জীবনযাপনের নানা দিক বদলে গেল ?

৪. আদিম মানুষ কী ভাবে সভ্য হল ?

৫. নিয়মের শাসন কী ভাবে গড়ে উঠল ?

৬. জিনিস কেনাবেচা কী ভাবে শুরু হল ?

৭. আদিম মানুষের যুগ থেকে কী ভাবে সভ্যতার যুগে এসে পড়ল ?

৮. সভ্যতার বিভিন্ন দিক গুলি কী কী ?

৯. সভ্যতার বৈশিষ্ট্যগুলি কী কী ?

১০. নগর সভ্যতা কী ভাবে গড়ে উঠল ?



মেহেরগড় সভ্যতা



১. তামা-পাথরের যুগ বলতে কী বোঝ ?

২. কোথায় মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?

৩. কে ও কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ?

৪. মেহেরগড় সভ্যতার কটি পর্যায় লক্ষ্য করা গেছে ?

৫. মেহেরগড় সভ্যতার কৃষিকাজ সম্পর্কে লেখ ?

৬. মেহেরগরড় সভ্যতার প্রতিটি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

৭. টীকা লেখঃ মেহেরগড়ের সমাধি



হরপ্পা সভ্যতার কথা



১. হরপ্পা সভ্যতার দুটি কেন্দ্রের নাম লিখ ?

২. কে কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করে ?

৩. হরপ্পা সভ্যতাকে তাম্র-ব্রঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন ?

৪. হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে লিখ ?

৫. হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখ ?

৬. টীকা লেখঃ মহেঞ্জোদারোর স্নানাগার ,সিলমোহর

৭. হরপ্পা সভ্যতার কৃষিকাজ ও বাণিজ্যের পরিচয় দাও ?

৮. হরপ্পা সভ্যতার শিল্প সম্পর্কে লেখ ?

৯. হরপ্পা সভ্যতার ধ্বংস কী ভাবে হয়েছিল ?

১০. হরপ্পা সভ্যতার লিপি ও স্থাপত্য-ভাস্কর্য সম্পর্কে লেখ ?





খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ

১। একটি বাক্যে উত্তর দাওঃ

1. জনপদ কাকে বলে?

2. মহাজনপদ কাকে বলে?

3. জনপদের মধ্যে কোনটি অবশেষে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে?

4. দক্ষিন ভারতের একটি মহাজনপদের নাম লেখ?

5. মগধের রাজধানী কী ছিল?

6. গনরাজ্য বলতে কী বোঝ?

7. বজ্জিদের রাজধানী কোথায় ছিল?

8. কবে থেকে হর্ষঙ্ক বংশের শাসন শুরু হয়?

9. বৌদ্ধদের ধর্ম গ্রন্থের নাম কী?

10. পিটক শব্দের অর্থ কী?

11. জাতকের গল্প কোন ভাষায় লেখা?

12. গৌতম বুদ্ধের আগে কী নাম ছিল?

২। দু তিনটি বাক্যে উত্তর দাওঃ

1. ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝ?

2. রাজতান্ত্রিক রাজ্য বলতে কী বোঝ?

3. দুটি গণরাজ্যের নাম লেখ?

4. মগধ মহাজনপদে কটি রাজবংশ শাসন করেছিল ও কী কী?

5. নব্যধর্ম বলতে কী বোঝ?

6. জৈন ধর্মের দুজন তীর্থঙ্কর বলতে কী বোঝ?

7. দ্বাদশ অঙ্গ বলতে কী বোঝ?

8. দিগম্বর কাদের বলা হত?

9. শ্বেতাম্বর কাদের বলা হত?

10. সিদ্ধার্থের নাম বুদ্ধ হল কী ভাবে?

11. কবে ও কোন বংশে বুদ্ধের জন্ম হয়?

12. বুদ্ধের দুজন শিশ্যের নাম লেখ?

13. পিটক সংখ্যায় কটি ও কী কী?

14. মহাযান কাদের বলা হত?

15. তীর্থঙ্কর বলতে কী বোঝ?

16. প্রথম দুটি বৌদ্ধ সঙ্গীত কবে ও কার শাসনকালে আয়োজিত হয়েছিল?

17. হীনযান কাদের বলা হত?

18. মোক্ষ বা নির্বাণ বলতে কী বোঝ?

৩।চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

1. মগধ সবচেয়ে শক্তিশালী মহাজনপদে কীভাবে পরিনত হয়?

2. ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝ?

3. আর্যসত্য বলতে কী বোঝ?

4. অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝ?

5. ত্রিরত্ন বলতে কী বোঝ?

6. পিটকের বিষয়বস্তু কী?

7. বৌদ্ধ সঙ্গীত বলতে কী বোঝ? কয়টি বৌদ্ধ সঙ্গীত হয়েছিল?

৪।টীকাঃ পঞ্চমহাব্রত, ষোড়শ মহাজনপদ,

৫ । রচনা ধর্মী প্রশ্নঃ

1. বজ্জিদের উন্নতির সাতটি নিয়ম কী ছিল?

2. নব্য ধর্মের কেন উৎপত্তি হয়েছিল?

3. বৌদ্ধ ও জৈনধর্মের তিনটি মিল ও অমিল লেখ?





















সাম্রাজ্য বিস্তার ও শাসন

১। একটি বাক্যে উত্তর দাওঃ

1. অশোকস্তম্ভকে কবে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহন করা হয়?

2. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?

3. অর্থশাস্ত্র কে রচনা করেন?

4. মৌর্য বংশের প্রতিষ্ঠতা কে ছিলেন?

5. শিলাদিত্য উপাধি কে গ্রহন করেন?

6. কাকে সকোলত্তর পথনাথ বলা হয়?

7. কে শকারি উপাধি ধারন করে?

8. কোন কুষান শাসক দমঅরত উপাধি গ্রহন করেন?

9. কবে থেকে শকাব্দ গণনা চালু হয়?

10. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?

11. শেষ পর্যন্ত কোন জনপদ টিকে ঘিরে ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি হয়?

12. ইন্ডিকা গ্রন্থটি কার লেখা?

13. হর্ষচরিত গ্রন্থটির লেখক কে?

14. দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন?

15. কে সাতবহন বংশের প্রতিষ্ঠা করেন?

16. কনিশকের রাজধানীর নাম কী ছিল?

17. কবে থেকে হর্ষব্দ গণনা চালু হয়?

18. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?

19. ভুক্তি বলতে কী বোঝ?

20. কোন গুপ্ত সম্রাট হূণ আক্রমণ প্রতিরোধ করেন?

21. সাতবহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

২। দু তিনটি বাক্যে উত্তর দাওঃ

1. ভারতের জাতীয় প্রতীক কোনটি?এটি কোথায় পাওয়া গিয়েছিল?

2. সাম্রাজ্য বলতে কী বোঝ?

3. সম্রাট কাকে বলে?

4. সম্রাজ্ঞী কাকে বলে?

5. আটবিক কাদের বলা হত?

6. কুশান কারা?

7. সুয়ান জাং কে ছিলেন? তার লেখা গ্রন্থটির নাম লেখ?

8. এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এটি থেকে কোন শাসকের রাজত্বের পরিচয় পাওয়া যায়?

9. নাসিক প্রসস্থি কার লেখা? এটি থেকে কোন শাসকের রাজত্বের পরিচয় পাওয়া যায়?

10. আঞ্চলিক রাজ্য বলতে কী বোঝ?

11. আইহোল প্রসস্থি কার লেখা?এর থেকে কোন শাসকের কথা জানা যায়?

12. পট্ট বা আহার বলতে কী বোঝ?

13. ক্ষত্রপ কাদের বলা হত?

14. আলেকজান্ডারের দুজন সেনাপতির নাম লেখ?

15. বলি ও ভাগ কী?

16. আহার বলতে কী বোঝ?

৩।চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

1. অশোকের রাজ্যের সীমানা লেখ?

2. রাজার দিনের ও রাতের কাজের তুলনামূলক আলোচনা কর?

৪।টীকালেখঃ আলেকজান্ডারের ভারত অভিযান, অশোকের ধম্ম

৫ । রচনা ধর্মী প্রশ্নঃ

1. অশোকের কৃতিত্ব লেখ?

2. কনিষ্কের কৃতিত্ব লেখ?

3. সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখ?

4. হর্ষবর্ধনের কৃতিত্ব লেখ?



















ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা

১।নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও

1. রোমিং বলতে কী বোঝ?

2. কোন গ্রন্থে রাম রাবণের যুদ্ধের পরিচয় পাওয়া যায়?

3. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝ?

4. কোথা থেকে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল?

5. কোন গ্রন্থে ইন্দ-ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়?

6. ইন্দো-আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কোনটি?

7. বেদ শব্দটি কোথা থেকে এসেছে?

8. বিদ শব্দের অর্থ কী?

9. বেদ থেকে কী জানা যায়?

10. ব্রাহ্মন কী?

11. অবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম কী?

12. কোন সময়টিকে বৈদিক যুগ বলে ধরা হয়?

13. বিশপতি কাকে বলা হত?

14. নৃপতি কে?

15. মহিপতি কে?

16. বৈদিক মানুষরা যে লোহার ব্যবহার করত তার নমুনা কোথায় পাওয়া গেছে?

17. বৈদিক যুগে মানুষরা কোন কোন ধাতুর ব্যবহার করত?

18. বৈদিক যুগের মানুষদের প্রধান জীবিকা কী ছিল?

19. ঋকবৈদিক যুগে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল কী কী?

20. মেগালিথ কী?

21. একলব্য কে ছিলেন?

22. বৈদিক যুগে সমাজ কীরকম ছিল?

23. আরুনী কে?

২। নীচের প্রশ্নগুলির দু-তিনটি উত্তর দাওঃ

1. ইন্দো-আর্য ভাষাগোষ্ঠী বলতে কী বোঝ?

2. বৈদিক সভ্যতা বলতে কী বোঝ?

3. বৈদিক সাহিত্য বলতে কী বোঝ?

4. বৈদিক সাহিত্য কয় প্রকার ও কী কী?

5. বেদ কয় প্রকার ও কী কী?

6. বৈদিক যুগ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?

7. সংহিতা বলতে কী বোঝ?

8. উপনিষদ কী?

9. বেদাঙ্গ কী? ইহা কয় প্রকার ও কী কী?

10. সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝ?

11. আদি বৈদিক যুগের বসতি কোথায় ছিল?

12. মহাকাব্য বলতে কী বোঝ?

13. প্রাচীন ভারতের দুটি মহাকাব্যের নাম লেখ?

14. প্রাচীনকালে যুদ্ধে যাওয়ার আগে ও পরে রাজারা কী কী যুদ্ধ করতেন?

15. রন্তিন কাদের বলা হত?

16. ভাগ ও বলি কী?

17. বৈদিক যুগের দুটি মুদ্রার নাম লেখ?

18. বর্ণাশ্রম বলতে কী বোঝ?

19. গোত্র বলতে কী বোঝ?

20. বৈদিক যুগের দুজন দেবতার নাম লেখ?

21. বৈদিক যুগের দুজন দেবীর নাম লেখ?

22. আয়দোধম্য কে ছিলেন? তার তিন জন বিখ্যাত ছাত্রের নাম লেখ?

৩। নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

1. দশ রাজার যুদ্ধ বলতে কী বোঝ?

2. প্রাচীনকালে কীভাবে রাজা নির্বাচিত হত?

3. বেদের অপর নাম শ্রুতি কেন?

৪।টীকা লেখঃ চতুরাশ্রম, বর্ণাশ্রম, মেগালিথ

৫। রচনাধর্মী প্রশ্নঃ

1. ঋকবৈদিক যুগের অর্থনীতি সম্পর্কে লেখ?

2. বৈদিকযুগের ধর্মের পরিচয় দাও?

3. বৈদিক যুগের পড়াশোনা গুরু ও শিশ্যের সম্পর্ক কেমন ছিল?











অর্থনীতি ও জীবন যাত্রা



১। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাওঃ

I. জনপদ বলতে কী বোঝানো হত?

II. বেশিরভাগ মহাজনপদ কোথায় গড়ে উঠেছিল?

III. ষোড়শ মহাজনপদের আমলে মানুষের প্রধান জীবিকা কী ছিল?

IV. ষোড়শ মহাজনপদের আমলে প্রধান কৃষিজ ফসল কী ছিল?

V. ধানের মধ্যে কোন ধান সেরা ছিল?

VI. বস্ত্র শিল্পের কেন্দ্র হিসাবে কোন স্থানটি বিখ্যাত ছিল?

VII. কার্ষাপণ কী?

VIII. ভারতের ইতিহাসে প্রথম কোথায় প্রথম নগরায়ন দেখা গিয়েছিল?

IX. কোন বিদেশী পর্যটকের কাছ থেকে জানা যায় যে ভারতে কোন দাস প্রথা ছিল না?

X. দাক্ষিণাত্যের কালো মাটিতে কোন ফসলের ভাল চাষ হত?

XI. কোথাকার গোল মরিচের ফলন ছিল বিখ্যাত?

XII. সেতু বলতে কী বোঝ?

XIII. কুষাণ আমলের দুটি কৃষিজ ফসলের নাম লেখ?

XIV. কুশান আমলে বিদেশ থেকে আমদানী করা হত এমন দুটি দ্রব্যের নাম লেখ?

XV. কুশান আমলের দক্ষিন ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম লেখ?

XVI. কুশান আমলে সমাজ জীবনের ভিত্তি কী ছিল?

XVII. গাথা সপ্তদশী কী? এটি কোন ভাষায় লেখা?

XVIII. গুপ্ত আমলে পূর্ব উপকূলের একটি বিখ্যাত বন্দরের নাম লেখ?

XIX. বনিকগ্রাম বলতে কী বোঝ?

XX. গুপ্ত আমলের দুটি স্বর্ণ মুদ্রার নাম লেখ?

XXI. স্ত্রীধন কী?

XXII. প্রাচীন ভারতীয় উপমহাদেশে প্রধান খাবার কী ছিল?

XXIII. কার রাজত্বকালে ফাসিয়ান ভারতে এসেছিলেন?

XXIV. সুয়ান জাং এর লেখায় ভারত কী নামে পরিচিত?



PTO.

২। নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ

I. খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পর গবাদি পশু বলি কমতে থাকে কেন?

II. দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝ?

III. মেগাস্থিনিসের মতে ভারত কয়টি জন সমাজে বিভক্ত ছিল ও কী কী?

IV. অগ্রাহার ব্যাবস্থা বলতে কী বোঝ?

V. সুদর্শন হ্রদ কী? কোন শিলালেখে এর পরিচয় পাওয়া গেছে?

৩। নীচের প্রশগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

I. প্রথম ও দ্বিতীয় নগরায়নের মধ্যে তিনটি পার্থক্য লেখ?

II. প্রাচীন ভারতীয় উপমহাদেশের খাবার দাবারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৪। রচনাধর্মী প্রশ্নঃ

I. প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন?

II. মৌর্য আমলে নারীদের অবস্থা কেমন ছিল?

III. গুপ্ত আমলের ব্যবসা বানিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।

_____________________________

























প্রাচীন ভারতীয় উপমহাদেশে সংস্কৃতি চর্চার নানা দিক

১। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাওঃ

1. বিহার বা সংঘ বলতে কী বোঝ?

2. দুটি মহাবিহারের নাম লেখ?

3. প্রাচীন ভারতের দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখ?

4. গান্ধার মহাজনপদের রাজধানী কী ছিল?

5. তক্ষশিলা মহাবিহারের দুজন বিখ্যাত ছাত্রের নাম লেখ?

6. ঋকবেদ কোন ভাষায় লেখা?

7. অষ্টধ্যায়ী গ্রন্থটি কার লেখা?

8. প্রাকৃত বলতে কী বোঝ?

9. জৈন ও বৌদ্ধ ধর্ম কোন ভাষায় লেখা?

10. অর্থশাস্ত্র কার লেখা?

11. সম্রাট অশোকের শিলালেখ কোন ভাষায় লেখা?

12. মহাভারতে কয়টি শ্লোক আছে?

13. মহাভারতের আদি নাম কী ছিল?

14. মহাভাশ্য কার রচনা?

15. গাথা সপ্তদশী কার রচনা?

16. উপবেদ বলতে কী বোঝ?

17. বুদ্ধচরিত কার লেখা?

18. মৃচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা?

19. বিশাখাদত্তের লেখা দুটি নাটকের নাম লেখ?

20. হর্ষবর্ধনের লেখা দুটি নাটকের নাম লেখ?

21. দুটি তামিল মহাকাব্যের নাম লেখ?

22. পঞ্চতন্ত্র কার লেখা?

23. কালিদাসের লেখা দুটি নাটকের নাম লেখা?

24. কালিদাসের লেখা দুটি কাব্যের নাম লেখা?

25. বিশল্যকরণী কী?

26. চরক সংহিতায় কতগুলি ঔষধি গাছের সন্ধান পাওয়া গেছে?

27. শুশ্রুত কে ছিলেন?

28. জীবক কে ছিলেন?

29. সঙ্খ্যায়ন কী?

30. নাগার্জুন কে ছিলেন?

31. আর্জভট্ট কে ছিলেন?

32. বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

33. শূন্যের আবিষ্কার কে করেন?

34. প্রাচীন ভারতের ধাতু বিজ্ঞানের একটি নমুনার নাম লেখ?

35. কোন গ্রন্থে কৃষি সম্পর্কে কৃষি সম্পর্কে আলোচনা ছিল?

36. অশোকস্তম্ভ কোথায় পাওয়া গেছে?

37. কোন শিল্পরীতি ছিল বিখ্যাত?

38. গুপ্তযুগের চিত্রশিল্পের সবচেয়ে বিখ্যাত নমুনা কোনটি্যাত?

39. কোথাকার দশবতার মন্দির বিখ্যাত?

40. পল্লব আমলে কোথায় পাথর কেটে মূর্তি বানানোর নিদর্শন পাওয়া যায়?

41. স্তূপ কাকে বলে?

42. চৈত বলতে কী বোঝ?

43. তোরণ কী?

44. কোন স্তূপগুলি স্থাপত্য হিসাবে বিখ্যাত?

45. গান্ধার ও মথুরা শিল্পরীতির মূল বিষয় ছিল?

২। নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ

1. গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝ?

2. মোগলমারি বৌদ্ধ বিহার কোন ঐতিহাসিক ও কবে রচনা করেন?

3. প্রাচীন ভারতীয় উপমহাদেশে কয় ধরনের লিপির প্রচলন ছিল? এগুলি কী কী?

4. রামায়ণ কার রচনা? এটি কয়টি কাণ্ডে বিভক্ত?

5. মহাভারতকে পঞ্চমবেদ বলা হয় কেন?

6. সঙ্গম সাহিত্য বলতে কী বোঝ?

7. চরকের ও সস্রুত এর লেখা গ্রন্থটির নাম লেখ?

8. পুরান বলতে কী বোঝ? এগুলি সংখ্যায় কয়টি?

9. মহাবিহার বলতে কী বোঝ?

10. ব্রহ্মগুপ্ত কে ছিলেন? তার লেখা গ্রন্থতির নাম কী?

11. গুহাবাস বলতে কী বোঝ? সম্রাট অশোক কার জন্য গুহাবাস বানিয়েছিলেন?



৩। নীচের প্রশগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

1. চিকিৎসা শাস্ত্রের সঙ্গে ধর্মশাস্ত্রের বিরোধ বেধেছিল কেন?

2. একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখ?



৪। রচনাধর্মী প্রশ্নঃ

1. প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানচর্চা সম্পর্কে যা যান লেখ?

2. গুপ্ত ও কুষান আমলে শিল্পরীতির বিবরণ দাও।

৫।টীকা লেখঃ প্রাচীন ভারতের শিক্ষা, চন্দ্রকেতুগড়, তক্ষশিলা মহাবিহার







































ভারত ও সমকালীন বহির্বিশ্ব

১। নীচের প্রশ্নগুলির এক-দুটি বাক্যে উত্তর দাওঃ

1. মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?

2. সুমেরের লিপিকে কী বলা হত?

3. কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন?

4. কারা প্রথম চাকা আবিষ্কার করেন?

5. কোন ঐতিহাসিক মিশরকে নীলনদের দান বলেছেন?

6. ফ্যারাও কাদের বলা হত?

7. পেপার শব্দটির উৎপত্তি কীভাবে হয়েছে?

8. মিশরীয়দের লিপিকে কী বলা হত?

9. কোন নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল?

10. কোথায় প্রথম কাগজ ও বারুদের ব্যবহার হয়েছিল?

11. নগর রাষ্ট্র বা পোলিশ বলতে কী বোঝ?

12. দুটি বিখ্যাত পোলিশের নাম লেখ?

13. চীনের মহাপ্রাচীর কোন রাজার আমলে তৈরি হয়েছিল?

14. দুজন বিখ্যাত পারসিক সম্রাটের নাম লেখ?

15. স্যাট্রপি বলতে কী বোঝ?

16. ব্যাক্ট্রিয়া বা বাহ্লীক দেশ কী?

17. ব্যাকট্রীয়-গ্রীক কাদের বলা হত?

18. ইন্দো-গ্রীক রাজাদের মধ্যে কে বিখ্যাত কে ছিলেন?

19. বৌদ্ধ সাহিত্যে কে মিলিন্দ নামে পরিচিত?

20. মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

21. পহ্লব কারা?

22. পহ্লবদের বিখ্যাত রাজা কে ছিলেন?

23. কোন পহ্লব রাজার আমলে সেন্ট থমাস ভারতীয় উপমহাদেশে এসেছিলেন?

24. ইরিথ্রিয়ান সাগর বলতে কী বোঝ?

25. ভৃগুকচ্ছ কী?

26. কে পার্সেপোলিশ নগরীটি ধ্বংস ছিলেন?

27. কেন দুটি লিপি ডানদিক থেকে বামদিকে লেখা হত?

28. যবন কাদের বলা হত?

29. যবনজাতক কী?

30. পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা?

31. কুমারজীব কে ছিলেন?

32. নালন্দা মহাবিহারের একজন শিক্ষকের নাম লেখ?

33. ফাসিয়ান-এর লেখা গ্রন্থটির নাম লেখ?

34. চীন থেকে ভারতে এসেছিলেন এমন দুজন পর্যটকের নাম লেখ?



২। নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ

1. কবে ও কোন পারসিক শাসক গান্ধার অভিযান করেছিল?

2. মেগাস্থিনিস কার দূত ছিলেন? তিনি কার রাজ সভায় দূত হিসাবে এসেছিলেন?

3. টীকাঃ হূণ আক্রমণ, তাম্রলিপ্ত, গান্ধার শিল্প,

4. অয় অব্দ ও বিক্রমাব্দ বলতে কী বোঝ?

5. রেশম পথ বলতে কী বোঝ?

6. কুমারজীব কে ছিলেন? কত খ্রিস্টাব্দে তিনি চিনে যান?



৩। নীচের প্রশগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রীসের যোগাযোগের বিবরণ লেখ?

2. ভারতের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের মাধ্যম কী ছিল?

৪। রচনাধর্মী প্রশ্নঃ

1. আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কী মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোন প্রভাব ছিল?

2. প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কী ভূমিকা ছিল?











3 comments:

  1. ইতিহাস শব্দের উৎপত্তি বিষয়ে একটি তথ্য জানাতে পারবেন। এটি কি 'Historia' থেকে এসেছে নাকি ফেঞ্চ শব্দ 'Estoria' থেকে এসেছে। (তথ্যসূত্রঃ ইতিহাস বলতে কি বুজায়, এখানে বলা হয়েছে Estoria থেকে কিন্তু অন্যান্য জায়গায় দেখছি হিস্টোরিয়া থেকে)

    ReplyDelete
  2. বিশল‍্যকরনী শর্ত কী?

    ReplyDelete
  3. ভারত কে উপমহাদেশ বলা হয় কেন?

    ReplyDelete