[Geography Chapter-wise Questions Set ]
A HUMBLE REQUEST TO ALL MY AUDIENCE
আমাদের মতো ব্লগাররা পুরোপুরি নির্ভরশীল তোমাদের ক্লিক করা অ্যাডের আসা পারিশ্রমিকের উপর। আমি যাতে আরও ভালো কাজ করতে পারি তাই তোমাদের সাপোর্ট একান্তই জরুরী। তোমাদের প্রত্যেকের কাছে আমার নিবেদেন তোমরা যদি অন্তত একটি বার করে (২-৫ সেকেন্ড) আড-এ ক্লিক করো, তাহলে তা আমেকে আরও কাজ করতে অনুপ্রানিত করবে।
অস্থিত পৃথিবী
১।নীচের
প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ 1
- ২০০৪ সালে কোথায় সুনামি দেখা গিয়েছিল?
- কোন যন্ত্রের সাহায্যে ভুমিকম্পের তরঙ্গের পরিমাপ কর হয়?
- সিসমগ্রাফ কী?
- রিখটার স্কেল কে উদ্ভাবন করেন?
- ১৯৬০ সালে চিলিতে হওয়া ভুমিকম্পের তীব্রতা কত ছিল?
- ভারতের কোথায় কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়?
- দক্ষিন আফ্রিকায় কোথায় হিরের খনি আছে?
- সুনামি কী?
- কাদার দ্বীপ কোথায় অবস্থিত?
- কোন প্রকার তরঙ্গের ফলে বেশিরভাগ ক্ষয় ক্ষতি হয়?
- পাত বলতে কী বোঝ?
- পৃথিবী কতগুলো পাত নিয়ে গঠিত?
- কত সালে সঘতিত হওয়া ভুমিকম্পে সান ফ্রান্সিস্ক শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল?
২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ 2
- প্যঞ্জিয়া কী?
- মহিসঞ্চরন তত্ত্ব বলতে কী বোঝ?
- এমন দুজন বিজ্ঞানীর নাম লেখ যারা পাত সন্সথান তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন?
- অপসারী পাত সীমানা বলতে কী বোঝ?
- অভিসারী পাত সীমানা বলতে কী বোঝ?
- নিরপেক্ষ পাত সীমানা বলতে কী বোঝ?
- অগ্নুতগম বলতে কী বোঝ?
- সঞ্চয়জাত পর্বত কাকে বলে?
- ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কী বোঝ?
- সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিগুলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?
- সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে?
- দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লিখ?
- মৃত আগ্নেয়গিরি বলতে কী বোঝ?
- ভুমিকম্প বলতে কী বোঝ?
- ভুমিকম্প তরঙ্গ বলতে কী বোঝ? ইহা কয় প্রকার ও কী কী?
- ভুমিকম্পের উপকেন্দ্র বলতে কী বোঝ?
- ভুমিকম্পের কেন্দ্র বলতে কী বোঝ?
- ভুমিকম্প প্রবন অঞ্চল বলতে কী বোঝ?
- ভারত বর্ষের কয়েকটি ভুমিকম্প প্রবন অঞ্চলের নাম লেখ?
- বিপর্যয় ব্যবস্থাপনার দুটি ধাপ লেখ?
- প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্য লেখ?
৩।নীচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যে উত্তর
দাওঃ 3
- পৃথিবী যে ছয়টি পাত নিয়ে গঠিত তাদের নাম লেখ?
- আ আ ও পা হো হো কী?
- পাত সঞ্চারন আমরা বুঝতে পারি না কেন?
- মধ্য মহাদেশীয় বলয় বলতে কী বোঝ?
- পাত সঞ্চালনের ফলে কী কী ভুমিরুপের সৃষ্টি হয়?
No comments:
Post a Comment