পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা
১।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ
I. প্রাকৃতিক মৌলের সংখ্যা কত?
II. প্রধানত কটি মৌল দিয়ে জীবদেহ গঠনে মুখ্য ভুমিকা পালন করে?
III. জীবনের ধর্ম কী?
IV. স্ত্রী লোকের তুলনায় পুরুষদের দেহে কত শতাংশ জল বেশী থাকে?
V. ক্ষারের পি এইচ মান কত?
VI. অ্যাসিডের পি এইচ মান কত?
VII. পি এইচ স্কেল কী?
VIII. হাইড্রক্সিনিয়াম আয়ন বলতে কী বোঝ?
IX. পাকস্থলীতে খাবার হজম করতে সাহায্য করে কোন অ্যাসিডটি?
X. শামুক ও ঝিনুকদের খোলটি কী দিয়ে তৈরি?
XI. আমাদের শরীরের শতকরা ৯৯ ভাগ ক্যালসিয়াম কোথায় অবস্থান করছে?
XII. মানবদেহের কোথায় থায়রয়েড গ্রন্থি আছে?
XIII. অরগ্যানিক সল্ট বলতে কী বোঝ?
XIV. পি ভি সি এর পুরো নাম কী?
XV. সাইলেন্ট স্প্রিং কার লেখা?
XVI. অ্যান্টাসিড কী?
XVII. অ্যান্টিসেপ্টিক কী?
XVIII. ডিটারজেন্ট কাকে বলে?
XIX. সংশ্লেষিত যৌগ কাকে বলে?
২।নীচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাওঃ
I. মানবদেহে কোন চারটি মৌল বেশি মাত্রায় পাওয়া যায়?
II. জীবদেহে প্রয়োজনীয় চারটি ধাতুর নাম লেখ?
III. জৈব যৌগ বলে কী বোঝ?
IV. মানবদেহে অতি প্রয়োজনীয় চারটি জৈব যৌগের নাম লেখ?
V. প্রোটিনের কাজ লেখ?
VI. নিউক্লিক অ্যাসিড বলতে কী বোঝ? এর কাজ লেখ?
VII. অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে? এর অর্থ কী?
VIII. অ্যাসিড কাকে বলে?
IX. ক্ষারক কাকে বলে?উদহারন দাও।
X. ক্ষার কাকে বলে?উদহারন দাও।
XI. নির্দেশক কাকে বলে? উদহারন দাও।
XII. অ্যাসিড ও ক্ষারীয় দ্রবণে লিটমাস কী বর্ণ ধারন করে?
XIII. প্রশমন বিক্রিয়া কাকে বলে?
XIV. জৈব উৎস থেকে পাওয়া যায় এমন তিনটি অ্যাসিডের নাম লেখ?
XV. খনিজ অ্যাসিড বলতে কী বোঝ?
XVI. খাদ্য ল্পবনের দুটি উদ্ভিদজ ও প্রাণীজ উৎসের নাম লেখ?
XVII. কেলাস্কার পদার্থ কাকে বলে? উদহারন দাও।
XVIII. লবন কয় প্রকার ও কী কী?
XIX. সমুদ্রের জলে কত প্রকারের যৌগ পাওয়া যায়?
XX. নুনের মূল উপাদান কী?
XXI. কোন জাতীয় খাবার খেলে দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকবে?
XXII. বেশি নুন খেলে আমদের কী অসুবিধা হতে পারে?
XXIII. ক্যালসিয়াম আমাদের শরীরে কী কাজ করে?
XXIV. পলিমার কাকে বলে? উদাহরণ দাও।
XXV. পলিমার শব্দটির উৎপত্তি লেখ?
XXVI. কয়েকটি সিনথেটিক তন্তুটি নাম লেখ?
XXVII. পলিমারের ব্যবহার লেখ?
XXVIII. প্রাকৃতিক পলিমার কাকে বলে?
XXIX. প্লাস্টিক কয় প্রকার ও কী কী?
XXX. থারম প্লাস্টিক কাকে বলে? উদাহারন দাও।
XXXI. থারম সেটিং কাকে বলে?উদাহারন দাও।
XXXII. কয়েকটি কীটনাশকের নাম লেখ?
XXXIII. জৈব ভঙ্গুর পদার্থ বলতে কী বোঝ?উদাহারন দাও।
XXXIV. জৈব অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝ?উদাহারন দাও।
XXXV. কাচের বর্ণময় রঙের জন্য দায়ী পদার্থের নাম লেখ?
XXXVI. সিমেন্ট তৈরিতে কোন কোন যৌগ ব্যবহার করা হয়?
XXXVII. রঙের কয়টি অংশ ও কী কী?
XXXVIII. অ্যান্টিবায়োটিকের কাজ লেখ?
XXXIX. দুটি প্রসাধনী দ্রব্যের নাম লেখ?
XL. গাছের বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়?
XLI. গাছকে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়?
XLII. সাবান কীভাবে প্রস্তুত করা হয়?
XLIII. শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই?
৩।নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ
I. জীবদেহে জলের ভুমিকা লেখ?
II. অ্যাসিডের ব্যবহার লেখ?
III. “সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়” --- ব্যাখ্যা কর।
IV. ক্ষার ও ক্ষারকের ব্যবহার লেখ?
V. অ্যাসিড ও ক্ষারের ধর্মের পার্থক্য লেখ?
VI. নুনের কয়েকটি সাধারন ধর্ম লেখ?
VII. বিভিন্ন ধাতু বা আয়ন আমাদের কী কাজে লাগে?
VIII. মানব দেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য না থাকলে কী সমস্যা হতে পারে?
IX. মানবদেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য কোন দুটি বিষয়ের ওপর নির্ভর করে?
X. কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব লেখ?
XI. লেড ও ক্যাডমিয়ামের ক্ষতিকর প্রভাব লেখ?
XII. এখন আর শকুনি পাখিদের সচারচর দেখা যায় না কেন?
XIII. ঢালায়ের পরের দিন থেকে তাতে জল দেওয়া হয় কেন?
XIV. আয়োডিন আমাদের শরীরে কী কী কাজে লাগে?
XV. আয়োডিনের অভাবে মানবদেহে কী কী রোগ হয়?
XVI. শ্বেত কনিকার কাজ লেখ?
XVII. শরীরে ভিটামিন ডি কী কাজ করে?
XVIII. শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচক কী কাজ করে?
XIX. শরীরের মধ্যে গ্লুকোজ কী ভাবে শক্তি উৎপন্ন করে?
__________________
No comments:
Post a Comment