Sunday, July 22, 2018

সপ্তম শ্রেনীঃ অধ্যায়ভিত্তিক প্রশ্নপত্রঃ আমাদের ভারত

ইতিহাস 
আজকের ভারত

১।নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ

I. সরকার শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে?

II. সংবিধান কবে গৃহীত হয়?

III. সংবিধান কবে কার্যকর হয়?

IV. কোন দিনটি আমরা প্রজাতন্ত্র হিসাবে উদযাপিত হয়?

V. কাকে ভারতের সংবিধানের রূপকার বলা হয়?

VI. কোন দেশের সংবিধানটি সবচেয়ে বড়?

VII. ভারতে কত বছর অন্তর নির্বাচন হয়?

VIII. ভোট দেওয়ার জন্য ব্যক্তির বয়স কত হওয়া প্রয়োজন কত?

IX. রাজ্য সরকার বলতে কী বোঝ?

X. কোন দার্শনিক প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির কথা বলেন?

XI. ব্লক কীভাবে গঠিত হয়?

XII. জেলা কী ভাবে গঠিত হয়?

২।নীচের প্রশ্নগুলির দু তিনটি উত্তর দাওঃ

I. গণতন্ত্র বলতে কী বোঝ?

II. রাজতন্ত্র বলতে কী বোঝ?

III. সংবিধান কাকে বলে?

IV. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝ?

V. পৌরপ্রতিনিধি বলতে কী বোঝ?

VI. পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন কত ভাগে দেখা হয়?

VII. ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি বলতে কী বোঝ?

VIII. সরকারের কাজ লেখ?

IX. পৌর শব্দটি কোথা থেকে এসেছে? এর অর্থ কী?

X. পৌরসভার কাজ লেখ?

XI. পঞ্চায়েতের কাজ লেখ?

XII. পঞ্চায়েত ও পৌরসভার প্রতিনিধিরা কত বছরের জন্য নিযুক্ত হন?

XIII. আজ থেকে কত বছর আগে গ্রীস দেশে গণতন্ত্র প্রচলিত ছিল?

XIV. নির্বাচনকে সাধারনভাবে কী বলে?ভারতে কত বছর অন্তর অন্তর সরকার নির্বাচিত হয়?

৩।নীচের প্রশ্নগুলির চার পাঁচটি বাক্যে উত্তর দাওঃ

I. ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখ?

II. বর্তমান ভারতে শাসন ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য দেখা যায়?

III. সরকারের কাজ কী কী?

IV. নির্বাচন কে সাধারন ভাবে কী বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচিত হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক লেখ?

V. স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?

VI. যুক্ত রাষ্ট্র ও সংবিধান কাকে বলে?

৪। নীচের প্রশ্নগুলির অনধিক সাত আটটি বাক্যে উত্তর দাওঃ

I. পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কী কী কাজ করে?

II. ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভুমিকা লেখ?

III. সরকারের কয়টি ভাগ? ঐ ভাগগুলি কোনটি কী কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়?

IV. পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে একটি টীকা লেখ?

V. প্রাচীনকালে ভারতে ও অন্য কোথায় গণতন্ত্রের কোথা জানা যায়?সেই গণতন্ত্র কেমন ছিল?





No comments:

Post a Comment