পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ
১।নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ
1) পলাশ ফুল কোন ঋতুতে ফোটে?
2) ইলিশ মাছ কখন ডিম পাড়ে?
3) গাছে বাস করে এমন দুটি প্রানীর নাম লেখ?
4) কবে অরণ্য সপ্তাহ পালন করা হয়?
5) ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?
6) পরিযায়ী পাখিরা আমাদের দেশে কখন আসে?
7) বিগত ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা কত বেড়েছে?
8) নাসা কোন বছরটিকে উষ্ণতম বছরের আখ্যা দিয়েছে?
9) মরু অঞ্চলের দুটি জীবের নাম লেখ?
10) ভারতবর্ষের কত অংশ অরণ্য দ্বারা আচ্ছাদিত?
11) কোয়ালা কোথায় দেখা যায়?
12) কোন প্রানী থেকে মৃগনাভি পাওয়া যায়?
13) দুটি বিপন্নপ্রায় প্রানীর নাম লেখ?
14) বর্তমানে কত প্রজাতির জীব বিপন্নতার মুখে?
15) সুন্দরবনের দুটি বন্যপ্রানীর নাম লেখ?
২।নীচের প্রশ্নগুলির দুটি বাক্যে উত্তর দাওঃ
1) আবহাওয়া কাকে বলে?
2) জলবায়ু কাকে বলে?
3) আবহাওয়া ও জলবায়ু কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
4) এস পি এম বলতে কী বোঝ?
5) বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝ?
6) প্রবাল দ্বীপ বলতে কী বোঝ?
7) প্রবাল প্রাচীর বলতে কী বোঝ?
8) প্রবাল প্রাচীর ধ্বংসের কারণগুলি লেখ?
9) জীব বৈচিত্র্য বলতে কী বোঝ?
10) বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝ?
11) ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট নাম লেখ?
12) মেগা ডাইভারসিটি নেসন্স বলতে কী বোঝ?
13) বর্জ্য পদার্থ কাকে বলে?
14) বাহক দ্বারা সংক্রামিত দুটি অসুখের নাম লেখ?
15) হাসপাতালে বর্জ্য পদার্থের দ্বারা সংক্রামিত দুটি অসুখের নাম লেখ?
16) কারখানার বর্জ্য পদার্থের দ্বারা সংক্রামিত দুটি অসুখের নাম লেখ?
17) পরিবেশ রক্ষায় গাছেদের ভূমিকা লেখ?
18) খাদ্য শৃঙ্খল কাকে বলে?
19) খাদ্যজাল কাকে বলে?
৩।নীচের প্রশ্নগুলির দুটি বাক্যে উত্তর দাওঃ
1) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ?
2) গাছ কীভাবে জলচক্র সম্পাদনে সাহায্য করে?
3) গাছ কীভাবে মাটির ক্ষয় রোধ করে?
4) গাছ কী ভাবে শব্দ দূষণ রোধ করে?
৪।নীচের প্রশ্নগুলির পাঁচ ছটি বাক্যে উত্তর দাওঃ
1) পৃথিবীর জীব বৈচিত্র্য হ্রাসের কারণ গুলি লেখ?
2) জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখ?
3) জীবজগতের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ?
No comments:
Post a Comment