Sunday, July 22, 2018

CLASS VI: Geography FIRST CHAPTER


ষষ্ঠ শ্রেণী 

ভূগোল 

FIRST CHAPTER

. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ(উত্তরসহ)                                                                                  
) আকাশগঙ্গা একটি ------ গ্রহ/ উল্কা/ ছায়াপথ
) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল----- মঙ্গল/ বুধ/ বৃহস্পতি ।
) পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক ------ চাঁদ/ মঙ্গল / শুক্র ।
) এই গ্রহটির ১ দিনের চেয়ে ১ বছর ছোট ----- শুক্র/ মঙ্গল/ প্লুটো ।
)“আমি প্রথম পৃথিবীর ছায়া চাঁদের ওপর দেখে বলেছিলাম পৃথিবী গোল”----- এরাটোস্থেনিস/ গ্যালেলিও/ অ্যারিস্টটল
) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ------ ১৪/ ১৫/ ১৩ কোটি কিমি ।
) মঙ্গলকে ----- লাল/ নীল/ সবুজ গ্রহ বলা হয় ।
) পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ------ ৬৪০০/৬৩০০/৬৫০০ কিমি ।
) সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল ----- ধ্রুব তারা/ প্রক্সিমা সেনটাউরি/ লুব্ধক ।
) মঙ্গলের উপগ্রহ সংখ্যা ------ / / ৩ টি ।
) আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ----- ৩০০০/ ৩০০০০0/ ৩০০০০ কিমি ।
) সবথেকে বড় উপগ্রহটি হল ----- বৃহস্পতি/ টাইটন / ট্রাইটন ।
) সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম ---- ধূমকেতু/ সেরেস/ উল্কা
) পৃথিবী নয় সূর্যই মহাজগতের কেন্দ্রে আছে, এই সত্যটি প্রমান করেন ---- কোপার্নিকাস/ গ্যালিলিও/  নিউটন ।    
. শূন্যস্থান পূরণ করঃ (উত্তরসহ)                                                                                                     
) হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট মেঘ হল নীহারিকা
) আকাশে ইংরেজি M অক্ষরের মতো নক্ষত্রগুলিকে বলে ক্যাসিওপিয়া
গ) মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশী বৃহস্পতি গ্রহে ।
ঘ) পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত
ঙ) পৃথিবীর প্রকৃত আকৃতিকে ইংরেজি ভাষায় জিওড বলে ।
চ) উত্তর আকাশে যে সাতটি  উজ্জ্বল তারা আছে, তার নাম সপ্তর্ষিমণ্ডল  
ছ) সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ যে ছায়াপথে আছে তার নাম আকাশগঙ্গা
জ) একটি দানব গ্রহ হল বৃহস্পতি
ঝ) ঝাঁটার মতো উজ্জ্বল লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে বলে ধূমকেতু
ঞ) সৌরপরিবারে একটি বহিস্ত গ্রহ হল শনি
ট) মহাকাশে যাওয়ার পোশাককে স্পেসসুট বলে ।
ঠ) গ্যানিমিড হল বৃহস্পতি গ্রহের উপগ্রহ ।
ড) পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুন বড় ।  
ঢ) চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ 
ণ) লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে  ছায়াপথ তৈরি ।  
ত) মহাবিশ্ব দ্রুত ভাবে প্রসারিত হচ্ছে ।
থ) ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন আখ্যা দিয়েছিলেন ।
দ)সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে নক্ষত্র টি দেখা যায়, সেটি হল সন্ধ্যাতারা
ধ) অ্যান্টার্কটিকার ভরখয়ানস্ক পৃথিবীর শীতলতম স্থান ।
ন) সূর্যের বাইরের অংশের বিস্ফোরনে আয়নিত কণা, গ্যাস, রশ্মি, ছড়িয়ে পড়াকে সৌরঝড় বলে 
প) কৃত্তিকা আসলে একটি নক্ষত্রমণ্ডল  
ফ) আজ থেকে ৪৬০ কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয় ।
ব) সূর্যের বাইরের অংশের নাম করোনা
ভ) সূর্যের মতো মাঝারি মাপের তারাদের আয়ু হল ১০০০ কোটি বছর      
৩. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিল করঃ (উত্তরসহ)                                         

ক)ধূমকেতু
নক্ষত্রমণ্ডল
খ)উল্কা
জ্যোতিষ্কের নিজেদের পথ
গ)ছায়াপথ
তারাখসা
ঘ)শুক্র
ল্যাজওলা জ্যোতিষ্ক
ঙ)তারা
জ্বলন্ত গ্যাসিও পিণ্ড
চ)কক্ষপথ
লক্ষ লক্ষ তারার সমষ্টি
ছ)কালপুরুষ
সন্ধ্যাতারা
জ)লালগ্রহ
আকাশ নিয়ে যারা গবেষণা করেন
ঝ)জ্যোতির্বিজ্ঞানী
মঙ্গল

. এককথায় উত্তর দাওঃ (উত্তরসহ)                                                                                      
) সৌরজগতের বৃহত্তম গ্রহটির আবর্তনের সময় কত ?
উঃ ১২ বছর ।
) প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ?
উঃ কল্পনা চাওলা ।
) চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর কত অংশ ?
উঃ ১/৬ ভাগ ।
) কোন নক্ষত্রকে দেখে নাবিকরা রাত্রি বেলাই দিক ঠিক করত ?
উঃ ধ্রুবতারা
) শুক্রগ্রহের উষ্ণতা বেশী কেন ?
উঃ প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় ।
) নেপচুনের রং নীল কেন ?
উঃ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশী থাকায় ।
) ISRO এর পুরো নাম কী ?
উঃ INDIAN SPACE RESEARCH ORGANISATION
) সৌরজগতে বর্তমানে কোটি গ্রহ আছে ?
উঃ ৮ টি ।
) সন্ধ্যাতারা আসলে কী ?
উঃ শুক্রগ্রহ
) সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত ?
উঃ ৭৭.৮ কোটি ।
) ছায়াপথ কী ভাবে তৈরি হয় ?
উঃ কোটি কোটি নক্ষত্র দিয়ে
) সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ?
উঃ ৬০০০ সে।
) NASA এর পুর নাম কী ?
উঃ National Aeronautics and Space Administration
) টাইটন কোন গ্রহের উপগ্রহ ?
উঃ বৃহস্পতি
) পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায় ?
উঃ ৭৬ বছর
) সূর্যের আলো ও উত্তাপের কত ভাগ পৃথিবীতে এসে পৌছায় ?
উঃ ২০০ কোটি ভাগের এক ভাগ
) এক একটি ছায়াপথে কত কত তারা থাকে ?
উঃ কোটি কোটি ।   
) কিউরিওসিটি কী ?
উঃ NASA প্রেরিত একটি রোভার । যা আমাদের মঙ্গল গ্রহ সম্পর্কে নানা তথ্য জানিয়েছে । 
ধ) কোন গ্রহের চারিদিকে বলয় দেখা যায় ?
উঃ শনি ।  
ন) মানমন্দির কী ?
উঃ আকাশ পর্যবেক্ষণের জন্য যে গম্বুজ আকৃতির বাড়ি তৈরি করা হয় এবং যাতে টেলিস্কোপ স্থাপন করা হয় তাকে মানমন্দির বলে ।
প) প্ল্যানেটরিয়াম বলতে কী বোঝ ?
উঃ যে ঘরে কৃত্রিমভাবে মহাকাশ দেখার ব্যবস্থা করা হয় তাকে প্ল্যানেটরিয়াম বলে  
ফ) কোন যন্ত্রের সাহায্যে দূরের জিনিস কে কাছে দেখা যায় ?
উঃ টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ।
ব) প্রথম পুরুষ এবং মহিলা মহাকাশ চারীর নাম লেখো ?
ভ) দুটি ভারতীয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো?
ম) প্রথম ভারতীয় মহাকাশ চারী কে?
য) লাইকা কে?
র) দুজন ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম লেখো?

. দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (উত্তরসহ)                                                                           
) সৌর কলঙ্ক কী ?
উঃ সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল।সূর্যের এই অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানগুলি কালো বর্ণের মতো দেখায়, একে সৌর কলঙ্ক বলে  
) তারাখসা কী ?
উঃ মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়। একে বলে তারাখসা আসলে এটা উল্কাপাত
) পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন ?
উঃ পৃথিবীতে জলের পরিমাণ বেশী হওয়াই মহাকাশ থেকে একে দেখতে নীল বর্ণের মতো মনে হয় টাই একে নীল গ্রহ  বলে
) প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন ?
উঃ প্লুটোর কক্ষপথে যদি কোন মহাজাগতিক বস্তু এসে পরে, তাহলে প্লুটো সেটাকে নিজ কক্ষ পথ থেকে সরিয়ে দিতে পারে না, তাই একে বামন গ্রহ বলে
) গ্রহদের দুটি বৈশিষ্ট্য লেখ ?
উঃ গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই এরা নখেত্রের চারিদিকে ঘোরে  
) চাঁদের গায়ে কালো দাগগুলো আসলে কী ?  
উঃ চাঁদের গায়ে অসংখ্য গর্ত থাকায় সূর্যের আলো ঠিক ভাবে পৌছাতে পারে না সেই অংশগুলি কালো বর্ণের দেখায়
)পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা মহাকাশচারীর নাম লেখো?   
উঃ ইউরি গ্যাগারিন ও ভ্যালেন্টিনা তেরেস্কোভা ।   
) নক্ষত্রমণ্ডল বলতে কী বোঝ ?  
উঃ একাধিক নক্ষত্রের সমষ্টিকে একত্রে নক্ষত্রমণ্ডল বলে যেমন- ক্যাসিওপিয়া ও কালপুরুষ ।
ঝ) চাঁদে কোন শব্দ শুনতে পাওয়া যায় না কেন ?
উঃ শব্দ চলাচলের জন্য জড় মাধ্যমের দরকার হয় চাঁদে যেহেতু কোন জড় মাধ্যম নেই অর্থাৎ কোন বায়ুমণ্ডল নেই তাই চাঁদে কোন শব্দ শোণা যায় না
ঞ) কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝ ? এর দুটি ব্যবহার লেখ ?
উঃ মানুষের তৈরি যন্ত্র যা মহাকাশ গবেষণা ও নানা ধরনের পরিষেবা প্রদান করে ,তাকে কৃত্রিম উপগ্রহ বলে। আবহাওয়ার পূর্বাভাস জানতে এবং সমুদ্র পরিবহণে এই যন্ত্রের ব্যবহার করা হয়
ট) চাঁদের আবর্তন ও পরিক্রমণ সময় কত ?
উঃ ২৭ দিন ৮ ঘণ্টা  
ঠ) আন্তস্থঃ ও বহিস্থঃ গ্রহ বলতে কী বোঝ ?  
উঃ সৌর পরিবারের ভিতরের গ্রহগুলিকে আন্তস্থ গ্রহ এবং সৌর পরিবারের বাইরের গ্রহগুলিকে বহিস্থ গ্রহ  বলা হয়বুধ,শুক্র,পৃথিবী, মঙ্গল হচ্ছে আন্তস্থঃ গ্রহ আর শনি, ইউরেনাস, নেপচুন হচ্ছে বহিস্থঃ গ্রহ
ড) সৌর পরিবার বলতে কী বোঝ ?  
উঃ সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহ ও উপগ্রহ প্রদক্ষিণ করছে , তাদের একত্রে সৌর পরিবার বলে।
. পার্থক্য লিখোঃ
গ্রহ ও উপগ্রহ, গ্রহ ও নক্ষত্র, উল্কা ও ধূমকেতু , গ্রহানানুপুঞ্জ
. টীকা লেখঃ                                                                                                                                              
নীহারিকা, সৌরঝড়, ধূমকেতু, বামন গ্রহ, চন্দ্রগ্রহণ, চন্দ্রাভিযান
. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ                                                           
ক) তারা গুলো মিটমিট করে জ্বলে কেন ?
খ) ধূমকেতু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর ?
গ) সৌরঝড় কী ও এর প্রভাবে কী হয় ?
. চিত্র অঙ্কন করঃ                                                                       
সৌরজগত, ধূমকেতু, নক্ষত্রমণ্ডল,  

পাঠ্য বইয়ের প্রশ্নপত্র (১-১৪)  



















































তুমি কোথায় আছো?

পাতা (১৯ – ২৩) 

ক।বাক্যটি শুদ্ধ হলে ‘শু’ ও অশুদ্ধ হলে ‘অশু’ লেখঃ
১. গ্লোব হল পৃথিবীর মডেল।
২. নিরক্ষরেখার মান হল ৯০ ডিগ্রী।
৩. দ্রাঘিমারেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিন গোলার্ধে ভাগ করে রেখেছে।
৪. লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে দ্রাঘিমা রেখা গেছে
৫. কোন গোলকের পৃষ্ঠে মহাবৃত্ত হল সেই বৃত্ত, যার কেন্দ্র ও গোলকটির কেন্দ্র এক?
৬. পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ৯০ ডিগ্রী কোনে হেলে থাকে।   
খ। নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ
১. পৃথিবীর অক্ষ বলতে কী বোঝ?
২. নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে?
৩. নিরক্ষরেখা পৃথিবীকে কটি ভাগে ভাগ করে রেখেছে?
৪. উত্তর মেরু বলতে কী বোঝ ?
৫. দক্ষিন মেরু বলতে কী বোঝ?
৬. নিরক্ষরেখার মান কত?
৭. পৃথিবীতে কটি অক্ষরেখা আছে?
৮. পৃথিবী তার অক্ষতলের সঙ্গে কত ডিগ্রী হেলে থাকে?
৯. দ্রাঘিমা রেখার মান কত?
১০. লন্ডনের কোন শহরের উপর দিয়ে দ্রাঘিমারেখা গেছে?
১১. মহাবৃত্ত কাকে বলে?
১২. কারা এবং কখন সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন?
১৩. কক্ষপথ কাকে বলে?
১৪. কক্ষতল কাকে বলে?
১৫. পৃথিবীর মডেল কী?
১৬. দ্রাঘিমারেখা সংখ্যায় কটি?
১৭. ভারত কোন গোলার্ধে অবস্থান করছে?
গ। দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ
১. অক্ষরেখা কাকে বলে?
২. দ্রাঘিমারেখা কাকে বলে?
৩. নিরক্ষীয় তল কাকে বলে?
৪. অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো।
৫. দ্রাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য লিখ।
৬. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন?
৭. পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ বলতে কী বোঝ?
৮. উত্তর গোলার্ধ ও দক্ষিন গোলার্ধ বলতে কী বোঝ?
৯. মেরু বলতে কী বোঝ? ইহা কয় প্রকার ও কী কী?
১০.এমন কয়েকটি দেশের নাম কর যার উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে?
পার্থক্য লেখঃ
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা
ঙ। চিত্র অঙ্কন করঃ
১. পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখার চিত্র অঙ্কন কর
২. দ্রাঘিমা রেখা ও নিরক্ষরেখা ।                                                                
পাঠ্য বইয়ের প্রশ্নপত্র (১৯ – ২৩)





































জল-স্থল-বাতাস
 


১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
        I.            ট্রপোস্ফিয়ার কাকে বলে?
      II.            প্রতি ১০০০ মিটার বায়ুমণ্ডলের উষ্ণতা কত ডিগ্রী হারে কমে?
    III.            বায়ুমণ্ডলের একমাত্র কোন স্তরে মেঘ-ঝড়-বৃষ্টি দেখা যায়?
    IV.            ট্রপস্ফিয়ারের ওপরের স্তরের নাম কী?
      V.            ভূত্বক কাকে বলে?
    VI.            কেন্দ্রমন্ডল কাকে বলে?
  VII.            গুরুমন্ডল কাকে বলে?
VIII.            শিলামন্ডল কাকে বলে?
    IX.            বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়?
      X.            পৃথিবীতে কত বছর আগে প্রাণের আবির্ভাব ঘটেছিল?
    XI.            কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী ভূখণ্ডগুলি বছরে কত সেমি করে সরে যাচ্ছে?
  XII.            মহাদেশ সঞ্চরনের মূল কারন কী?
XIII.            কত কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভাঙতে আরম্ভ করে?
XIV.            পৃথিবীর সমস্ত জলের কত ভাগ জল মহাসাগরে রয়েছে?
  XV.            দক্ষিন গোলার্ধে স্থল্ভাগ থেকে জল ভাগ কত বেশি?
XVI.            বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
XVII.            বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন গুলি উড়ে যেতে পারে?
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ  
        I.            বায়ুমণ্ডল কাকে বলে?
      II.            বায়ুমণ্ডলের উপাদানগুলি লেখো?
    III.            আকাশের রঙ নীল কেন?
    IV.            সূর্যোদয়ের ও সূর্যাস্তের সময় আকাশকে লালচে দেখায় কেন?
      V.            ্ট্রাটস্ফিয়ার স্তরকে শান্তমন্ডল বলা হয় কেন?
    VI.            ওজোন গ্যাস কীভাবে আমাদের সাহায্য করে?
  VII.            পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
VIII.            পৃথিবীতে কত ভাগ জল কতভাগ স্থল আছে?
    IX.            জলের দুটি ্যবহার লেখো?
      X.            প্যাঞ্জিয়া বলতে কী বোঝ?
    XI.            প্যান্থালসা বলতে কী বোঝ?
  XII.            পৃথিবীতে কটি মহাদেশ মহাসাগর আছে?
XIII.            পৃথিবীতে কত প্রজাতির উদ্ভিদ প্রানী বাস করে?
XIV.            জলের অপর নাম জীবন কেন?
  XV.            শিলামন্ডল থেকে পাওয়া যায় এরকম দুটি খনিজ পদার্থের নাম লেখো?
XVI.            বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝ?
XVII.            পৃথিবীর কোন স্থানের উচ্চতা নির্ণয়ের সময় গড় সমুদ্রতলের সাপেক্ষে মাপা হয় কেন?
৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
        I.            বায়ুমণ্ডল না থাকলে আমাদের কী ক্ষতি হত?
      II.            শিলামন্ডলের গুরুত্ব লেখ?
    III.            জলের গুরুত্ব লেখো?
    IV.            বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো?
      V.            বিশ্ব উষ্ণায়েনর ফলাফল লেখো?
    VI.            কীভাবে বৃষ্টিপাত হয়?
৪।টীকা লেখঃ (চার-পাঁচটি বাক্যে উত্তর)
 ট্রপস্ফিয়ার, থারমস্ফিয়ার, জীবমণ্ডল, বারিমন্ডল, জলচক্র 
৫।চিত্র অঙ্কন করঃ                                                                                                    মান ৫
পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের চিত্র, পৃথিবীর অভ্যান্তর স্তর বিন্যাসের চিত্র, মহাদেশগুলির ভবিষ্যৎ অবস্থান
























পৃথিবীর আবর্তন
 


 ১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
        I.            পৃথিবীর পরিধি কত?
      II.            পৃথিবী আবর্তন সময় কত?
    III.            আবর্তন গতি কাকে বলে?
    IV.            পৃথিবীর অক্ষ বলতে কী বোঝ?
      V.            কোন স্থানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশী?
    VI.            পৃথিবীর মেরুর দিকে আবর্তন বেগ কত?
  VII.            নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত?
VIII.            কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম?
    IX.            ঊষা কাকে বলে?
      X.            গোধূলি কাকে বলে?
    XI.            MERIDIAN  বোলতে কী বোঝো? 
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ 
        I.            সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে?
      II.            কোপার্নিকাস কে ছিলেন? তিনি তার পরিক্ষার দ্বারা কী প্রমাণ করেছিলেন?
    III.            সূর্য ও অন্য তারাকে পূর্ব আকাশে আগে দেখা যায় কেন?
    IV.            ছায়াবৃত্ত কাকে বলে?
      V.            কে ও কত সালে তার সমুদ্রযাত্রা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার?
    VI.            আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝ?
  VII.            PM AM বোলতে কী বোঝো?
নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 
        I.            পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে কী হবে?
      II.            অস্ট্রেলিয়ার মানুষরা একদিন আগে বড়দিন পালন করেন কেন?
    III.            পৃথিবী আবর্তন করা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন?
৪।টীকা লেখো(চার-পাঁচটি বাক্যে উত্তর):  স্থানীয় সময় , প্রমাণ সময়, আন্তর্জাতিক তারিখ রেখা
৫। রচনাধর্মী প্রশ্ন দাওঃ(সাত-আটটি বাক্যে উত্তর)   
        I.            দিবা-রাত্রির সংঘটনের প্রক্রিয়াটি একটি পরীক্ষার সাহায্যে দেখাও?



আমাদের ভারত

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
1.      ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কটি?
2.      ভারতের রাজধানীর নাম লেখ?
3.      ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?
4.      ভারতের দক্ষিণতম স্থল বিন্দু কোনটি?
5.      ভুপ্রাক্রিতিক বৈচিত্র্য অনুযায়ী ভারতকে সাধারণত কটি ভাগে ভাগ করা হয়েছে?
6.      দাক্ষীনাত্য মালভূমির সরবচ্চ শৃঙ্গ কোনটি?
7.      নর্মদা ও তাপী নদী কোথায় মিশেছে?
8.      পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী বদ্বীপ কোনটি?
9.      সিন্ধুনদের গতিপথে গড়ে ওঠা দুটি শহরের নাম লেখ?
10.  ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি?
11.  মরু অঞ্চলের মাটিতে কী জাতীয় সস্য ভাল উৎপাদিত হয়?
নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ 
1.      ভারতের দুটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের নাম লেখ?
2.      উপসাগর কাকে বলে?
3.      ভারতবর্ষের দুটি প্রতিবেশী দেশের নাম লেখ?
4.      উপদ্বীপ কাকে বলে?
5.      বর্তমান ভারতে কয়টি অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে?
6.      পর্বতশ্রেণী কাকে বলে?
7.      পর্বত গ্রন্থি কাকে বলে?
8.      দুন কাকে বলে?
9.      তরায় কাকে বলে?
10.  সিন্ধু নদীর দুটি উপনদীর নাম লেখ?
11.  সহ্যাদ্রি কী?
12.  কয়াল কাকে বলে?
13.  ভারতের দুটি প্রবাল দ্বীপের নাম লেখ?
14.  ভারত বর্ষের দীর্ঘতম হিমবাহ কোনটি?
15.  উত্তর ভারতের প্রধান নদী কোনটি?
16.  ভারতের একটি অনিত্যবহ নদীর নাম লেখ?
17.  ব্রমহপুত্র নদীর উৎস লেখ?
18.  দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি?
19.  ব্রমহপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত?
20.  চরমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝ?
21.  সমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝ?
22.  খাদার ও ভাবর কাকে বলে?
23.  লাটেরাইট মাটির রঙ লাল কেন?
24.  সিঙ্কোনা ও বাসক গাছের দুটি ঔষধি গুনের লেখ?
25.  কয়েকটি ঔষধি গাছের নাম লেখ?
26.  ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের দুটি বৃক্ষের নাম লেখ?
27.  ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
28.  পরিযায়ী পাখি কাকে বলে?
29.  সংরক্ষিত অরন্য কাকে বলে?
30.  অভয়ারন্য কাকে বলে?
31.  জাতীয় অরন্য কাকে বলে?
32.  ঝুমচাষ বলতে কী বোঝ?
33.  কোন মাটি পাট ও তুলো চাষের পক্ষে উপযুক্ত?
34.  দুটি খাদ্যফসলের নাম লেখ?
35.  দুটি পানীয় ফসলেরে উদহারন দাও?
36.  দ্বীপপুঞ্জ বলতে কী বোঝ? আন্দামান কয়টি দ্বীপ নিয়ে গঠিত?
37.  দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখ?
38.  অন্তরবাহিনী নদী কাকে বলে? উদহারন দাও।
39.  গঙ্গার তীরে গড়ে ওঠা দুটি তীর্থ স্থানের নাম লেখ?
নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ 
1.      ভারতের চতুরসীমার বিবরণ দাও?
2.      ভারতের অবস্থান লেখ?
3.      উত্তরের বদ্বীপ গঠিত সমভূমি অঞ্চলে প্রচুর মানুষ বাস করে কেন?
4.      গঙ্গা নদীর গতিপথের বিবরন দাও?
5.      ভারতে মৌসুমি বায়ুর প্রভাব লেখ?
6.      পশ্চিম ও পূর্ব উপকুল বলতে কী বোঝ?
7.      ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন?
8.      মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখ?
9.      কালো মাটির সংক্ষিপ্ত পরিচয় দাও?
10.  মাটি সংরক্ষণের উপায় গুলি লেখ?
11.  মাটির চারটি ব্যবহার লেখ?
৪।টীকা লেখো(চার-পাঁচটি বাক্যে উত্তর): 
লু ও আঁধি, কালবৈশাখী, বৃষ্টিচ্ছায় অঞ্চল, পশ্চিমি ঝঞ্ঝা,
৫। রচনাধর্মী প্রশ্ন দাওঃ(সাত-আটটি বাক্যে উত্তর) 
1.      ভারতের ভূপ্রকৃতির বিবরণ দাও?
2.      ভারতের মাটির পরিচয় দাও?
3.      ভারতের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও?
































আবহাওয়া ও জলবায়ু

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
1.      প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রী করে হ্রাস পায়?
2.      কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
3.      কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়?
4.      কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক মাপা হয়?
5.      কোন যন্ত্ররে সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
6.      জ্বর হলে সাধারনত থার্মোমিটারের কোন স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয়?
7.      আমাদের দেশে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
8.      কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়?

২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ 
1.      আবহাওয়া কাকে বলে?
2.      জলবায়ু কাকে বলে?
3.      আগত সৌর বিকিরন কাকে বলে?
4.      আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি কি?
5.      তাপমাত্রা মাপার কত রকম স্কেল আছে ও কি কি?
6.      কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়?
7.      গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝ?
8.      দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝ?
9.      আমাদের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়?
10.  সমবর্ষণ রেখা কাকে বলে?
11.  আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝ?
12.  আবহাওয়া ও জলবায়ুর উপাদান গুলি কী কী?
13.  ঘনীভবন কাকে বলে?
14.  বায়ুপ্রবাহ বলতে কি বোঝ?
15.  বায়ুচাপ বলতে কি বোঝ?
16.  বায়ুর আদ্রতা বলতে কি বঝ?কোন যন্ত্রের সাহায্যে তা মাপা হয়?
17.  তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য কি?

৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
1.      আবহাওয়া ও জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লিখ?
2.      কিভাবে মেঘের সৃষ্টি হয়?
3.      সমবর্ষণ রেখার তিনটি বৈশিষ্ট লেখ?
4.      পৃথিবী কয়টি তাপমন্ডলে বিভক্ত ও কী কী?
৪।টীকা লিখ— এলবেডো,বিকিরন,পরিবহন,পরিচলন 
৫।রচনা ধর্মী প্রশ্নঃ  
1.      মানব জীবনের অপর জলবায়ুর প্রভাব লেখ?
2.      পৃথিবীর তাপমাত্রা সবস্থানে একই রকম হয় না কেন?
3.      বৃষ্টিপাত কিভাবে হয়?
4.      পৃথিবীর তাপমন্ডলের সচিত্র বিবরণ দাও?
চিত্র অঙ্কন করঃ 
আমাদের চারপাশে বায়ুমণ্ডল উত্তাপের পদ্ধতি, উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস, তাপমন্ডল,


­­­­­­­­­­­­­­­­­­­­_________________________________
























বরফে ঢাকা মহাদেশ

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
1.      আন্টার্কটিকা শব্দের অর্থ কি ?
2.      আন্টার্কটিকা মহাদেশের অপর নাম কি?
3.      আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
4.      পৃথিবীর দীর্ঘতম  হিমবাহের নাম কি?
5.      আয়তনের বিচারে আন্টার্কটিকা  মহাদেশের স্থান কত?
6.      পৃথিবীর শীতলতম স্থান কোনটি ?
7.      পেঙ্গুইনের প্রধান খাদ্য কি?
8.      কে সুমেরু বিন্দুতে প্রথম পৌঁছেছিল ?
9.      আন্টার্কটিকায় সারা বছরে কত কিমি পুরু বরফের স্তর পড়ে?
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ 
1.      মেরুজ্যোতি কাকে বলে?
2.      আন্টার্কটিকা য় অবস্থিত দুটি ভারতের গবেষণাগারের নাম লিখ?
3.      আন্টার্কটিকা য় কয়টি দেশের কয়টি গবেষণাগার আছে?
৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
1.      শীততকালে কেন আন্টার্কটিকা য় অভিযান কড়া হয়?
2.      আন্টার্কটিকা  মহাদেশটির উষ্ণতা বাড়ে না কেন?
3.      আন্টার্কটিকা  এত ঠাণ্ডা কেন?
4.      আন্টার্কটিকা  কোনো গাছ জন্মায় না কেন?
 ৪।টীকা লিখ— সাদা মহাদেশ, মেরুজ্যোতি ,পেঙ্গুইন
চিত্র অঙ্কন করঃ











বায়ু দূষণ

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
        I.            দূষিত বাতাস শরীরে ঢুকলে কী হবে?
      II.            কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী?
    III.            একটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখ?
    IV.            সি এফ সি এর পুরো নাম লেখ?
      V.            দুটি গনপরিবহনের নাম লেখ?
    VI.            কলকাতা, দিল্লি , মুম্বই ও বেঙ্গালুরুর রাস্তায় যে পরিমান গাড়ি চলে তাতে প্রতিদিন বাতাসে কত পরিমান ধোঁয়া বাতাসে মেশে?
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ
        I.            বায়ু দূষণ কাকে বলে?
      II.            কবে, কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে ব্যাপক বায়ু দূষণ ঘটায়?
    III.            বায়ু দূষক কাকে বলে?
    IV.            কয়েকটি বিষাক্ত গ্যাসের উদহারন দাও?
      V.            গ্রীন হাউস বলতে কী বোঝ?
    VI.            বায়ু দূষণের ফলে কম বয়সী শিশুরা বেশি পরিমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কেন?
৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
        I.            বায়ুদূষণের কারণগুলি লেখ?
      II.            বায়ু দূষণ প্রতিকারের উপায় লেখ?
    III.            ঘরে কী ভাবে বায়ুদূষণ ঘটে?
    IV.            ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখ?
      V.            অ্যাসিড বৃষ্টি কী?এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখ?
    VI.            গ্রাম অঞ্চলে ও শহর অঞ্চলের বায়ু দূষণের কারন কী? এর মধ্যে কোথাকার বাতাস বেশী  দূষিত?
টীকা লেখঃ ওজোন স্তর, অ্যাসিড বৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন  , আর্থ আওয়ার 
 ৪। চিত্র অঙ্কন করঃ







শব্দ দূষণ

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
        I.            শব্দের তীব্রতা মাপার একক কী?
      II.            শব্দের মাত্রা কত হলে তা মানুষের শারীরিক ও মানসিক অসুবিধা সৃষ্টি করতে পারে?
    III.            সাধারন কথা বলার সময় শব্দের তিব্রতা কত থাকে?
    IV.            কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়?
      V.            সাইলেন্স বোর্ড এর অর্থ কী?
    VI.            সাইলেন্সার কী?
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ
        I.            শব্দদূষণ কাকে বলে?
      II.            শহরের শব্দদূষনের তিনটি উৎসের নাম লেখ?
    III.            গাছ কীভাবে শব্দ দূষণ প্রতিরোধ করে?
    IV.            শব্দ দূষণের সমস্যাজনিত দুটি অসুখের নাম লেখ?
      V.            সাধারণত গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে শব্দ দূষণের প্রভাব বেশী লক্ষ্য করা যায় কেন?
৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
        I.            শব্দদূষণের কারন পাঁচটি কারন লেখ?
      II.            শব্দদূষণের চারটি ফলাফল  লেখ?
    III.            শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখ?
    IV.            গ্রামের ও শহরের শব্দ দূষণের মধ্যে তিনটি পার্থক্য লেখ?
চিত্র অঙ্কন করঃ












মানচিত্র

১।নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাওঃ
        I.            ম্যাপ শব্দটির কোথা থেকে উৎপত্তি হয়েছে?
      II.            গ্রীক পুরানের দেবতার নাম কী?
    III.            কার্টোগ্রাফী বলতে কী বোঝ?
    IV.            পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কে তৈরি করেন?
      V.            মানচিত্র কাকে বলে ?
    VI.            মানচিত্রের বইকে কী বলা হয়?
  VII.            মানচিত্রের স্কেল বলতে কী বোঝ? 
VIII.            প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
    IX.            রাজনৈতিক মানচিত্র কাকে বলে?
      X.            কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায়?
    XI.             কোন স্থানের অবস্থান জানার জন্য কোন দুটি জিনিস অপরিহার্য?
২।নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ
        I.            দুটি বিষয়ভিত্তিক মানচিত্রের উদহারন দাও।
      II.            কবে ও কোথায় পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে?
    III.            ছোট স্কেল মানচিত্র কাকে বলে?
    IV.            বড়ো স্কেল মানচিত্র কাকে বলে?
      V.            প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বলতে কী বোঝ?

৩।নীচের প্রশ্নগুলির চার-পাঁচটি বাক্যে উত্তর দাওঃ  
        I.            একটি মানচিত্র এঁকে তার অপরিহার্য উপদানগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও?
৪। চিত্র অঙ্কন করঃ
ভারতের নদনদীর মানচিত্র, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র, প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন,
___________________________________














































 









   










































No comments:

Post a Comment