Sunday, July 22, 2018

নবম শ্রেনীঃ ইতিহাস






CHAPTER WISE QUESTIONS   

      বিপ্লবী আদর্শ, নেপলিয়নিয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ

  ২.১ নেপলীয়ান বোনাপার্টের ক্ষমতালাভ

     বিভাগ খ

২। একটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন কবে ও কোথায় জন্মগ্রহন করেন?

খ) নেপোলিয়ন ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যাবস্থার প্রবর্তন করেন?

গ) নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন?

ঘ) নেপোলিয়ন কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট নিযুক্ত হন?

ঙ) কবে ও কোথায় ট্র্যাফলাগারের যুদ্ধ সংঘটিত হয়?

চ) নেপোলিয়ন কবে থেকে সারাজীবনের জন্য কনসাল নিযুক্ত হন?

ছ)কত বছর বয়সে নেপোলিয়ন ফ্রান্সের সর্বচ্চো ক্ষমতা দখল করেন?

                                                                              বিভাগ গ

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) অক্টোবরের ঘটনা কী?

খ) কনসুলেট শাসনকালে তিনজন কন্সালের নাম লিখ?

গ) কে ও কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটান?

ঘ) ট্র্যাফলাগারের নৌযুদ্ধ কে?এর ফলাফল কী হয়েছিল লেখ?

ঙ) কনসুলেট শাসন কী?

চ) প্রথম কনসাল হিসাবে নেপলিয়ানের কী ক্ষমতা ছিল?


                         ২.২ ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন

২। একটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়নের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

খ) কোড নেপোলিয়ন কবে সংকলিত হয়?

গ) কোড নেপোলিয়নে বিধির সংখ্যা কত ছিল?

ঘ) কনসাল শাসনের পূর্বে ফ্রান্সে কত ধরনের আইনবিধি প্রচলিত ছিল?

ঙ) কোড নেপোলিয়ন কত ভাগে বিভক্ত ছিল?

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) কোড নেপোলিয়ন কী?

খ) কারা, কবে কোড নেপোলিয়নের সঙ্কলন করেন?

গ)কোড নেপোলিয়নের আইনগুলির শ্রেণীবিভাগ কর?

ঘ) কোড নেপোলিয়নের কয়েকটি বৈশিষ্ট্য লেখ?

ঙ) কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ত্রুটির উল্লেখ কর?

চ) কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল?

ছ) কাকে, কেন দ্বিতীয় জাস্তিনিয়ান বলে অবিহিত করা হয়?


                               ২.৩ নেপলিনিয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসী বিপ্লবের আদর্শের সংঘাত

২। একটি বাক্যে উত্তর দাওঃ

ক) ফরাসি বিপ্লবের আদর্শ কী ছিল?

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) ফরাসী বিপ্লবের আদর্শের প্রসার ব্যহত হয় কেন?


        ২.৪ নেপলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ

২। একটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন ফরাসী বিপ্লবের কোন আদর্শটি গ্রহন করেননি?

খ) ফরাসী বিপ্লবের অগ্নিয় তরবারি কাকে বলা হয়?

গ) কে ব্যাংক অব ফ্রান্স গড়ে তোলেন?

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন নিজেদের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে নিযুক্ত করেন?

খ) নেপোলিয়ন কীভাবে বিপ্লবী আদর্শকে রক্ষা করেছিলেন?

                       ২.৫ নেপলিয়নিয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শের পরস্পর অবস্থান


২। একটি বাক্যে উত্তর দাওঃ

ক) “আমিই বিপ্লব”--- এটি কার উক্তি?

খ) নেপোলিয়ন কাকে স্পেনের রাজা করেন?

গ) সিজল্পাইন প্রজাতন্ত্র কী?

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন?

খ) কনফেডারেশন অব রাইন কী?এটি কে প্রতিষ্ঠা করে?

গ) নেপোলিয়ন কি ভাবে জার্মানদের জাতিয়তাবাদে উদবুদ্ধ করেন?

ঘ) ইটালি প্রজাতন্ত্র কে গঠন করেন?এর ফলাফল লেখ?

ঙ) কী ভাবে স্পেনে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে?

চ) গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ সম্পর্কে জা জান লেখ?


                                                              ২.৬ ইউরোপের পুনর্গঠন


৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন কীভাবে ইউরোপকে পুনর্গঠন করেন?

খ) কিংডম অফ ওয়েস্তফ্যালিয়া সম্পর্কে কী জান লেখ?

গ) নেপোলিয়ন জার্মানির পুনর্গঠনে কী উদ্যোগ নেন?

ঘ) কবে, কাদের মধ্যে ক্যাম্পে ফরমিয় এর সন্ধি স্বাক্ষরিত হয়?

ঙ) টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

চ) কে, কোথায় বাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?



                                        ২.৭ নেপলিয়নিয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া


৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) কোন যুদ্ধকে জাতীসমূহের যুদ্ধ বলে আখ্যা দেওয়া হয়েছে?

খ) ফ্রান্সের বিরুদ্ধে মোট কটি শক্তিজোট গড়ে উঠে?

গ) ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট সম্পর্কে জা জান লেখ?

ঘ) মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

ঙ) অর্ডার ইন কাউন্সিল কী?

চ) বার্লিন ডিক্রী কী?

ছ) মিলান ডিক্রী কী?

জ) ওয়ার্স ও ফন্তেন ব্লু ডিক্রী কী?

ঝ) কবে কাদের মধ্যে সোমর সন্ধি স্বাক্ষর করেন?এই সন্ধিতে কী বলা হয়?

ঞ) ফন্তেন ব্ল্যু গোপন সন্ধি সম্পর্কে জা জান লেখ?

ট) নেপোলিয়নকে কবে ও কোথায় প্রথম নির্বাসন দেওয়া হয়?

ঠ) এলবা দ্বীপটি কোথায় অবস্থিত? কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়?


                                      ২.৮ জনগনের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া

৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন কী ভাবে নিজ দেশবাসীর কাছেই ঘৃণার পাত্র হয়ে ওঠেন?

খ) শত দিবসের রাজত্ব বলতে কী বোঝ?

গ) কবে কাদের মধ্যে তুরুজেনের সন্ধি স্বাক্ষরিত হয়?

ঘ) কবে ও কোথায় বার্লিন বিশ্ববিদ্যালায় প্রতিষ্ঠিত হয়?

ঙ) নেপোলিয়ন কর্তৃক পর্তুগাল অভিযান সম্পর্কে লিখ?

চ) নেপোলিয়নের স্পেন দখলের কী প্রতিক্রিয়া হয়েছিল?

ছ) স্পেনীয় ক্ষত কী?

জ) উপদ্বীপের যুদ্ধ সম্পর্কে জা জান লেখ।

ঝ) স্পেনীয় যুদ্ধে ফরাসীদের ব্যর্থতার কারন লেখ।


                                                                      ২.৯ রাশিয়া আক্রমণ


৩। দুতিনটি বাক্যে উত্তর দাওঃ

ক) নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে জা জান লেখ?

খ) রাশিয়া কর্তৃক ফরাসী বাহিনীর বিরুদ্ধে গৃহীত পোড়ামাটির নীতিটি কী?

গ) রাশিয়া অভিযানে নেপোলিয়নের পরাজয়ের দুটি কারন লিখ?

ঘ) গ্রদ আর্মি কী? কবে, কোথায় এটি ধ্বংস হয়?

ঙ) লিও তলস্তয় লেখা গ্রন্থটির নাম কী?এটি কী নিয়ে লেখা।

চ) কবে, কাদের মধ্যে ওয়াটারলু যুদ্ধ হয়? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল?



               উনবিংশ শতকের ইউরোপ- রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত

                                                                            বিভাগ খ

১। অতিসংখিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ

1. কোন সময় ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে?

2. ভিয়েনা সম্মেলন কবে ও কোথায় আয়োজিত হয়?

3. প্রথম কোথায় জাতিরাষ্ট্র গঠিত হয়?

4. রক্ত ও লৌহ নীতির কে প্রবর্তন করেন?

5. কাকে মুক্তিদাতা জার বলা হয়?

6. বিশমার্ক কে ছিলেন?

7. একক রাষ্ট্র তত্ত্ব কবে থেকে খুব জনপ্রিয়তা অর্জন করতে থাকে?

8. ভিয়েনা সম্মেলনের মূল চালিকা শক্তি কারা ছিল?

9. মেটারনিখ কে ছিলেন?

10. কোন সময়কে মেটারনিখের যুগ বলা হয়?

11. কোন সালে ফ্রান্সে বুরবো রাজবংশের পতন শুরু হয়?

12. ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার পেছনে কী কারন কী ছিল?

13. আয়ডলফ থিয়ারস কে ছিলেন?

14. কোথায় কার্বোনারী সমিতি গড়ে উঠেছিল?

15. গ্রীক জাতীয়তাবাদ কাকে বলে?

16. কারা কোথায় রুশ বিরোধী সংগ্রামে লিপ্ত হয়েছিল?

17. বুরব রাজবংশের পর কোন বংশ ফ্রান্সে রাজত্ব করে?

18. রাজতন্ত্রের স্থবিরত্তে ফ্রান্স ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল উক্তিটি কে করেছিলেন?

19. জার্মান জাতিয়তাবাদী আন্দোলনের মূল কেন্দ্র কী ছিল?

20. গ্যারিবোল্ডি কে ছিলেন?

21. কোন রাষ্ট্রের হাত ধরে জার্মানিতে ঐক্য প্রতিষ্ঠিত হয়?

22. প্রাসিয়ার প্রধান মন্রী কে ছিলেন?

                                                                                 বিভাগ গ

২। সংখিপ্ত উত্তরধর্মী প্রশ্নঃ

1. জাতিয়তাবাদ বলতে কী বোঝ?

2. বিগ ফোর বলতে কাদের বোঝায়?

3. কার্লবার্ডস ডিক্রী কেন জারী করা হয়?

4. বৈধ অধিকার নীতি বলতে কী বোঝ?

5. ইউরোপের পুনর্গঠনের মূলনীতি কী ছিল?

6. জল্ভেরাইন কী?

7. মেটারনিক পদ্ধিতির ব্যর্থতার কারন কী ছিল?

8. কে ও কত সালে কার্লবার্ড ডিক্রী জারী করেন?

9. কবে ও কোথায় ফেব্রুয়ারী বিপ্লব শুরু হয়?

10. মেটারনিক পদ্ধতি বলতে কী বোঝ?

11. ইটালির কয়েকজন জাতীয়তাবাদী কবির নাম লেখ?

12. ইয়ং ইটালি দলের আদর্শ কী ছিল?

13. কবে কাদের মধ্যে প্লমবিয়ারসের চুক্তি স্বাক্ষরিত হয়?

14. কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়?

15. জার্মানির ঐক্যের পথে অন্তরায় ছিল কোন দেশটি?

16. রেড সার্ট আর্মি কী?

17. কবে কাদের মধ্যে এদ্রিয়া নপলের চুক্তি স্বাক্ষরিত হয়?

18. ওয়ার্ম ওয়াটার পলিসি কী?

19. কোন কোন রাষ্ট্র যুক্ত হয়ে তুর্কি সাম্রাজ্য গড়ে উঠেছিল?

20. কাদের মধ্যে ফ্রাঙ্কফরতের চুক্তি স্বাক্ষরিত হয়?

21. কাদের মধ্যে গেস্টিনের চুক্তি স্বাক্ষরিত হয়?

22. ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়?

23. কবে ও কার হাত ধরে জোলভেরাইন নামে এক শুল্ক সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়?

24. উনিশ শতকের গোড়ার দিকে সমগ্র ইটালি কয়টি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে

পড়েছিল?

25. জুলাই বিপ্লব বলতে কী বোঝ?

26. কোন কোন দেশের ওপর ফেরুয়ারি বিপ্লবের প্রভাব পড়েছিল?

27. কে ও কবে প্রতিক্রিয়াশীল অরডিন্যান্স জারি করেন? এর ফলাফল কে হয়েছিল?

28. অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সিঙ্ঘাসনে বসেন? তিনি কী উপাধি পান?

29. ভিয়েনা সম্মেলনের মূল লক্ষ্য কী ছিল?

                                                                                  বিভাগ ঘ

৩। বিশ্লেষণ ধর্মী প্রশ্নঃ

1. দ্বিতীয় রাজতন্ত্র বলতে কী বোঝ?

2. মেটারনিক ব্যাবস্থার ব্যর্থতার কারন গুলি লেখ?

3. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফলগুলি লেখ?

4. কীভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান ঘটে?

5. জাতি রাষ্ট্রের সংক্ষিপ্ত ধারনা দাও?

6. জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা কর?

7. জুলাই রাজতন্রের পতনের কারন আলোচনা কর?

8. ফেব্রুয়ারী বিপ্লবের প্রভাব আলোচনা কর?

9. টীকা লেখঃ রিসারজিমেন্টো, ইয়ং ইটালি, এমস টেলিগ্রাম

                                                                                    বিভাগ ঙ

৪। ব্যাখ্যাধর্মী প্রশ্নঃ

1. ভিয়েনা সম্মেলনে যোগদানকারীদের দাবি, উদ্দেশ্যগুলি লেখ? এই সম্মেলনে গৃহীত মূল নীতিগুলির পরিচয় দাও?

2. বিশমার্কের রক্ত ও লৌহ নীতির পরিচয় দাও?

3. মেটারনিক ব্যাবস্থার পরিচয় দাও? মেটারনিক ব্যাবস্থার ব্যর্থতার কারন গুলি লেখ?









                                                             শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রজ্যবাদ


                                                                                বিভাগ খ

১। অতিসংখিপ্ত উত্তরধরমী প্রশ্নঃ

1. কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সুচনা হয়?

2. ইউতপিয়া গ্রন্থতি কার লেখা?

3. নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?

4. আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়?

5. কোন গ্রন্থ টি কে তন্ত্রবাদের বাইবেল বলা হয়?

6. ডেভিড কপারফিল্ড গ্রন্থের রচয়িতা কে?

7. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?

8. কবে প্রথম অ্যাটলান্টিক কেবল পাতা হয়?

9. কোন দেশ চিনে প্রথম উন্মুক্তদ্বার নীতির প্রস্তাব তোলে?

10. কে সেফটি ল্যম্প আবিষ্কার করেন?

11. মাক্সিম গরকির কোন উপন্যাসে রুশবাসীর নাগরিক জীবন কাহিনির বিবরণ রয়েছে?

12. সেরজেভ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সার্ব উগ্র জাতীয়তাবাদী সংগঠনটির নাম লেখ?

13. কোন দেশ ইউনিওন অব সাউথ আফ্রিকা গঠন করেন?

                                                                               বিভাগ গ

২। সংখিপ্ত উত্তরধরমী প্রশ্নঃ

1. শিল্পবিপ্লব বলতে কী বোঝ?

2. কারখানা প্রথা বলতে কী বোঝ?

3. কার্ল মার্ক্সের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

4. রবার্ট আয়েন কে? তার লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

5. দুজন নৈরাজ্যবাদীর নাম লেখ?

6. দুজন ইউতপিয়ান সমাজবাদীর নাম লেখ?

7. আফ্রিকাকে অন্ধকারাছন্ন মহাদেশ বলা হয় কেন?

8. উত্তর ও দক্ষিন বিভাজন বলতে কী বোঝ?

9. নইরাজ্যবাদ কী?

10. প্যারি কমিউন কী?

11. টার্ন পাইক ট্রাস্ট বলতে কী বোঝ?

12. ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কী?.

13. Semaphore Relay কী?

14. কে ও কবে সুয়েজ খালের জাতীয়করণ করে?

15. আটলান্টিক কেবল কী?

16. কবে ও কোন ঘটনার পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?

17. সেরাজেভো হত্যাকাণ্ড কী?

18. দক্ষিন আফ্রিকায় পর্তুগীজদের দুটি উপনিবেশের নাম লেখ?

19. তিএন সিন সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

20. উন্মুক্ত দ্বার নীতি বলতে কী বোঝ?

                                                                                   বিভাগ ঘ

৩। বিশ্লেষণ ধর্মী প্রশ্নঃ

1. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা লেখ?

2. চিনে ব্রিটিশ অগ্রাশনের সংক্ষিপ্ত পরিচয় দাও?

3. আফ্রিকার ব্যাবছেদের প্রেক্ষাপট লেখ?

4. সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝ?

                                                                                    বিভাগ ঙ

৪। ব্যাখ্যাধরমী প্রশ্নঃ

1. শিল্পবিপ্লবের সমালোচনার নানা দিকগুলি আলোচনা কর?

2. শিল্প বিপ্লবের প্রভাবগুলি লেখ? শিল্প বিপ্লব থেকে কীভাবে উপনিবেশবাদের জন্ম হয়?

3. শিল্পবিপ্লবকালীন ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের অবস্থার তুলনা মুলক আলচনা কর?

4. শিল্প বিপ্লবজাত পণ্যের পরিবহণে সুয়েজ খালের কী ভুমিকা ছিল? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলপথের কী ভূমিকা ছি

                                                             বিংশ শতকে ইউরোপ


2.Very short answer type questions:

1) রুশ সাম্রজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন জাতি গোষ্ঠী ভুক্ত ছিল?

2) কোন রাজার আমলে রাশিয়ায় নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়?

3) সোভিয়েত রাশিয়ায় কোন দলের নেতৃত্বে ১৯১৭ সালে বলশভিক বিপ্লব ঘটে ছিল?

4) সোভিয়েতর শ্রমিকরা কোন শহরে খাদ্যের জন্য অনশন করেছিল?

5) সোভিয়েত পার্লামেন্টের নাম কী?

6) লেনিনের পুরো নাম কী?

7) ইসক্রা কী?

8) ত্রিশক্তি মৈত্রী কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল?

9) ত্রিশক্তি আঁতাত কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছিল?

10) কে ও কবে প্রথম জার উপাধি নিয়েছিল?

11) জারতন্ত্র কাকে বলে?

12) কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়?

13) মীর কী?

14) কার নেত্রেত্বে বলশভিক দল রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে?

15) কুলাক নামে কারা পরিচিত ছিল?

16) কোন বিপ্লবের পর রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে?

17) লিগ অব নেসন কবে গঠিত হয়?

18) নাৎসি দলের মুখপত্রের নাম কী ছিল?

19) স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন?

20) স্পারতাকাস নামে কারা পরিচিত ছিল?

21) কোন ঘটনাকে ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করেন?

22) এলিট গার্ডস কী?

23) গেস্টাপো কী?

24) স্ট্রমটুপারস কী?

25) স্লাইফেন পরিকল্পনা কী?

26) নাৎসি দলের পরিচয় দাও?

3.short answer type questions:

1. রুশিকরন নীতি বলতে কী বোঝ?

2. মহানন্দার অবসান কীভাবে ঘটে?

3. স্পেনের গৃহযুদ্ধের অবসান কী ভাবে ঘটে?

4. বলশভিক দল কীভাবে রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে?

5. উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ?

6. এপ্রিল থিসিস কী?

7. ডুমা ও জেমস্টাভ কী?

8. নিহিলিস্ট আন্দোলনের মূল তিনটি পর্যায় কী ছিল?

9. নিহিলিস্ট আন্দোলনের সমাজতন্ত্রবাদী ও নৈরাজ্যবাদী নেতা কে ছিল?

10. কে ও কবে চোদ্দ দফা নীতি ঘোষণা করেন?

11. মহানন্দার প্রভাব লেখ?

12. ভারসাই সন্ধির অর্থনৈতিক কারণগুলি লেখ?

13. ইউরোপের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র হিসাবে কীভাবে উত্থান ঘটে?

14. পোলিশ করিডর কী?

15. নতুন অর্থনৈতিক নীতি কী?

4. Large answer type questions:

1. সোভিয়েত রাশিয়ায় মার্চ বিপ্লব কীভাবে শুরু হয়?

2. সোভিয়েত রাশিয়া কীভাবে সর্বহারার একনায়াক্তন্ত্রে পরিনত হল?

3. ভাইমার প্রজাতন্ত্র বলতে কী বোঝ?

4. হুভার মেরাটরিয়াম বলতে কী বোঝ?

5. স্পেনের গৃহযুদ্ধের বিব্রন দাও?

6. হেরেনভক তত্ব কী?

7. হিটলারের আত্তজীবনীর নাম লেখ? তিনি জার্মানিতে কোন দল প্রতিষ্ঠা করেছিলেন?

8. ব্ল্যক শার্টস বাহিনী বলতে কী বোঝ?

9. হুভার মেরাটরিয়াম বলতে কী বোঝ?

10. স্পেনের গৃহযুদ্ধের বিব্রন দাও?

11. ১৯১৭ সালে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা কর?

12. প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলগুলি লেখ?

5.Elaborate type questions:

1. প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখ?প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বর্ণনা কর।

2. জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা কর?

3. ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা কর?

4. ১৯১৭ সালে রুশ বিপ্লবের পটভূমি লেখ?


                                                 জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

১।এক দুটি বাক্যে উত্তর দাওঃ                                                                                                       মান- ১

I. প্রথম কারা বিশ্বশান্তির লক্ষ্যে আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কথা চিন্তা করেন?

II. ফ্রান্সের কোন রাজা ইউরোপ মহাদেশকে একটি কমনওয়েলথের অধীনে আনার প্রচেষ্টা করেন?

III. জাতি সঙ্ঘ কবে আত্মপ্রকাশ করে?

IV. জাতিসংঘের অধিবেশন কোথায় বসত?

V. জাতিসংঘের সাধারন সভার কার্যনির্বাহী দুটি সমিতির নাম লেখ?

VI. জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত বছর?

VII. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

VIII. কবে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়?

IX. কার লেখা গ্রন্থে সর্ব প্রথম ‘ইউনাইটেড নেশনস’ কথাটির উল্লেখ পাওয়া যায়?

X. মোট কটি রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়?

XI. সম্মিলত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?

XII. সম্মিলত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?

XIII. বর্তমানে সম্মিলত জাতিপুঞ্জের সাধারন সভা কয়টি রাষ্ট্র নিয়ে গঠিত?

XIV. কোন রাষ্ট্রবিজ্ঞানী সাধারন সভাকে ‘বিশ্বের নাগরিক সভা’ নামে অবিহিত করেছেন?

২।অনধিক তিনটি বাক্যে উত্তর দাওঃ মান- ২

1. কে ও কবে চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন?

2. আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান কাজ কী ছিল?

3. আটলান্টিক সনদ কী?

4. জাতিসংঘের ক্ষমতাগুলি লেখ?

5. প্যারিস শান্তি সম্মেলনে সভাপতিত্ব কে করেন? এর গুরুত্ব লেখ?

6. জাতিপুঞ্জের মৌলিক নীতিসমূহ লেখ?

7. জাতিসংঘের প্রধান কটি ও কী কী দপ্তর ছিল?

8. জাতিসংঘের সাধারন সভার কাজ কী ছিল?

9. জাতিসংঘের সচিবালয়ের কাজ কী ছিল?

10.জাতিসংঘের ব্যার্থতার দুটি কারণ লেখ?

৩।অনধিক ছয় সাতটি বাক্যে উত্তর দাওঃ মান- ৩/৪

1. জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দ দফা শর্তের কী ভূমিকা ছিল?

2. সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি লেখ?

3. সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি লেখ?

4. রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদের কী ভূমিকা ছিল?

5. জাতিপুঞ্জের সনদের চারটি মৌলিক উদ্দেশ্য কী ছিল?

6. জাতিসংঘের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল?

7. জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কী যান?

8. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের পরিচয় দাও।

9. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরিচয় দাও।

10.সম্মিলিত জাতিপুঞ্জের সাধারন সভার পরিচয় দাও।

৪। ব্যাখ্যামূলক প্রশ্নঃ মান ৮

1. কী ভাবে লিগ অব নেসনস বা জাতি সংঘের আত্মপ্রকাশ ঘটে?

2. সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা কর?

3. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ কর?


                                                                দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর


১।এক- দুটি বাক্যে উত্তর দাওঃ                                                                                                  মান- ১

I. কার নেত্রেত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোশা শুরু করেন?

II. লেনিনগ্রাড সোভিয়েত রাশিয়ার কোন জারের রাজধানী ছিল?

III. কারভ নেত্রেত্বে রুশ বাহিনী জার্মানদের পরাজিত করে ছিল?

IV. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়?

V. রবীন্দ্রনাথ কোন গ্রন্থে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন?

VI. কোন সাহিত্যক প্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন?

VII. কোন ঘটনার পর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সুচনা হয়?

VIII. কবে প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয়?

IX. কবে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?

X. জোট নিরপেক্ষ নীতির একজন অন্যতম প্রবক্তা কে ছিলেন?

XI. জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

২।অনধিক তিনটি বাক্যে উত্তর দাওঃ মান- ২

I. ইঙ্গ ফরাসী তোষণনীতি বলতে কী বোঝ?এর উদ্দেশ্য কী ছিল?

II. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

III. কোন কোন দেশ মিলিত হয়ে অক্ষ শক্তিজোট গঠন করে?

IV. কোন কোন দেশ মিলিত হয়ে মিত্র শক্তিজোট গঠন করে?

V. ভার্সাই চুক্তির গুরুত্ব লেখ?

VI. ‘হেরেনভক তত্ত্ব’ কী?

VII. কবে ও কাদের মধ্যে লেনিনগ্রাডের যুদ্ধ হয়েছিল?

VIII. ‘অপারেশন বারবারোশা’ বলতে কী বোঝ?

IX. ক্যাশ অ্যান্ড কারী নীতি কী?

X. লেন্ড লিজ আইন কী?

XI. ডি ডে বলতে কী বোঝ?

XII. কবে ও কেন বিজয় উৎসব দিবস পালিত হয়?

XIII. ঠাণ্ডা লড়ায় বলতে কী বোঝ?

XIV. মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝ?

XV. তৃতীয় বিশ্ব বলতে কী বোঝ?

XVI. জোট নিরপেক্ষ আন্দোলনের বলতে কী বোঝ?

XVII. রাশিয়ার ‘পোড়ামাটির নীতি’ বলতে কী বোঝ?

XVIII. ক্রিয়া পদ্ধতি গবেষণা পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।



৩।অনধিক ছয়-সাতটি বাক্যে উত্তর দাওঃ মান৩/৪

1. ‘পার্লহারবার ঘটনা’ কী?

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখ?

3. উগ্র জাতীয়তাবাদের পরিচয় দাও ও এর প্রসার লেখ?

4. আন্তর্জাতিকতাবাদের পরিচয় দাও ও প্রসার লেখ?

5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের ক্ষেত্রে কীভাবে গুন ও পরিমাণগত বদল ঘটে?

6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন ছিল কীরূপ?

7. রোম বার্লিন টোকিও জোট কেন গড়ে ওঠে?

8. কবে ও কেন জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরামানু বোমা বিস্ফোরণ করা হয়?



৪। ব্যাখ্যামূলক প্রশ্নঃ মান ৮

1. ফ্যাসিবাদ ও নাৎসিবাদ বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত কীভাবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সুচনা ঘটায়?

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল গুলি লেখ?অথবা বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা কর।

3. সোভিয়েত রাশিয়ার সঙ্গে জার্মানির সংঘাতের কারণ কী ছিল?



___________________________  















































































5 comments:

  1. উওর কিভাবে পাবো

    ReplyDelete
  2. উত্তরের জন্য বিষয়শ্রেণী থেকে নিজের শ্রেনীর উপযোগী পোস্তটি দেখতে পারো।
    ব্লগটাকে ফলো করতে থাকো আরও নতুন কন্টেন্ট পাওয়ার জন্য।

    ReplyDelete
  3. তুরুজেনের সন্ধি কবে কাদের মধ্যে হয়?

    ReplyDelete
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহড়া কি

    ReplyDelete
  5. দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহড়া কি

    ReplyDelete